কলকাতা, 4 ফেব্রুয়ারি: লুলু গ্রুপ মহমেডান স্পোর্টিংয়ের লগ্নিকারী হিসেবে যোগ দিচ্ছে না ৷ তার বদলে নতুন বিনিয়োগকারী জোগাড় করে দেওয়ার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শনিবার সন্ধেয় রেড রোডের ধরনা মঞ্চ থেকে হঠাৎই মহামেডান স্পোর্টিং ক্লাবে চলে যান তিনি ৷ সেখানেই বিনিয়োগকারীর বিষয়টি নিয়ে আশ্বস্ত করেছেন মমতা ৷ এমনটাই জানিয়েছেন মহমেডান স্পোর্টিংয়ের সচিব ইস্তেয়াক আহমেদ রাজু ৷
গত দু’দিনে এই নিয়ে তিনবার সাদা-কালো ক্লাবের নবনির্মিত তাঁবুতে এলেন মমতা ৷ শনিবার তিনি মহামেডান স্পোর্টিংয়ের নবনির্মিত ক্লাবটি ঘুরে দেখেন ৷ তাঁকে মাঠেও নিয়ে যাওয়া হয় ৷ ক্লাব সচিব ইস্তেয়াক রাজু আহমেদ জানান, মুখ্যমন্ত্রী পরিকাঠামো উন্নয়নে যে টাকা দিয়েছিলেন তা ব্যবহার করেই এই ভোলবদল সম্ভব হয়েছে ৷ আগামী দিনেও তাঁরা মুখ্যমন্ত্রীর পৃষ্ঠপোষকতা ও পরামর্শ আশা করেন বলে জানিয়েছেন ক্লাব সচিব ৷
এই মুহূর্তে আই লিগে ভালো জায়গায় মহমেডান স্পোর্টিং ৷ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়েও ভালোরকম ভাবে রয়েছে তারা ৷ খেতাব জিততে পারলে আইএসএলের দরজা খুলে যাবে ৷ ফলে বিনিয়োগ কার্পণ্য করলে চলবে না ৷ ইস্তেয়াক রাজু আহমেদ বলেন, "মুখ্যমন্ত্রী আমাদের বলেছেন রাজ্যের বাকি দুই প্রধানের মতো মহমডান স্পোর্টিং আইএসএলে খেলুক তা তিনি চান ৷ সেই জন্য যে কোনও সাহায্য করতে রাজি রয়েছেন ৷ বিনিয়োগ জোগাড়ের ব্যাপারেও সাহায্য করবেন বলে আশ্বাস দিয়েছেন ৷"
স্পেন সফরের পর দুবাইয়ে শিল্পপতিদের সম্মেলনে মমতা ঘোষণা করেছিলেন লুলু ইন্টারন্যাশনাল গ্রুপ নতুন মরশুমে মহমেডান স্পোর্টিংয়ের লগ্নি করবে ৷ কিন্তু, তারপরেও শনিবার বিনিয়োগকারী জোগাড়ের বিষয়টি ফের সামনে এসেছে ৷ কিন্তু কেন ? তাহলে কি লুলু গ্রুপ বিনিয়োগ করছে না ? ইস্তেয়াক আহমেদ রাজু বলেন, "মুখ্যমন্ত্রী আমাদের বলেছেন, মোদি সরকার এই বিনিয়োগের পথে অন্তরায় সৃষ্টি করেছে ৷ তাই লুলু গ্রুপের সঙ্গে আমাদের ক্লাবের গাঁটছড়া বাঁধা সম্ভব নয় ৷ তবে ভেঙে পড়তে বারণ করেছেন ৷ তিনি নিজে বিনিয়োগকারী জোগাড় করে দেবেন ৷ যাতে আইএসএলে খেলার পথে অর্থ কোনও বাধা তৈরি না হয় ৷"
শনিবার আজীবন সদস্যপদের স্মার্ট কার্ড মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন মহমেডান ক্লাবের পদাধিকারীরা ৷ এই বিষয়ে ইস্তেয়াক রাজু আহমেদ বলেন, "সুলতান আহমেদ আমাদের ক্লাবের সচিব থাকার সময়ে দিদিকে আজীবন সদস্যপদ দেওয়া হয়েছিল ৷ আমরা যে স্মার্টকার্ড সদস্যদের জন্য করেছি, সেটাই আজ তুলে দিলাম ৷"
আরও পড়ুন: