প্যারিস, 30 অগস্ট: প্রেমের শহরে ইতিহাস গড়ছে ভারত ৷ প্যারা-অলিম্পিক্সের দ্বিতীয় দিনে দেশে এল চতুর্থ পদক ৷ পুরুষদের 10 মিটার এয়ার পিস্তলে রুপো পেলেন মণীশ নারওয়াল ৷ টোকিয়ো অলিম্পিক্সের মিক্সড 50 মিটার ইভেন্টে সোনা জিতেছিলেন ৷ এবার 10 মিটারে রুপো ঘরে আনলেন বছর তেইশের পিস্তল শুটার ৷
মহিলাদের 10 মিটার এয়ার রাইফেলে মেডেল এনেছেন অবনি লেখারা, মোনা আগরওয়াল ৷ ইতিহাস গড়ে 100 মিটার দৌড়ে পদক জিতেছেন প্রীতি পাল ৷ এবার সেই তালিকাতেই জুড়লেন মণীশ নারওয়াল ৷ 19 বছরের মণীশ নারওয়াল 50 মিটারে 218.2 পয়েন্টে শেষ করে টোকিয়ো প্যারালিম্পিক্সে রেকর্ড গড়েছিলেন ৷ সেই ধারাই অক্ষুণ্ণ রাখলেন নারওয়াল ৷ এখনও 50 মিটার ইভেন্টে নামা বাকি ৷ সেই ইভেন্টে পদক ঘরে আনতে পারলে নয়া ইতিহাস গড়বেন তিনি ৷ এর আগে দেবেন্দ্র ঝাঁঝারিয়া ও অভনি লেখারার দু’টি অলিম্পিক্সে সোনা জয়ের রেকর্ড রয়েছে ৷ সেই রেকর্ডের অংশীদার হতে পারেন মণীশ ৷
#SAIExclusive: #ParaShooting🔫 sensation, Manish Narwal
— SAI Media (@Media_SAI) August 30, 2024
In a special interaction with SAI, the #Tokyo2020 #Paralympics #Gold medallist revealed how PM Modi motivated the entire Indian contingent.
Tune in NOW🔊 and listen to Manish as he prepares for the 10m Air Rifle SH1 finals… pic.twitter.com/QrgoqLOXuo
এদিন স্টেজ ওয়ানের শুরুতে পিছিয়ে পড়েছিলেন মণীশ ৷ অনেকটাই এগিয়েছিলেন বাকি প্রতিদ্বন্দ্বীরা ৷ স্টেজ টু’র শুরু থেকেই একের পর এক চাঁদমারি ভেদ করা শটে ম্যাচে ফেরেন ফরিদাবাদের শুটার ৷ শেষ পর্যন্ত দ্বিতীয় স্থানে শেষ করেন তিনি ৷ 234.9 পয়েন্ট নিয়ে রুপো জেতেন তিনি ৷ স্টেজ ওয়ানে ভালো পারফর্ম করলে সোনাও ঘরে আনতে পারতেন মণীশ ৷ পোডিয়াম শীর্ষে ফিনিশ করা দক্ষিণ কোরিয়ার জো জোয়েংদুর সংগ্রহ 237.4 পয়েন্ট ৷ ওই ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন চিনের ইয়াং চাও ৷ 214.3 পয়েন্ট পেয়েছেন তিনি ৷