ETV Bharat / sports

মঙ্গলে ইতিহাস, বুধে স্বপ্নভঙ্গ ! প্রেমের শহরে যাত্রা শেষ মণিকার - Paris Olympics 2024 - PARIS OLYMPICS 2024

Manika Batra in Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে মহিলাদের সিঙ্গলসে মণিকা বাত্রার যাত্রা শেষ ৷ প্রি-কোয়ার্টার ফাইনালে হেরে গেলেন দেশের তারকা প্যাডলার ৷

Manika Batra
প্রেমের শহরে যাত্রা শেষ মণিকার (এএফপি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 31, 2024, 10:36 PM IST

Updated : Jul 31, 2024, 10:42 PM IST

প্যারিস, 31 জুলাই: অলিম্পিক্সের প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলেন মণিকা বাত্রা ৷ জাপানের হিরানো মিউয়ের কাছে হেরে প্যারিস অলিম্পিক্সে মহিলাদের সিঙ্গলসে যাত্রা শেষ ভারতীয় প্যাডলারের ৷ দেশের প্রথম প্যাডলার হিসেবে অলিম্পিক্সের প্রি-কোয়ার্টারে পা রেখেছিলেন ৷ তাঁর ব্যাটে পদকের স্বপ্ন দেখছিল ভারত ৷ সেই স্বপ্নই ভাঙল সাউথ প্যারিস এরিনায় ৷

শেষ ষোলোর লড়াইটা সুখকর হল না ৷ জাপানের হিরানো মিউয়ের সামনে দাঁড়াতেই পারলেন না বাত্রা ৷ 4-1 ব্যবধানে হারলেন ভারতের তারকা প্যাডলার । ম্যাচের ফল 6-11, 9-11, 14-12, 8-11, 6-11 ৷ টেবিল টেনিসের সিঙ্গলসে ভারতের যাবতীয় আশা এখন আবর্তিত হচ্ছে সৃজা আকুলাকে ঘিরে ৷ আগামিকাল ‘রাউন্ড অফ 16’-এর ম্যাচে সৃজার প্রতিপক্ষ চিনের সান ইঙ্গসা ৷

মণিকা বাত্রার পর দ্বিতীয় ভারতীয় প্যাডলার হিসেবে অলিম্পিক্সের প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছেন বছর ছাব্বিশের টেবিল টেনিস তারকা ৷ পুরুষ টেবল টেনিসেও এর আগে সর্বাধিক রাউন্ড অফ 32 পর্যন্ত পৌঁছনোর রেকর্ড ছিল শরথ কমলের নামে ৷ ফলে শেষ আটে উঠলে নয়া রেকর্ড গড়বেন সৃজা ৷

প্যারিস, 31 জুলাই: অলিম্পিক্সের প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলেন মণিকা বাত্রা ৷ জাপানের হিরানো মিউয়ের কাছে হেরে প্যারিস অলিম্পিক্সে মহিলাদের সিঙ্গলসে যাত্রা শেষ ভারতীয় প্যাডলারের ৷ দেশের প্রথম প্যাডলার হিসেবে অলিম্পিক্সের প্রি-কোয়ার্টারে পা রেখেছিলেন ৷ তাঁর ব্যাটে পদকের স্বপ্ন দেখছিল ভারত ৷ সেই স্বপ্নই ভাঙল সাউথ প্যারিস এরিনায় ৷

শেষ ষোলোর লড়াইটা সুখকর হল না ৷ জাপানের হিরানো মিউয়ের সামনে দাঁড়াতেই পারলেন না বাত্রা ৷ 4-1 ব্যবধানে হারলেন ভারতের তারকা প্যাডলার । ম্যাচের ফল 6-11, 9-11, 14-12, 8-11, 6-11 ৷ টেবিল টেনিসের সিঙ্গলসে ভারতের যাবতীয় আশা এখন আবর্তিত হচ্ছে সৃজা আকুলাকে ঘিরে ৷ আগামিকাল ‘রাউন্ড অফ 16’-এর ম্যাচে সৃজার প্রতিপক্ষ চিনের সান ইঙ্গসা ৷

মণিকা বাত্রার পর দ্বিতীয় ভারতীয় প্যাডলার হিসেবে অলিম্পিক্সের প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছেন বছর ছাব্বিশের টেবিল টেনিস তারকা ৷ পুরুষ টেবল টেনিসেও এর আগে সর্বাধিক রাউন্ড অফ 32 পর্যন্ত পৌঁছনোর রেকর্ড ছিল শরথ কমলের নামে ৷ ফলে শেষ আটে উঠলে নয়া রেকর্ড গড়বেন সৃজা ৷

Last Updated : Jul 31, 2024, 10:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.