প্যারিস, 4 অগস্ট: প্যারিস অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানে দেশের পতাকা বহন করবেন মনু ভাকের ৷ আগামী 11 অগস্ট গেমসের দশমীতে তেরঙা থাকবে জোড়া পদকজয়ী শুটারের হাতেই ৷ এএনআই'কে এমনটাই জানিয়েছে ভারতীয় অলিম্পিক্স সংস্থার একটি সূত্র ৷
গত টোকিয়ো অলিম্পিক্স থেকেই পদকের প্রত্যাশা ছিল মনু ভাকেরের উপর ৷ কিন্তু 2021-এ পিস্তল সঙ্গ না-দেওয়ায় পদক এনে দিতে ব্যর্থ হয়েছিলেন মনু ৷ কিন্তু প্য়ারিসে তিনি ফিরেছেন আরও প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এবং দেশকে এনে দিয়েছেন জোড়া ব্রোঞ্জ পদক ৷ যার মধ্যে একটি 10 মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত ইভেন্ট এবং আরেকটি মিক্সড টিম ইভেন্টে সরবজোৎ সিংকে সঙ্গে নিয়ে ৷ স্বাধীনতা পরবর্তী সময় প্রথম ভারতীয় হিসেবে একই অলিম্পিক্সে জোড়া পদকজয়ের কৃতিত্ব দেখিয়েছেন মনু ৷ ফলত তাঁকেই সমাপ্তি অনুষ্ঠানের পতাকা বাহক হিসেবে বেছে নিল আইওএ ৷
It is an honour and privilege to be named as India's flagbearer for the Closing Ceremony of the Paris Olympics. Leading the outstanding Indian contingent with the tricolour in my hands with millions around the world watching is a truly humbling opportunity and one that I will… pic.twitter.com/tQ49SSDTk1
— Manu Bhaker🇮🇳 (@realmanubhaker) August 5, 2024
তবে সমাপ্তি অনুষ্ঠানে পুরুষ পতাকাবাহক কে হবেন, তা এখনও পরিষ্কার নয় ৷ কিন্তু মহিলা অ্যাথলিট হিসেবে মনুর নাম একপ্রকার নিশ্চিত ৷ জোড়া ব্রোঞ্জজয়ের পর শনিবার 25 মিটার পিস্তল ইভেন্টের ফাইনালেও যোগ্যতা অর্জন করে নিয়েছিলেন মনু ৷ কিন্তু অল্পের জন্য সেখানে পদক হাতছাড়া করেন ঝজ্জরের শুটার ৷ চারে শেষ করেন মনু ৷ কিন্তু 25 মিটারে পদক হারের পর লস অ্যাঞ্জেলসে আরও শক্তিশালী হয়ে ফেরার বার্তা দিয়েছেন মনু ৷ পরের বার এই ইভেন্ট থেকে দেশকে পদক এনে দেওয়ার আশ্বাস দিয়েছেন ৷
গত রবিবার মহিলাদের 10 মিটার এয়ার পিস্তলে প্রথম পদক এসেছিল মনুর থেকে ৷ তার ঠিক দু'দিন বাদেই ফের পদক জেতেন তিনি ৷ সরবজোৎকে নিয়ে এবার পোডিয়াম ফিনিশ করেন ভারতীয় শুটিংয়ের নয়া সেনসেশন ৷ এরপর ভারতের আরও একটি পদক এসেছে শুটিং থেকেই ৷ 50 মিটার রাইফেল থ্রি-পজিশনে দেশকে ব্রোঞ্জ দিয়েছেন স্বপ্নিল কুসালে ৷