কলকাতা, 5 ডিসেম্বর: আইএসএল আত্মপ্রকাশে ক্রমশ কোনঠাসা হচ্ছে মহমেডান ৷ একঘণ্টা 9 জনের ইস্টবেঙ্গলকে পেয়েও গোল দিতে পারেনি ৷ আন্তর্জাতিক বিরতির পর নেমে বেঙ্গালুরু এফসি’র বিরুদ্ধে শুরুতেই এগিয়ে গিয়েছিল ‘ব্ল্যাক প্যান্থার্স’ ৷ গোল ধরে রাখতে না-পেরে সেই ম্যাচও হাতছাড়া হয়েছে ৷ হারতে হয়েছে জামশেদপুরের কাছেও ৷
13 নম্বর দল হিসেবে মহমেডান স্পোর্টিং দেশীয় ক্লাব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে খেলছে ৷ ফ্র্যাঞ্চাইজি ফি দিয়ে নয়, আই লিগ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় দল হিসেবে আইএসএলে খেলার যোগ্যতা অর্জন করেছিল মহমেডান স্পোর্টিং । গত মরশুমে দলের বেশিরভাগ ফুটবলারকে ধরে রাখার পাশাপাশি বেশ কয়েকজন প্রতিশ্রুতিমান ভারতীয় ফুটবলারকেও নিয়েছিল তারা । যদিও এখনও ব্যর্থ হেডস্যর আন্দ্রে চের্নিশভের ছকে দেওয়া ব্লু-প্রিন্ট ৷
No stopping till the finish line! 💥 #PFCMSC #ISL #MohammedanSC #JaanJaanMohammedan #JaanShaanImaanDilMeinMohammedan 🖤🤍 pic.twitter.com/En13h1M77W
— Mohammedan SC (@MohammedanSC) December 5, 2024
মহমেডান স্পোর্টিং তাদের হোমগ্রাউন্ড হিসেবে কিশোরভারতী স্টেডিয়ামকে দেখিয়েছে । ঘরের মাঠে এখনও জয়ের মুখ দেখেনি মহমেডান ৷ এবার পঞ্জাবের বিরুদ্ধে নয়াদিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে নামছে সাদা-কালো শিবির ৷ পঞ্জাব ম্যাচে কাঙ্খিত জয় তুলে নেবে কলকাতার তৃতীয় প্রধান ? নাকি হোম ম্যাচ পকেটে পুরবে পঞ্জাব এফসি ? কোথায় দেখা যাবে মহমেডান-পঞ্জাব ম্যাচ ?
Touchdown , Delhi 📍 #PFCMSC #ISL #MohammedanSC #JaanJaanMohammedan #JaanShaanImaanDilMeinMohammedan #🖤🤍 pic.twitter.com/PJX7gL0SP5
— Mohammedan SC (@MohammedanSC) December 5, 2024
|
শুক্রবার সন্ধে 7.30 থেকে থেকে শুরু হবে মহমেডান বনাম পঞ্জাব এফসি ম্যাচ ৷ খেলা হবে নয়াদিল্লি জওহরলাল নেহরু স্টেডিয়ামে ৷
নেই শুভাশিস-আলবার্তো ! রক্ষণের ফাঁক বোজাতে ন্যুনো রেইসকে নথিভুক্ত করাবে বাগান ?
|
মহমেডান বনাম পঞ্জাব ম্যাচ Sports18 3 SD নেটওয়ার্ক টিভি চ্যানেলে দেখানো হবে ৷ DD Bangla চ্যানেলে খেলা দেখা যাবে ৷ এছাড়াও জিও সিনেমা অ্যাপ ও ওয়েবসাইটে সরাসরি ম্যাচ দেখা যাবে ৷