ETV Bharat / sports

কামিংসের গোলে এগিয়ে সবুজ-মেরুন, প্রথমার্ধের শেষে এগ্রিগেটে সমমেরুতে বাগান-ওড়িশা - INDIAN SUPER LEAGUE - INDIAN SUPER LEAGUE

MBSG vs OFC: সেমির দ্বিতীয় লেগের প্রথমার্ধ শেষে এগিয়ে মোহনবাগান ৷ 22 মিনিটে কলকাতা জায়ান্টকে এগিয়ে দেন জেসন কামিংস ৷ লিস্টন কোলাসোর পাস ধরে দিমিত্রি পেত্রাতোসের নেওয়া শট ওড়িশা দুর্গের শেষ প্রহরী অমরিন্দর সিং রুখে দিলে ফিরতি শট জালে রাখেন অজি বিশ্বকাপার ৷

MBSG vs OFC
কামিংসের গোলে এগিয়ে সবুজ-মেরুন
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 28, 2024, 8:40 PM IST

Updated : Apr 28, 2024, 9:01 PM IST

কলকাতা, 28 এপ্রিল: পিছিয়ে থেকেও মুম্বই বধ করে যুবভারতীতেই লিগ শিল্ড ঘরে তুলেছিল ছেলেরা ৷ সেমিফাইনালেও ওড়িশার কাছে প্রথম লেগ হেরে বসে আছে দল ৷ ফলত দায়িত্বটা ফের একবার কাঁধে তুলে রবিবারও যুবভারতী কানায়-কানায় ভরালেন সমর্থকরা ৷ অনুরাগীদের আবেগের মূল্য চুকিয়ে সেমিফাইনালের ফিরতি লেগের প্রথমার্ধে এগিয়ে গেল মোহনবাগান-ও ৷

গত ম্য়াচে লাল কার্ড দেখায় আর্মান্দো সাদিকুকে রবিবার বাগান যে পাবে না, তা জানাই ছিল ৷ পরিবর্তে একাদশে এদিন শুরু করলেন জেসন কামিংস ৷ পাশাপাশি অভিষেক সূর্যবংশীর পরিবর্তে অলিখিত ফাইনালে বাগান কোচ একাদশে নিয়ে এলেন দীপক টাংরিকে ৷

ম্যাচের প্রথম মিনিট থেকেই তেড়েফুঁড়ে আক্রমণ শানায় পিছিয়ে পড়া বাগান ৷ ফল-ও মেলে হাতেনাতে ৷ 22 মিনিটে কলকাতা জায়ান্টকে এগিয়ে দেন সাদিকুর পরিবর্ত কামিংসই ৷ লিস্টন কোলাসোর পাস ধরে দিমিত্রি পেত্রাতোসের নেওয়া শট ওড়িশা দুর্গের শেষ প্রহরী অমরিন্দর সিং রুখে দিলে ফিরতি শট জালে রাখেন অজি গোলমেশিন ৷

পালটা সুযোগ এসেছিল ওড়িশার কাছেও ৷ বাগান গোলরক্ষক বিশাল কাইথের সৌজন্যে সমতায় ফিরতে পারেনি কলিঙ্গ রাজ্যের দল ৷ অতিরিক্ত সময়ে আইস্যাক রালতের হেড গোললাইন সেভ করেন বাগান ডিফেন্ডার হেক্টর ইউস্তে ৷ সবমিলিয়ে সেমিফাইনালের দ্বিতীয় লেগের প্রথমার্ধের শেষে এগ্রিগেটে সমমেরুতে (2-2) দুই দল ৷

23 এপ্রিল সেমিফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে সবুজ-মেরুনকে 2-1 গোলে হারায় ওড়িশা ৷ সার্জিও লোবেরার দলের হয়ে গোলদু'টি করেন কার্লোস ডেলগাডো এবং রয় কৃষ্ণা ৷ বাগানের হয়ে একটিমাত্র গোল করেন মনবীর সিং ৷ নির্ধারিত 90 মিনিটে জিতে ফাইনালে প্রবেশ করতে এই ম্যাচে বাগানকে অন্তত দু'গোলের ব্যবধানে জিততে হবে ৷ এগ্রিগেট সমান থাকলে ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে কিংবা টাইব্রেকারে ৷

