ETV Bharat / sports

'একই আকাঙ্খা ও এনার্জি নিয়ে ফিরছি', প্রত্য়াবর্তনের আগে আবেগঘন শামি

একবছর পর বাইশ গজে প্রত্যাবর্তন ৷ বুধে বাংলার হয়ে মাঠে নামার আগে আবেগঘন মহম্মদ শামি ৷ কী লিখলেন তিনি?

MOHAMMED SHAMI
মহম্মদ শামি (GETTY)
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 12, 2024, 8:04 PM IST

হায়দরাবাদ, 12 নভেম্বর: গোটা একটা বছর চোটের কারণে মাঠের বাইরে ৷ একজন পেশাদার ক্রিকেটারের জন্য এটা যে কত বড় যন্ত্রণার, সেটা গত এক বছরে টের পেয়েছেন মহম্মদ শামি ৷ মাঠে ফেরার মত পরিস্থিতির খুব কাছে এসেও পিছিয়ে যেতে হয়েছে ৷ তবে শেষমেশ বুধবার ঘরোয়া ক্রিকেটে প্রস্তুত জাতীয় দলের পেসারের প্রত্যাবর্তনের মঞ্চ ৷ হোক না রঞ্জি ট্রফি ৷ বাইশ গজে ফেরার আগের সন্ধেয় উচ্ছ্বাস গোপন রাখতে পারলেন না বঙ্গ পেসার ৷

বুধবার রঞ্জি ট্রফির পঞ্চম রাউন্ডের ম্য়াচে বাংলার হয়ে মধ্যপ্রদেশের বিরুদ্ধে নামছেন ডানহাতি পেসার ৷ 2019 বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার বাইশ গজে নামছেন শামি ৷ ঠিক তার আগের সন্ধেয় ইন্দোরে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি ৷ আর দলের সঙ্গে যোগ দিতে যাওয়ার পথে বিমানবন্দরের বেশ কিছু ছবি মঙ্গলবার সন্ধেয় টুইটারে পোস্ট করেন শামি ৷ সেই পোস্টের ক্য়াপশনে আবেগঘন 2023 বিশ্বকাপের সর্বাধিক উইকেটশিকারি ৷

টুইটে শামি এদিন লেখেন, "অ্য়াকশনে ফিরছি ৷ 360 দিন সময়টা নেহাত কম নয় ৷ রঞ্জি ট্রফিতে মাঠে নামতে প্রস্তুত ৷ ঘরোয়া ক্রিকেটে ফিরতে চলেছি সেই পুরোনো আকাঙ্খা এবং এনার্জি সহযোগে ৷ আমার শুভানুধ্যায়ীদের ধন্যবাদ সীমাহীন ভালোবাসা, সমর্থন এবং সাহস জুগিয়ে যাওয়ার জন্য ৷ মরশুমটাকে স্মরণীয় করে তোলা যাক ৷"

লন্ডনে গিয়ে হাঁটুতে অস্ত্রোপচার ৷ এরপর রিহ্যাবের মধ্যে দিয়ে সুস্থ হয়ে বর্ডার-গাভাসকর ট্রফিতে জাতীয় দলের হয়ে মাঠে নামা একপ্রকার নিশ্চিত ছিল মহম্মদ শামির ৷ তবে একশো শতাংশ ফিটনেস ছাড়া মাঠে নামার পক্ষপাতী ছিলেন না স্পিডস্টার ৷ এ নিয়ে সংবাদমাধ্যমে লেখালেখিও হয়েছে বিস্তর ৷ চোটের জায়গায় পুনরায় ব্যথা অনুভূত হওয়ায় অস্ট্রেলিয়া সফরের জন্য শেষমেশ শামিকে ছাড়াই স্কোয়াড ঘোষণা করে বিসিসিআই ৷ তবে বাংলার হয়ে খেলে নিজেকে প্রস্তুত করতে শামির কোনও সমস্য়া ছিল না ৷ বাস্তবে হল ঠিক সেটাই ৷

জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির সবুজ সংকেত পেলেই বাংলার হয়ে তিনি নামতে প্রস্তুত বলে জানিয়েছিলেন শামি ৷ কোচ লক্ষ্মীরতন শুক্লা নিয়মিত যোগাযোগ রাখছিলেন তাঁর সঙ্গে ৷ কর্ণাটক ম্য়াচের পর দলকে উদ্বুদ্ধ করতে বাংলার সাজঘরেও পৌঁছে গিয়েছিলেন শামি ৷ সবমিলিয়ে জাতীয় দলের পেসারের বাংলার জার্সিতে ফেরা ছিল স্রেফ সময়ের অপেক্ষা ৷ আগামিকাল সেই অপেক্ষার অবসান ৷

হায়দরাবাদ, 12 নভেম্বর: গোটা একটা বছর চোটের কারণে মাঠের বাইরে ৷ একজন পেশাদার ক্রিকেটারের জন্য এটা যে কত বড় যন্ত্রণার, সেটা গত এক বছরে টের পেয়েছেন মহম্মদ শামি ৷ মাঠে ফেরার মত পরিস্থিতির খুব কাছে এসেও পিছিয়ে যেতে হয়েছে ৷ তবে শেষমেশ বুধবার ঘরোয়া ক্রিকেটে প্রস্তুত জাতীয় দলের পেসারের প্রত্যাবর্তনের মঞ্চ ৷ হোক না রঞ্জি ট্রফি ৷ বাইশ গজে ফেরার আগের সন্ধেয় উচ্ছ্বাস গোপন রাখতে পারলেন না বঙ্গ পেসার ৷

বুধবার রঞ্জি ট্রফির পঞ্চম রাউন্ডের ম্য়াচে বাংলার হয়ে মধ্যপ্রদেশের বিরুদ্ধে নামছেন ডানহাতি পেসার ৷ 2019 বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার বাইশ গজে নামছেন শামি ৷ ঠিক তার আগের সন্ধেয় ইন্দোরে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি ৷ আর দলের সঙ্গে যোগ দিতে যাওয়ার পথে বিমানবন্দরের বেশ কিছু ছবি মঙ্গলবার সন্ধেয় টুইটারে পোস্ট করেন শামি ৷ সেই পোস্টের ক্য়াপশনে আবেগঘন 2023 বিশ্বকাপের সর্বাধিক উইকেটশিকারি ৷

টুইটে শামি এদিন লেখেন, "অ্য়াকশনে ফিরছি ৷ 360 দিন সময়টা নেহাত কম নয় ৷ রঞ্জি ট্রফিতে মাঠে নামতে প্রস্তুত ৷ ঘরোয়া ক্রিকেটে ফিরতে চলেছি সেই পুরোনো আকাঙ্খা এবং এনার্জি সহযোগে ৷ আমার শুভানুধ্যায়ীদের ধন্যবাদ সীমাহীন ভালোবাসা, সমর্থন এবং সাহস জুগিয়ে যাওয়ার জন্য ৷ মরশুমটাকে স্মরণীয় করে তোলা যাক ৷"

লন্ডনে গিয়ে হাঁটুতে অস্ত্রোপচার ৷ এরপর রিহ্যাবের মধ্যে দিয়ে সুস্থ হয়ে বর্ডার-গাভাসকর ট্রফিতে জাতীয় দলের হয়ে মাঠে নামা একপ্রকার নিশ্চিত ছিল মহম্মদ শামির ৷ তবে একশো শতাংশ ফিটনেস ছাড়া মাঠে নামার পক্ষপাতী ছিলেন না স্পিডস্টার ৷ এ নিয়ে সংবাদমাধ্যমে লেখালেখিও হয়েছে বিস্তর ৷ চোটের জায়গায় পুনরায় ব্যথা অনুভূত হওয়ায় অস্ট্রেলিয়া সফরের জন্য শেষমেশ শামিকে ছাড়াই স্কোয়াড ঘোষণা করে বিসিসিআই ৷ তবে বাংলার হয়ে খেলে নিজেকে প্রস্তুত করতে শামির কোনও সমস্য়া ছিল না ৷ বাস্তবে হল ঠিক সেটাই ৷

জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির সবুজ সংকেত পেলেই বাংলার হয়ে তিনি নামতে প্রস্তুত বলে জানিয়েছিলেন শামি ৷ কোচ লক্ষ্মীরতন শুক্লা নিয়মিত যোগাযোগ রাখছিলেন তাঁর সঙ্গে ৷ কর্ণাটক ম্য়াচের পর দলকে উদ্বুদ্ধ করতে বাংলার সাজঘরেও পৌঁছে গিয়েছিলেন শামি ৷ সবমিলিয়ে জাতীয় দলের পেসারের বাংলার জার্সিতে ফেরা ছিল স্রেফ সময়ের অপেক্ষা ৷ আগামিকাল সেই অপেক্ষার অবসান ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.