ETV Bharat / sports

বাইশ গজে কবে ফিরছেন? সিএবি'র অনুষ্ঠানে এসে মুখ খুললেন শামি - SHAMI ON INTERNATIONAL COMEBACK - SHAMI ON INTERNATIONAL COMEBACK

SHAMI AT CAB ANNUAL AWARD CEREMONY: বাইশ গজে প্রত্য়াবর্তন নিয়ে বড়সড় আপডেট দিলেন মহম্মদ শামি ৷ শনিবার সিএবি'র বর্ষসেরা পুরস্কার বিতরণের মঞ্চে এসে নানা কথাই বললেন বঙ্গ পেসার ৷ মন্তব্য করলেন ভারত-বাংলাদেশ সিরিজ নিয়েও ৷

SHAMI AT CAB ANNUAL AWARD CEREMONY
সিএবির অনুষ্ঠানে শামি (ETV Bharat)
author img

By ETV Bharat Sports Team

Published : Sep 14, 2024, 8:33 PM IST

কলকাতা, 14 সেপ্টেম্বর: জন্ম এবং বেড়ে ওঠা উত্তরপ্রদেশে হলেও আমাকে ক্রিকেটার হিসেব প্রতিষ্ঠিত করেছে বাংলা ৷ বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে এই ভাষাতেই সিএবি'র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন মহম্মদ শামি ৷ তবে বাইশ গজে কবে ফিরছেন, সে ব্যাপারে ধোঁয়াশা জিইয়ে রাখলেন জাতীয় দলের পেসার ৷ জানালেন, সময় লাগে লাগুক; কোনওরকম ঝুঁকি নিতে চান না ৷ শামি এও জানালেন যে, ফিট হয়ে তিনি প্রয়োজনে বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটেও নামতে পারেন ৷

শামির বক্তব্য (ETV Bharat)

2023 বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্সের জন্য এ বছরে মহম্মদ শামিকে বিশেষ সম্মানে সম্মানিত করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ৷ পুরস্কার গ্রহণের আগে সাংবাদিকদের শামি বলেন, "তাড়াতাড়ি ফেরারই চেষ্টা করছি ৷ অনেকদিন হয়ে গেল দলের বাইরে রয়েছি ৷ তাই যত দ্রুত ফেরা যায় তার প্রচেষ্টাতেই রয়েছি ৷ সঙ্গে এটাও চাইছি না যাতে কোনওরকম ঝুঁকি থেকে যায় ৷ যত শক্তিশালী হয়ে ফিরব তত আমার জন্য ভালো হবে ৷ কারণ, তাতে পুনরায় চোট পাওয়ার সম্ভাবনা কম থাকবে ৷ তাই আমিও কোনওরকম সুযোগ নিতে চাইছি না ৷"

SHAMI RECEIVES AWARD
পুরস্কার গ্রহণ করছেন শামি (ETV Bharat)

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজেই কি তবে প্রত্যাবর্তন ঘটষছে? উত্তরে সম্পূর্ণ ফিট হয়ে ফেরার কথাই ফের শামির মুখে ৷ ইতিমধ্যে পুরোদমে যে তিনি বোলিং অনুশীলন শুরু করে দিয়েছেন সে কথাও স্পষ্ট করলেন 2023 বিশ্বকাপের সর্বাধিক উইকেট সংগ্রাহক ৷ পাশাপাশি ভারত বনাম বাংলাদেশ আসন্ন টেস্ট সিরিজ নিয়েও বললেন নানা কথা ৷

পাকিস্তানকে ঘরের মাটিতে 2-0 ব্যবধানে হারিয়ে ভারতে আসছে বাংলাদেশ ৷ রোহিত-কোহলিদের ঘরের মাঠে কতটা বেগ দেবে তারা? উত্তরে শামি জানালেন, কাকে হারিয়ে আসছে সেটা বড় কথা নয় ৷ দু'দলের সাম্প্রতিক পারফরম্যান্সই শেষ কথা বলবে ৷ পাশাপাশি টেস্ট ম্যাচে জেতা মানে পাঁচদিনের সবক'টি সেশনেই জিততে হবে ৷ তাও মনে করালেন বঙ্গ পেসার ৷ সবশেষে সিএবি'র বিশেষ সম্মানে আপ্লুত শামি অনুরাগীদের ভালবাসা আর সমর্থনের জন্য ধন্যবাদ জানান। এই ভালোবাসার জন্যই ভারতের জন্য খেলতে পেরেছেন বলেও মনে করেন তিনি।

কলকাতা, 14 সেপ্টেম্বর: জন্ম এবং বেড়ে ওঠা উত্তরপ্রদেশে হলেও আমাকে ক্রিকেটার হিসেব প্রতিষ্ঠিত করেছে বাংলা ৷ বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে এই ভাষাতেই সিএবি'র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন মহম্মদ শামি ৷ তবে বাইশ গজে কবে ফিরছেন, সে ব্যাপারে ধোঁয়াশা জিইয়ে রাখলেন জাতীয় দলের পেসার ৷ জানালেন, সময় লাগে লাগুক; কোনওরকম ঝুঁকি নিতে চান না ৷ শামি এও জানালেন যে, ফিট হয়ে তিনি প্রয়োজনে বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটেও নামতে পারেন ৷

শামির বক্তব্য (ETV Bharat)

2023 বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্সের জন্য এ বছরে মহম্মদ শামিকে বিশেষ সম্মানে সম্মানিত করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ৷ পুরস্কার গ্রহণের আগে সাংবাদিকদের শামি বলেন, "তাড়াতাড়ি ফেরারই চেষ্টা করছি ৷ অনেকদিন হয়ে গেল দলের বাইরে রয়েছি ৷ তাই যত দ্রুত ফেরা যায় তার প্রচেষ্টাতেই রয়েছি ৷ সঙ্গে এটাও চাইছি না যাতে কোনওরকম ঝুঁকি থেকে যায় ৷ যত শক্তিশালী হয়ে ফিরব তত আমার জন্য ভালো হবে ৷ কারণ, তাতে পুনরায় চোট পাওয়ার সম্ভাবনা কম থাকবে ৷ তাই আমিও কোনওরকম সুযোগ নিতে চাইছি না ৷"

SHAMI RECEIVES AWARD
পুরস্কার গ্রহণ করছেন শামি (ETV Bharat)

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজেই কি তবে প্রত্যাবর্তন ঘটষছে? উত্তরে সম্পূর্ণ ফিট হয়ে ফেরার কথাই ফের শামির মুখে ৷ ইতিমধ্যে পুরোদমে যে তিনি বোলিং অনুশীলন শুরু করে দিয়েছেন সে কথাও স্পষ্ট করলেন 2023 বিশ্বকাপের সর্বাধিক উইকেট সংগ্রাহক ৷ পাশাপাশি ভারত বনাম বাংলাদেশ আসন্ন টেস্ট সিরিজ নিয়েও বললেন নানা কথা ৷

পাকিস্তানকে ঘরের মাটিতে 2-0 ব্যবধানে হারিয়ে ভারতে আসছে বাংলাদেশ ৷ রোহিত-কোহলিদের ঘরের মাঠে কতটা বেগ দেবে তারা? উত্তরে শামি জানালেন, কাকে হারিয়ে আসছে সেটা বড় কথা নয় ৷ দু'দলের সাম্প্রতিক পারফরম্যান্সই শেষ কথা বলবে ৷ পাশাপাশি টেস্ট ম্যাচে জেতা মানে পাঁচদিনের সবক'টি সেশনেই জিততে হবে ৷ তাও মনে করালেন বঙ্গ পেসার ৷ সবশেষে সিএবি'র বিশেষ সম্মানে আপ্লুত শামি অনুরাগীদের ভালবাসা আর সমর্থনের জন্য ধন্যবাদ জানান। এই ভালোবাসার জন্যই ভারতের জন্য খেলতে পেরেছেন বলেও মনে করেন তিনি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.