লখনউ, 30 মার্চ: কুইন্টন ডি'কক 54, নিকোলাস পুরাণ 42, ক্রুণাল পান্ডিয়া 43 ৷ ত্রয়ীর অনবদ্য ব্যাটিং এদিন তারিয়ে তারিয়ে উপভোগ করলেন ক্রিকেটপ্রেমীরা ৷ ঘরের মাঠে এদিন অধিনায়ক কেএল রাহুলের ব্যাট জ্বলে না-উঠলেও দুরন্ত ব্যাটিং সুপার জায়ান্টসের অন্য ব্যাটারদের ৷ প্রথমে ব্যাট করে 20 ওভার শেষে লখনউয়ের স্কোর 8 উইকেটের বিনিময়ে 199 ৷ রান তাড়া করতে নেমে পালটা দুরন্ত ব্যাটিং শিখর ধাওয়ানের ৷ যদিও অধিনায়কের ব্যাটেও শেষরক্ষা হয়নি ৷ ময়াঙ্ক যাদব ও মহসিন খানের দাপটে 178 রানেই শেষ হয়ে যায় পঞ্জাবের ইনিংস ৷ প্রথম ম্যাচে রাজস্থানের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচেই জয়ে ফিরল সঞ্জীব গোয়েঙ্কার দল ৷
জনি বেয়ারস্টোকে সঙ্গে করে ওপেনিংয়ে নেমে শিখর ধাওয়ান ৷ পঞ্জাবের এদিন প্রথম উইকেট পরে 12 ওভারে ৷ 42 রানে সাজঘরে ফেরেন জনি বেয়ারস্টো ৷ তবে অর্ধশতরান পূর্ণ করেন গব্বর ৷ রান তাড়া করতে নেমে 50 বলে 70 রানের ইনিংস খেলেন ধাওয়ান ৷ 7টি চার ও 3টি ছয় এসেছে শিখরের ব্যাটে ৷ পঞ্জাবের 3টি উইকেট নেন ময়াঙ্ক যাদব ৷ অভিষেক ম্যাচ স্মরণীয় করে রাখলেন তিনি ৷ জনি বেয়ারস্টো, প্রভসিমরন সিং ও জিতেশ শর্মাকে ফেরান লখনউয়ের বোলার ময়াঙ্ক ৷ ধাওয়ানকে তুলে নেন মহসিন খান ৷
অন্যদিকে লখনউয়ের প্রথম দুই ব্যাটার আউট হওয়ার পরে দলের রানকে 200 পার করার দায়িত্ব নেন ক্রুণাল পান্ডিয়া। সাত নম্বরে নেমে ঝোড়ো ব্যাটিং করেন তিনি। অপর প্রান্তে একের পর এক উইকেট পড়লেও তিনি রান তোলার গতি কমাননি ৷ এদিন পঞ্জাব বাহিনীর বোলারদের মধ্যে স্যাম কারেন 3টি উইকেট নেন ৷ 2টি উইকেট নিয়ে বিপক্ষ অধিনায়ক কে এল রাহুল ও কুইন্টন ডি'কককে ফেরান আর্শদিপ সিং ৷ একটি করে উইকেট নেন কাগিসো রাবাদা, রাহুল চাহার ৷ মহসিন খানকে রান আউট করেছেন হর্ষল প্যাটেল ৷
আরও পড়ুন: