ETV Bharat / sports

ইসরাফিলের হ্যাটট্রিক, এরিয়ানকে উড়িয়ে দিল মহমেডান - CFL 2024 - CFL 2024

Mohammedan SC in CFL 2024: এরিয়ানকে 4-1 গোলে হারিয়ে কলকাতা লিগের শেষ ছ’য়ে যাওয়ার আশা টিকিয়ে রাখল সাদা-কালো শিবির । বাকি দু’টো ম্যাচ জিততে পারলে গতবারের চ্যাম্পিয়নরা এবারও শেষ ছ’য়ে পৌঁছবে ।

Mohammedan SC Beats Aryan FC
মহমেডান স্পোর্টিং বনাম এরিয়ান ক্লাব (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 19, 2024, 7:47 PM IST

কলকাতা, 19 অগস্ট: নৈহাটি স্টেডিয়ামে কলকাতা লিগের খেলা ছিল মহমেডান স্পোর্টিং বনাম এরিয়ান ক্লাবের ৷ 4-1 গোলে মহমেডান স্পোর্টিংয়ের গুরুত্বপূর্ণ জয়ে বড় ভূমিকা ইসরাফিল দেওয়ানের হ্যাটট্রিক । সাদা-কালো শিবিরের বাকি একটি গোল মহীতোষ রায়ের । এরিয়ানের একমাত্র গোল পঙ্কজ রায়ের ৷

হ্যাটট্রিকের ম্যাচে আকর্ষণ ছিনিয়ে নিয়ে গেল ম্যাচ পরবর্তী সময়ে মহমেডান স্পোর্টিং ক্লাবের ফুটবলারদের আরজি কর নিয়ে জাস্টিসের দাবিতে সরব হওয়া । সাদা-কালো শিবিরের জার্সিতে ‘জাস্টিস ফর আরজি কর’ লিখে ম্যাচের পর ফুটবলাররা তুলে ধরেন । যা ম্যাচের স্কোরবোর্ডের আলোকে ম্লান করে দিল ৷ ডুরান্ড ডার্বিতে প্রতিবাদী টিফোতে সরব হতে পারে গ্যালারি, এই শঙ্কায় আয়োজন বাতিল করেছিল প্রশাসন ৷ যদিও সরকারিভাবে ডুরান্ড কাপ আয়োজক সেনাবাহিনীকে ম্যাচ আয়োজনের জন্য পর্যাপ্ত পুলিশ বর্তমান প্রেক্ষাপটে দেওয়া সম্ভব নয় বলেছিল বিধাননগর পুলিশ কমিশনারেট ৷

Mohammedan SC Beats Aryan FC
এরিয়ানকে উড়িয়ে দিল মহমেডান (ইটিভি ভারত)

ডার্বি বাতিল, ডুরান্ড কাপের বাকি ম্যাচ কলকাতা ছাড়া ৷ কিন্তু প্রতিবাদ এল ফুটবলারদের তরফে ৷ এরিয়ানকে 4-1 গোলে হারিয়ে কলকাতা লিগের শেষ ছ’য়ে যাওয়ার আশা টিকিয়ে রাখল সাদা-কালো শিবির । 10 ম্যাচে 18 পয়েন্ট ঝুলিতে । বাকি দু’টো ম্যাচ জিততে পারলে গতবারের চ্যাম্পিয়নরা এবারও শেষ ছ’য়ে পৌঁছবে । ফলে সোমবার গুরুত্বপূর্ণ জয় মহমেডানকে অক্সিজেন যোগালো । অথচ মহমেডান তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়বে প্রথমে বোঝা যায়নি । প্রথমার্ধে পঙ্কজ রায়ের গোলে এগিয়ে গিয়েছিল এরিয়ান । তাঁদের প্রেসিং ফুটবলের সামনে মহমেডান স্পোর্টিংকে দিশেহারা লাগছিল ।

কিন্তু দ্বিতীয়ার্ধে মহীতোষ নামতেই খেলায় ফেরে মহমেডান । আক্রমণের ঝড়ে এরিয়ান ব্যাকফুটে চলে যায় পরবর্তী 45 মিনিটে । 51 মিনিটে দলকে সমতায় ফেরান মহীতোষ । এরপর 60, 92 এবং 97 মিনিটে তিনটি গোল করে মরশুমের প্রথম হ্যাটট্রিক করলেন ইসরাফিল দেওয়ান ৷ কলকাতা ইতিমধ্যে সাত গোল করে সর্বোচ্চ গোলদাতার দৌড়ে ইস্টবেঙ্গলের জেসিন টিকে’কে তাড়া করছেন ।

কলকাতা, 19 অগস্ট: নৈহাটি স্টেডিয়ামে কলকাতা লিগের খেলা ছিল মহমেডান স্পোর্টিং বনাম এরিয়ান ক্লাবের ৷ 4-1 গোলে মহমেডান স্পোর্টিংয়ের গুরুত্বপূর্ণ জয়ে বড় ভূমিকা ইসরাফিল দেওয়ানের হ্যাটট্রিক । সাদা-কালো শিবিরের বাকি একটি গোল মহীতোষ রায়ের । এরিয়ানের একমাত্র গোল পঙ্কজ রায়ের ৷

হ্যাটট্রিকের ম্যাচে আকর্ষণ ছিনিয়ে নিয়ে গেল ম্যাচ পরবর্তী সময়ে মহমেডান স্পোর্টিং ক্লাবের ফুটবলারদের আরজি কর নিয়ে জাস্টিসের দাবিতে সরব হওয়া । সাদা-কালো শিবিরের জার্সিতে ‘জাস্টিস ফর আরজি কর’ লিখে ম্যাচের পর ফুটবলাররা তুলে ধরেন । যা ম্যাচের স্কোরবোর্ডের আলোকে ম্লান করে দিল ৷ ডুরান্ড ডার্বিতে প্রতিবাদী টিফোতে সরব হতে পারে গ্যালারি, এই শঙ্কায় আয়োজন বাতিল করেছিল প্রশাসন ৷ যদিও সরকারিভাবে ডুরান্ড কাপ আয়োজক সেনাবাহিনীকে ম্যাচ আয়োজনের জন্য পর্যাপ্ত পুলিশ বর্তমান প্রেক্ষাপটে দেওয়া সম্ভব নয় বলেছিল বিধাননগর পুলিশ কমিশনারেট ৷

Mohammedan SC Beats Aryan FC
এরিয়ানকে উড়িয়ে দিল মহমেডান (ইটিভি ভারত)

ডার্বি বাতিল, ডুরান্ড কাপের বাকি ম্যাচ কলকাতা ছাড়া ৷ কিন্তু প্রতিবাদ এল ফুটবলারদের তরফে ৷ এরিয়ানকে 4-1 গোলে হারিয়ে কলকাতা লিগের শেষ ছ’য়ে যাওয়ার আশা টিকিয়ে রাখল সাদা-কালো শিবির । 10 ম্যাচে 18 পয়েন্ট ঝুলিতে । বাকি দু’টো ম্যাচ জিততে পারলে গতবারের চ্যাম্পিয়নরা এবারও শেষ ছ’য়ে পৌঁছবে । ফলে সোমবার গুরুত্বপূর্ণ জয় মহমেডানকে অক্সিজেন যোগালো । অথচ মহমেডান তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়বে প্রথমে বোঝা যায়নি । প্রথমার্ধে পঙ্কজ রায়ের গোলে এগিয়ে গিয়েছিল এরিয়ান । তাঁদের প্রেসিং ফুটবলের সামনে মহমেডান স্পোর্টিংকে দিশেহারা লাগছিল ।

কিন্তু দ্বিতীয়ার্ধে মহীতোষ নামতেই খেলায় ফেরে মহমেডান । আক্রমণের ঝড়ে এরিয়ান ব্যাকফুটে চলে যায় পরবর্তী 45 মিনিটে । 51 মিনিটে দলকে সমতায় ফেরান মহীতোষ । এরপর 60, 92 এবং 97 মিনিটে তিনটি গোল করে মরশুমের প্রথম হ্যাটট্রিক করলেন ইসরাফিল দেওয়ান ৷ কলকাতা ইতিমধ্যে সাত গোল করে সর্বোচ্চ গোলদাতার দৌড়ে ইস্টবেঙ্গলের জেসিন টিকে’কে তাড়া করছেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.