আরও পড়ুন:

  1. নিংড়ে দেওয়ার বার্তা মনবীরের, অঙ্ক কষেই রবির 'ফাইনাল' জিততে চান হাবাস
  2. যুবভারতীতেই আইএসএল ফাইনাল, ইঙ্গিত এফএসডিএলের - ISL Final

কলকাতা, 28 এপ্রিল: পিছিয়ে থেকেও মুম্বই বধ করে যুবভারতীতেই লিগ শিল্ড ঘরে তুলেছিল ছেলেরা ৷ সেমিফাইনালেও ওড়িশার কাছে প্রথম লেগ হেরে বসে আছে দল ৷ ফলত দায়িত্বটা ফের একবার কাঁধে তুলে রবিবারও যুবভারতী কানায়-কানায় ভরালেন সমর্থকরা ৷ অনুরাগীদের আবেগের মূল্য চুকিয়ে সেমিফাইনালের ফিরতি লেগের প্রথমার্ধে এগিয়ে গেল মোহনবাগান-ও ৷

গত ম্য়াচে লাল কার্ড দেখায় আর্মান্দো সাদিকুকে রবিবার বাগান যে পাবে না, তা জানাই ছিল ৷ পরিবর্তে একাদশে এদিন শুরু করলেন জেসন কামিংস ৷ পাশাপাশি অভিষেক সূর্যবংশীর পরিবর্তে অলিখিত ফাইনালে বাগান কোচ একাদশে নিয়ে এলেন দীপক টাংরিকে ৷

ম্যাচের প্রথম মিনিট থেকেই তেড়েফুঁড়ে আক্রমণ শানায় পিছিয়ে পড়া বাগান ৷ ফল-ও মেলে হাতেনাতে ৷ 22 মিনিটে কলকাতা জায়ান্টকে এগিয়ে দেন সাদিকুর পরিবর্ত কামিংসই ৷ লিস্টন কোলাসোর পাস ধরে দিমিত্রি পেত্রাতোসের নেওয়া শট ওড়িশা দুর্গের শেষ প্রহরী অমরিন্দর সিং রুখে দিলে ফিরতি শট জালে রাখেন অজি গোলমেশিন ৷

পালটা সুযোগ এসেছিল ওড়িশার কাছেও ৷ বাগান গোলরক্ষক বিশাল কাইথের সৌজন্যে সমতায় ফিরতে পারেনি কলিঙ্গ রাজ্যের দল ৷ অতিরিক্ত সময়ে আইস্যাক রালতের হেড গোললাইন সেভ করেন বাগান ডিফেন্ডার হেক্টর ইউস্তে ৷ সবমিলিয়ে সেমিফাইনালের দ্বিতীয় লেগের প্রথমার্ধের শেষে এগ্রিগেটে সমমেরুতে (2-2) দুই দল ৷

23 এপ্রিল সেমিফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে সবুজ-মেরুনকে 2-1 গোলে হারায় ওড়িশা ৷ সার্জিও লোবেরার দলের হয়ে গোলদু'টি করেন কার্লোস ডেলগাডো এবং রয় কৃষ্ণা ৷ বাগানের হয়ে একটিমাত্র গোল করেন মনবীর সিং ৷ নির্ধারিত 90 মিনিটে জিতে ফাইনালে প্রবেশ করতে এই ম্যাচে বাগানকে অন্তত দু'গোলের ব্যবধানে জিততে হবে ৷ এগ্রিগেট সমান থাকলে ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে কিংবা টাইব্রেকারে ৷

আরও পড়ুন:

  1. নিংড়ে দেওয়ার বার্তা মনবীরের, অঙ্ক কষেই রবির 'ফাইনাল' জিততে চান হাবাস
  2. যুবভারতীতেই আইএসএল ফাইনাল, ইঙ্গিত এফএসডিএলের - ISL Final
Last Updated : Apr 28, 2024, 9:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.