ETV Bharat / sports

বিশ্বকাপে হ্যান্ডবল থেকে চিয়েলিনিকে কামড়, বিতর্কের 'আঁধার' পেরিয়ে ফুটবলকে বিদায় সুয়ারেজের - LUIS SUAREZ RETIREMENT - LUIS SUAREZ RETIREMENT

LUIS SUAREZ ANNOUNCES RETIREMENT: উরুগুয়ের সর্বকালের সর্বাধিক গোলদাতার রেকর্ড যেমন রয়েছে, তেমনই সুয়ারেজের নামের সঙ্গে জড়িয়ে একাধিক বিতর্ক ৷ একনজরে সেই সব বিতর্ক ৷ মঙ্গলবার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন 69টি গোলের মালিক ৷

LUIS SUAREZ ANNOUNCES RETIREMENT
সুয়ারেজের অবসর ঘোষণা (AP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Sep 3, 2024, 4:39 PM IST

হায়দরাবাদ, 3 সেপ্টেম্বর: লুইস সুয়ারেজ নম্বর 9 ৷ শুক্রবারের পর আন্তর্জাতিক ফুটবলে আর দেখা যাবে না এই জার্সি ৷ 17 বছরের বর্ণময় কেরিয়ারের শেষে উরুগুয়ে জার্সিতে অবসর ঘোষণার সময় মঙ্গলবার চোখের জল বাঁধ মানল না সুয়ারেজের ৷ দেশের হয়ে 142 ম্য়াচে 69 গোল করা লিভারপুল-বার্সেলোনার প্রাক্তনীই আন্তর্জাতিক ফুটবলে উরুগুয়ের সর্বোচ্চ গোলস্কোরার ৷ আগামী শুক্রবার দেশের হয়ে শেষ ম্য়াচ খেলবেন বলে জানালেন সুয়ারেজ ৷

2011 দেশের জার্সিতে কোপা আমেরিকা জয় সুয়ারেজের কেরিয়ারের অন্যতম সেরা অধ্যায় ৷ তবে এই নম্বর 9-কে অনুরাগীরা মনে রাখবেন 2010 বিশ্বকাপে ঘানার বিপক্ষে হ্য়ান্ডবল করে গোললাইন সেভের জন্য ৷ বিতর্ককে কেন্দ্র করেই এগিয়েছে সুয়ারেজের কেরিয়ার ৷ যার মধ্যে নিঃসন্দেহে তালিকার শীর্ষে থাকব ঘানার বিরুদ্ধে বিতর্কিত হ্যান্ডবল ৷ এছাড়া কেরিয়ারে একাধিকবার প্রতিপক্ষ ফুটবলারদের কামড়ে শিরোনামে এসেছেন এই স্ট্রাইকার ৷ একনজরে সেই বিতর্ক-

2010 বিশ্বকাপে হ্যান্ডবল: দক্ষিণ আফ্রিকায় 2010 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ঘানার বিপক্ষে গোল বাঁচাতে ইচ্ছাকৃত হ্য়ান্ডবল করেছিলেন সুয়ারেজ ৷ লাল কার্ড থেকে সুয়ারেজকে বাইরে যেতে হলেও সুয়ারেজের কীর্তির জেরে সেমিফাইনালের যোগ্যতা অর্জন করেছিল উরুগুয়ে ৷

LUIS SUAREZ HANDBALL
বিতর্কিত সেই হ্যান্ডবল (GETTY)

পিএসভি ফুটবলারকে কামড়: বিশ্বকাপের বছরেই ক্লাব ফুটবলের ম্য়াচ চলাকালীন পিএসভি'র এক ফুটবলারকে কামড়ে দিয়েছিলেন সুয়ারেজ ৷ সে সময় আয়াক্সের হয়ে খেলতেন তিনি ৷ এই ঘটনার পর 'আয়াক্সের নরখাদক' তকমা পেয়েছিলেন উরুগুয়ে ফুটবলার ৷

2014 বিশ্বকাপে চিয়েলিনিকে কামড়: উপরের ঘটনার পুনরাবৃত্তি 2014 বিশ্বকাপে ঘটিয়েছিলেন সুয়ারেজ ৷ ম্য়াচ চলাকালীন ইতালি ডিফেন্ডার জর্জিও চিয়েলিনির কাঁধে কামড়ে দিয়ে 4 ম্যাচ নির্বাসিত হয়েছিলেন তিনি ৷

লিভারপুল জার্সিতে বিতর্কিত সেলিব্রেশন: 2012 সালে প্রিমিয়র লিগে এভারটনের বিরুদ্ধে গোলের পর বিপক্ষ কোচ ডেভিড মোয়েসের দিকে দৌড়ে যান সুয়ারেজ ৷ এরপর শরীর মাটিতে ছুড়ে অভিনব সেলিব্রেশন করেন লিভারপুল স্ট্রাইকার ৷ যা যথেষ্ট বিতর্কের জন্ম দিয়েছিল ৷

