মোতেরা, 21 মে: ওস্তাদের মার শেষ রাতে ৷ জনপ্রিয় বাংলা প্রবাদ কি জানেন অজি তারকা মিচেল স্টার্ক ? সারা আইপিএল ‘ঝোলানো’ কেকেআরের সবচেয়ে দামি তারকা নিজের দাম চোকালেন মোতেরায় এসে ৷ আন্তর্জাতিক ক্রিকেটে 667 উইকেট নেওয়া তারকার এদিনের বোলিং স্ট্যাট 4-0-34-3 ৷ ‘স্টার্ক অ্যান্ড কোং’য়ের দাপটে 159 রানে আটকে গেল সানরাইর্জাস ৷
কুড়ি-বিশের ফর্ম্যাটটাই বদলে দিয়েছিলেন হায়দরাবাদের দুই ওপেনার ট্রাভিস হেড ও অভিষেক শর্মা ৷ তাঁদের এদিন নিস্ক্রিয় করে দিল কলকাতার বোলিং ইউনিট ৷ ম্যাচের দ্বিতীয় বলেই বিশ্বকাপ ফাইনালের নায়ক, স্বদেশীয় ট্রাভিস হেডের উইকেট ছিটকে দিলেন 24.75 কোটির স্টার্ক ৷ যাকে গোটা আইপিএলে কেকেআর বোলিং ইউনিটে সবচেয়ে নিস্প্রভ মনে হয়েছে ৷ যে বলে হেডকে ডাগ-আউটে পাঠালেন, বিশ্বের সেরা ব্যাটারও নিজের সেরা দিনে ওই বল খেলতে ভয় পাবেন ৷
দুরন্ত ক্যাচে অভিষেক শর্মাকে পেড়ে ফেললেন আন্দ্রে রাসেল ৷ মেগা ম্যাচের দলের দুই বিধ্বংসী ব্যাটারের ব্যর্থতা সানরাইজার্সের মনোবলটাই ভেঙে দিল ৷ ফলে রাহুল ত্রিপাঠির একা কুম্ভ হয়ে দাঁড়ানো কিংবা অনরিখ ক্লাসেনের চেষ্টাতেও বড় রান তুলতে ব্যর্থ নিজামের শহর ৷ মাত্র 126 রানে 9 উইকেট হারিয়ে ধুঁকছিল সানরাইজার্স । শেষ পর্যন্ত অধিনায়ক প্যাট কামিন্সের ব্যাটে 159 রান তোলে সানরাইজার্স ৷
আরও পড়ুন: