ETV Bharat / sports

পেলেন মুখ্যমন্ত্রীর প্রস্তাব, অবসরোত্তর জীবন নিয়ে কী ভাবছেন সুনীল ? - Sunil Chhetri Retirement

Sunil Chhetri Reaction on His Retirement: ফুটবলার জীবনের শেষের পাতার শেষ লাইন লেখার দোরগোড়ায় সুনীল। জাতীয় দলের জার্সিতে তিনি প্রাক্তন। এবার ক্লাব ফুটবলেও সায়াহ্নে তিনি। একটা যুগের অবসান। সুনীলায়ন শেষ। সুনীল দিগন্তে নতুন ভোরের অপেক্ষায় ভারতীয় ফুটবল, নতুন সুনীলের আশায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান, বাংলার ফুটবলের জন্য কিছু করুন সুনীল ৷ তাঁর এ কথার উত্তরে কী বললেন ভারতীয় ফুটবলের পোস্টার বয় ৷

Sunil Chhetri Reaction on His Retirement
সুনীলকে কী বললেন মমতা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 7, 2024, 2:33 PM IST

কলকাতা, 7 জুন: অবসরোত্তর জীবনে মানিয়ে নেওয়ার চেষ্টা শুরু করেছেন সুনীল ছেত্রী । বৃহস্পতিবার কুয়েত বনাম ভারত ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গেই প্রাক্তনীদের বন্ধনীতে ঢুকে গিয়েছেন তিনি । এবার তিনি বাংলার ফুটবলে উন্নয়নের কাণ্ডারি হয়ে উঠুন, এটাই চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুনীল (ইটিভি ভারত)

দেশের জার্সিতে 19 বছরে 151টি ম্যাচে 94টি গোলের পরিসংখ্যান নিয়ে লেজেন্ডস লিডার ক্যাপ্টেন এখন ফর্মার ফুটবলার । মাঠ প্রদক্ষিণ করার সময় দর্শকদের ভালোবাসা সুনীল ছেত্রীকে আবেগতাড়িত করেছে । কেঁদে ফেলেন তিনি । সহযোদ্ধাদের গার্ড অব অনারের সামনে তিনি অশ্রুসজল । রাজ্য সরকারের তরফে সম্বর্ধনা মঞ্চে সুনীলকে সোনার হার উপহার দেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে এই উপহার ।

বৃহস্পতিবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেছিলেন সুনীল ছেত্রীকে । ফোনালাপের সময় এই রাজ্যে ফুটবলের জন্য কিছু করার জন্য সুনীলকে প্রথম প্রস্তাব দেন তিনি । বিষয়টি প্রথমে ক্রীড়ামন্ত্রী ফাঁস করেন সংবাদমাধ্যমে । পরে সুনীলও তা স্বীকার করেন । তিনি বলেন, "মুখ্যমন্ত্রী খুব মিষ্টি ব্যবহারকারী মানুষ । আমাকে সবসময় সমর্থন করে এসেছেন । ভবিষ্যতে কিছু করলে জানাব ৷"

খেলা শেষে মাঠেই কেঁদে ফেলেন সুনীল ছেত্রী । সেই সময় সদ্য প্রাক্তন হয়ে পড়া ভারত অধিনায়কের মনের অবস্থা কেমন ছিল ? তাঁর কথায়, "কী বলব । কাঁদতে চাইছিলাম না । চোখে কিছু চলে গিয়েছিল ৷" আসলে ওই সময়ে মনের অবস্থার প্রসঙ্গটি তিনি এড়াতে চাইছিলেন । পরে অবেগ আটকে রাখার প্রশ্নটি ফের করা হলে সুনীল বলেন, "চেষ্টা করেছিলাম । ম্যাচ চলাকালীন সবকিছু ঠিক ছিল । তারপর হঠাৎই মনে হল আমি আর এই দলের সঙ্গে প্র্যাকটিস করব না । এই দলের হয়ে আর খেলব না । জীবনে অনেক কিছু পাওয়া না-পাওয়া থাকে । আমার পাওয়াটা এখানেই শেষ হল ।"

কলকাতা, 7 জুন: অবসরোত্তর জীবনে মানিয়ে নেওয়ার চেষ্টা শুরু করেছেন সুনীল ছেত্রী । বৃহস্পতিবার কুয়েত বনাম ভারত ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গেই প্রাক্তনীদের বন্ধনীতে ঢুকে গিয়েছেন তিনি । এবার তিনি বাংলার ফুটবলে উন্নয়নের কাণ্ডারি হয়ে উঠুন, এটাই চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুনীল (ইটিভি ভারত)

দেশের জার্সিতে 19 বছরে 151টি ম্যাচে 94টি গোলের পরিসংখ্যান নিয়ে লেজেন্ডস লিডার ক্যাপ্টেন এখন ফর্মার ফুটবলার । মাঠ প্রদক্ষিণ করার সময় দর্শকদের ভালোবাসা সুনীল ছেত্রীকে আবেগতাড়িত করেছে । কেঁদে ফেলেন তিনি । সহযোদ্ধাদের গার্ড অব অনারের সামনে তিনি অশ্রুসজল । রাজ্য সরকারের তরফে সম্বর্ধনা মঞ্চে সুনীলকে সোনার হার উপহার দেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে এই উপহার ।

বৃহস্পতিবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেছিলেন সুনীল ছেত্রীকে । ফোনালাপের সময় এই রাজ্যে ফুটবলের জন্য কিছু করার জন্য সুনীলকে প্রথম প্রস্তাব দেন তিনি । বিষয়টি প্রথমে ক্রীড়ামন্ত্রী ফাঁস করেন সংবাদমাধ্যমে । পরে সুনীলও তা স্বীকার করেন । তিনি বলেন, "মুখ্যমন্ত্রী খুব মিষ্টি ব্যবহারকারী মানুষ । আমাকে সবসময় সমর্থন করে এসেছেন । ভবিষ্যতে কিছু করলে জানাব ৷"

খেলা শেষে মাঠেই কেঁদে ফেলেন সুনীল ছেত্রী । সেই সময় সদ্য প্রাক্তন হয়ে পড়া ভারত অধিনায়কের মনের অবস্থা কেমন ছিল ? তাঁর কথায়, "কী বলব । কাঁদতে চাইছিলাম না । চোখে কিছু চলে গিয়েছিল ৷" আসলে ওই সময়ে মনের অবস্থার প্রসঙ্গটি তিনি এড়াতে চাইছিলেন । পরে অবেগ আটকে রাখার প্রশ্নটি ফের করা হলে সুনীল বলেন, "চেষ্টা করেছিলাম । ম্যাচ চলাকালীন সবকিছু ঠিক ছিল । তারপর হঠাৎই মনে হল আমি আর এই দলের সঙ্গে প্র্যাকটিস করব না । এই দলের হয়ে আর খেলব না । জীবনে অনেক কিছু পাওয়া না-পাওয়া থাকে । আমার পাওয়াটা এখানেই শেষ হল ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.