এভরাকে বর্ণবিদ্বেষী মন্তব্য: বর্ণবিদ্বেষী মন্তব্যের অভিযোগও রয়েছে সুয়ারেজের বিরুদ্ধে ৷ 2011 প্রিমিয়র লিগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ফরাসি ডিফেন্ডার প্যাট্রিক এভরাকে বর্ণবাদমূলক মন্তব্য করায় 8 ম্যাচ নির্বাসিত হতে হয় উরুগুয়ে স্ট্রাইকারকে ৷

হায়দরাবাদ, 3 সেপ্টেম্বর: লুইস সুয়ারেজ নম্বর 9 ৷ শুক্রবারের পর আন্তর্জাতিক ফুটবলে আর দেখা যাবে না এই জার্সি ৷ 17 বছরের বর্ণময় কেরিয়ারের শেষে উরুগুয়ে জার্সিতে অবসর ঘোষণার সময় মঙ্গলবার চোখের জল বাঁধ মানল না সুয়ারেজের ৷ দেশের হয়ে 142 ম্য়াচে 69 গোল করা লিভারপুল-বার্সেলোনার প্রাক্তনীই আন্তর্জাতিক ফুটবলে উরুগুয়ের সর্বোচ্চ গোলস্কোরার ৷ আগামী শুক্রবার দেশের হয়ে শেষ ম্য়াচ খেলবেন বলে জানালেন সুয়ারেজ ৷

2011 দেশের জার্সিতে কোপা আমেরিকা জয় সুয়ারেজের কেরিয়ারের অন্যতম সেরা অধ্যায় ৷ তবে এই নম্বর 9-কে অনুরাগীরা মনে রাখবেন 2010 বিশ্বকাপে ঘানার বিপক্ষে হ্য়ান্ডবল করে গোললাইন সেভের জন্য ৷ বিতর্ককে কেন্দ্র করেই এগিয়েছে সুয়ারেজের কেরিয়ার ৷ যার মধ্যে নিঃসন্দেহে তালিকার শীর্ষে থাকব ঘানার বিরুদ্ধে বিতর্কিত হ্যান্ডবল ৷ এছাড়া কেরিয়ারে একাধিকবার প্রতিপক্ষ ফুটবলারদের কামড়ে শিরোনামে এসেছেন এই স্ট্রাইকার ৷ একনজরে সেই বিতর্ক-

2010 বিশ্বকাপে হ্যান্ডবল: দক্ষিণ আফ্রিকায় 2010 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ঘানার বিপক্ষে গোল বাঁচাতে ইচ্ছাকৃত হ্য়ান্ডবল করেছিলেন সুয়ারেজ ৷ লাল কার্ড থেকে সুয়ারেজকে বাইরে যেতে হলেও সুয়ারেজের কীর্তির জেরে সেমিফাইনালের যোগ্যতা অর্জন করেছিল উরুগুয়ে ৷

LUIS SUAREZ HANDBALL
বিতর্কিত সেই হ্যান্ডবল (GETTY)

পিএসভি ফুটবলারকে কামড়: বিশ্বকাপের বছরেই ক্লাব ফুটবলের ম্য়াচ চলাকালীন পিএসভি'র এক ফুটবলারকে কামড়ে দিয়েছিলেন সুয়ারেজ ৷ সে সময় আয়াক্সের হয়ে খেলতেন তিনি ৷ এই ঘটনার পর 'আয়াক্সের নরখাদক' তকমা পেয়েছিলেন উরুগুয়ে ফুটবলার ৷

2014 বিশ্বকাপে চিয়েলিনিকে কামড়: উপরের ঘটনার পুনরাবৃত্তি 2014 বিশ্বকাপে ঘটিয়েছিলেন সুয়ারেজ ৷ ম্য়াচ চলাকালীন ইতালি ডিফেন্ডার জর্জিও চিয়েলিনির কাঁধে কামড়ে দিয়ে 4 ম্যাচ নির্বাসিত হয়েছিলেন তিনি ৷

লিভারপুল জার্সিতে বিতর্কিত সেলিব্রেশন: 2012 সালে প্রিমিয়র লিগে এভারটনের বিরুদ্ধে গোলের পর বিপক্ষ কোচ ডেভিড মোয়েসের দিকে দৌড়ে যান সুয়ারেজ ৷ এরপর শরীর মাটিতে ছুড়ে অভিনব সেলিব্রেশন করেন লিভারপুল স্ট্রাইকার ৷ যা যথেষ্ট বিতর্কের জন্ম দিয়েছিল ৷

এভরাকে বর্ণবিদ্বেষী মন্তব্য: বর্ণবিদ্বেষী মন্তব্যের অভিযোগও রয়েছে সুয়ারেজের বিরুদ্ধে ৷ 2011 প্রিমিয়র লিগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ফরাসি ডিফেন্ডার প্যাট্রিক এভরাকে বর্ণবাদমূলক মন্তব্য করায় 8 ম্যাচ নির্বাসিত হতে হয় উরুগুয়ে স্ট্রাইকারকে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.