কলকাতা, 12 ডিসেম্বর: ছিটকে গেলেন জোসেফ আদজেই । মহমেডান স্পোর্টিংয়ে ফের আশঙ্কার কালো মেঘ ৷ রবিবার মুম্বই সিটি এফসির সঙ্গে ম্যাচ । তার আগে মহামেডান শিবিরে জোর ধাক্কা । হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে পুরো মরশুম থেকেই ছিটকে গেলেন নির্ভরযোগ্য ডিফেন্ডার । বেশ কয়েকদিন ধরেই চোটে ভুগছিলেন । নিজেই জানিয়েছিলেন, রিকভ্যারি চলছে । কিন্তু চোট সারিয়ে জোসেফের ফিট হতে আরও অনেকদিন সময় লাগবে ।
কেরালা ম্যাচ থেকেই খেলতে পারছিলেন না, জোসেফের না-থাকাটা ভুগিয়েছে মহমেডানকেও । গতবার সাদা-কালো শিবিরে সই করেছিলেন । দলকে আই লিগ চ্যাম্পিয়ন করিয়েছিলেন । আইএসএলে যে ক’টা ম্যাচ খেলেছেন, পারফরম্যান্স যথেষ্ট ভালোই ছিল । এবার জানা গেল, বাকি মরশুমে আর খেলতে পারবেন না ঘানার এই ডিফেন্ডার । তড়িঘড়ি মহমেডান তাঁর বিকল্প খোঁজ শুরু করেছে ।
Getting pumped to be back in action in 4️⃣ days 💪🏼#MSCMCFC #ISL #JaanJaanMohammedan #JaanShaanImaanDilMeinMohammedan pic.twitter.com/7KCU9rB5Bj
— Mohammedan SC (@MohammedanSC) December 11, 2024
মরশুমের শুরুতেই কাদিরি অনুশীলন করতে গিয়ে চোট পেয়েছিলেন, তাঁরও মহমেডানের জার্সি গায়ে খেলা হয়নি । এদিকে, আগামী 15 ডিসেম্বর ঘরের মাঠে মহামেডানের প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি । এই ম্যাচে খেলতে পারবেন না আরেক ডিফেন্ডার গৌরব বোরা । ফলে দুই নির্ভরযোগ্য সেন্টার ব্যাককে ছাড়াই আন্দ্রে চের্নিশভের দলকে সামলাতে হবে ছাংতদের । গৌরবের মুখে চোট রয়েছে । সূত্রের খবর, অস্ত্রোপচারের প্রয়োজন না-হলেও, সুস্থ হতে গৌরবের এক-দেড় মাস সময় লাগবে । ফিট হওয়ার পর ফেস মাস্ক পরে খেলতে পারবেন তিনি ।
একাধিক চোটের মাঝে স্বস্তির খবর, ফ্লোরেন্ত ওগিয়ের সুস্থ, তিনি মুম্বই ম্যাচে খেলতে পারবেন। এছাড়াও জানুয়ারি ট্রান্সফার উইন্ডো কাজে লাগাতে চাইছে মহমেডান । ভালো একজন বিদেশী স্ট্রাইকারের খোঁজে রয়েছে সাদা-কালো শিবির ।