ETV Bharat / sports

প্যারিসে সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা মনুর হাতে - PARIS OLYMPICS 2024

author img

By ETV Bharat Sports Team

Published : Aug 4, 2024, 7:22 PM IST

Updated : Aug 5, 2024, 7:40 PM IST

MANU BHAKER GETS HUGE OPPORTUNITY: আগামী 11 অগস্ট প্যারিস গেমসের দশমীতে তেরঙ্গা থাকবে জোড়া পদকজয়ী মনু ভাকেরের হাতে ৷ এমনটাই জানিয়েছে ভারতীয় অলিম্পিক্স সংস্থার একটি সূত্র ৷ তবে কোন পুরুষ অ্যাথলিট দেশের পতাকা বইবেন সেদিন, তা পরিষ্কার নয় এখনও ৷

MANU BHAKER
মনু ভাকের (AP Photo)

প্যারিস, 4 অগস্ট: প্যারিস অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানে দেশের পতাকা বহন করবেন মনু ভাকের ৷ আগামী 11 অগস্ট গেমসের দশমীতে তেরঙা থাকবে জোড়া পদকজয়ী শুটারের হাতেই ৷ এএনআই'কে এমনটাই জানিয়েছে ভারতীয় অলিম্পিক্স সংস্থার একটি সূত্র ৷

গত টোকিয়ো অলিম্পিক্স থেকেই পদকের প্রত্যাশা ছিল মনু ভাকেরের উপর ৷ কিন্তু 2021-এ পিস্তল সঙ্গ না-দেওয়ায় পদক এনে দিতে ব্যর্থ হয়েছিলেন মনু ৷ কিন্তু প্য়ারিসে তিনি ফিরেছেন আরও প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এবং দেশকে এনে দিয়েছেন জোড়া ব্রোঞ্জ পদক ৷ যার মধ্যে একটি 10 মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত ইভেন্ট এবং আরেকটি মিক্সড টিম ইভেন্টে সরবজোৎ সিংকে সঙ্গে নিয়ে ৷ স্বাধীনতা পরবর্তী সময় প্রথম ভারতীয় হিসেবে একই অলিম্পিক্সে জোড়া পদকজয়ের কৃতিত্ব দেখিয়েছেন মনু ৷ ফলত তাঁকেই সমাপ্তি অনুষ্ঠানের পতাকা বাহক হিসেবে বেছে নিল আইওএ ৷

তবে সমাপ্তি অনুষ্ঠানে পুরুষ পতাকাবাহক কে হবেন, তা এখনও পরিষ্কার নয় ৷ কিন্তু মহিলা অ্যাথলিট হিসেবে মনুর নাম একপ্রকার নিশ্চিত ৷ জোড়া ব্রোঞ্জজয়ের পর শনিবার 25 মিটার পিস্তল ইভেন্টের ফাইনালেও যোগ্যতা অর্জন করে নিয়েছিলেন মনু ৷ কিন্তু অল্পের জন্য সেখানে পদক হাতছাড়া করেন ঝজ্জরের শুটার ৷ চারে শেষ করেন মনু ৷ কিন্তু 25 মিটারে পদক হারের পর লস অ্যাঞ্জেলসে আরও শক্তিশালী হয়ে ফেরার বার্তা দিয়েছেন মনু ৷ পরের বার এই ইভেন্ট থেকে দেশকে পদক এনে দেওয়ার আশ্বাস দিয়েছেন ৷

গত রবিবার মহিলাদের 10 মিটার এয়ার পিস্তলে প্রথম পদক এসেছিল মনুর থেকে ৷ তার ঠিক দু'দিন বাদেই ফের পদক জেতেন তিনি ৷ সরবজোৎকে নিয়ে এবার পোডিয়াম ফিনিশ করেন ভারতীয় শুটিংয়ের নয়া সেনসেশন ৷ এরপর ভারতের আরও একটি পদক এসেছে শুটিং থেকেই ৷ 50 মিটার রাইফেল থ্রি-পজিশনে দেশকে ব্রোঞ্জ দিয়েছেন স্বপ্নিল কুসালে ৷

প্যারিস, 4 অগস্ট: প্যারিস অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানে দেশের পতাকা বহন করবেন মনু ভাকের ৷ আগামী 11 অগস্ট গেমসের দশমীতে তেরঙা থাকবে জোড়া পদকজয়ী শুটারের হাতেই ৷ এএনআই'কে এমনটাই জানিয়েছে ভারতীয় অলিম্পিক্স সংস্থার একটি সূত্র ৷

গত টোকিয়ো অলিম্পিক্স থেকেই পদকের প্রত্যাশা ছিল মনু ভাকেরের উপর ৷ কিন্তু 2021-এ পিস্তল সঙ্গ না-দেওয়ায় পদক এনে দিতে ব্যর্থ হয়েছিলেন মনু ৷ কিন্তু প্য়ারিসে তিনি ফিরেছেন আরও প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এবং দেশকে এনে দিয়েছেন জোড়া ব্রোঞ্জ পদক ৷ যার মধ্যে একটি 10 মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত ইভেন্ট এবং আরেকটি মিক্সড টিম ইভেন্টে সরবজোৎ সিংকে সঙ্গে নিয়ে ৷ স্বাধীনতা পরবর্তী সময় প্রথম ভারতীয় হিসেবে একই অলিম্পিক্সে জোড়া পদকজয়ের কৃতিত্ব দেখিয়েছেন মনু ৷ ফলত তাঁকেই সমাপ্তি অনুষ্ঠানের পতাকা বাহক হিসেবে বেছে নিল আইওএ ৷

তবে সমাপ্তি অনুষ্ঠানে পুরুষ পতাকাবাহক কে হবেন, তা এখনও পরিষ্কার নয় ৷ কিন্তু মহিলা অ্যাথলিট হিসেবে মনুর নাম একপ্রকার নিশ্চিত ৷ জোড়া ব্রোঞ্জজয়ের পর শনিবার 25 মিটার পিস্তল ইভেন্টের ফাইনালেও যোগ্যতা অর্জন করে নিয়েছিলেন মনু ৷ কিন্তু অল্পের জন্য সেখানে পদক হাতছাড়া করেন ঝজ্জরের শুটার ৷ চারে শেষ করেন মনু ৷ কিন্তু 25 মিটারে পদক হারের পর লস অ্যাঞ্জেলসে আরও শক্তিশালী হয়ে ফেরার বার্তা দিয়েছেন মনু ৷ পরের বার এই ইভেন্ট থেকে দেশকে পদক এনে দেওয়ার আশ্বাস দিয়েছেন ৷

গত রবিবার মহিলাদের 10 মিটার এয়ার পিস্তলে প্রথম পদক এসেছিল মনুর থেকে ৷ তার ঠিক দু'দিন বাদেই ফের পদক জেতেন তিনি ৷ সরবজোৎকে নিয়ে এবার পোডিয়াম ফিনিশ করেন ভারতীয় শুটিংয়ের নয়া সেনসেশন ৷ এরপর ভারতের আরও একটি পদক এসেছে শুটিং থেকেই ৷ 50 মিটার রাইফেল থ্রি-পজিশনে দেশকে ব্রোঞ্জ দিয়েছেন স্বপ্নিল কুসালে ৷

Last Updated : Aug 5, 2024, 7:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.