ETV Bharat / sports

লখনউয়ের আঁটোসাঁটো বোলিংয়ে দেড়শো পেরোতে ব্যর্থ মুম্বই - IPL 2024 - IPL 2024

IPL 2024: একানা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে মাত্র 144 রান তুলল তারকাখচিত মুম্বইয়ের ব্যাটিং লাইন-আপ ৷ বিশ্বকাপের দলঘোষণার পর পল্টনদের তারকাখচিত ব্যাটিং লাইন-আপ কেমন পারফর্ম করে, সেদিকে নজর ছিল সকলের ৷ কিন্তু অনুরাগীদের হতাশ করলেন রোহিত-হার্দিক-সূর্যরা ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 30, 2024, 9:49 PM IST

Updated : Apr 30, 2024, 10:06 PM IST

লখনউ, 30 এপ্রিল: ন'ম্যাচে 6 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ন'য়ে ৷ এমতাবস্থায় উত্তরণের পথ খুঁজতে গেলে বাকি ম্যাচগুলো বড় রান করে জেতা ছাড়া উপায় নেই মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ৷ মঙ্গলবার লখনউয়ের কাছে হার মানে প্লে-অফের সম্ভাবনা কার্যত শেষ ৷ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একানা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে দেড়শো তুলতে ব্যর্থ তারকাখচিত মুম্বইয়ের ব্যাটিং লাইন-আপ ৷ অ্যাওয়ে ম্যাচে এদিন প্রথমে ব্যাট করে 7 উইকেট হারিয়ে 144 রান করল পাঁচবারের চ্যাম্পিয়নরা ৷

সৌজন্যে নেহাল ওয়াধেরার 46 রান এবং টিম ডেভিডের ঝোড়ো 35 রান ৷ টস জিতে এদিন মুম্বইকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় লখনউ ৷ 10 পয়েন্ট নিয়ে পাঁচে থাকা কেএল রাহুলের দল আজ জিতলে প্লে-অফের সম্ভাবনা জোরালো হবে বৈকি ৷ সেই সম্ভাবনা জোরালো করেই ঘরের মাঠে এদিন দুরন্ত বোলিং এলএসজি বোলারদের ৷ 36 রান দিয়ে সর্বাধিক 2 উইকেট মহসিন খানের ৷ পাশাপাশি নিয়ন্ত্রিত বোলিং করলেন মার্কাস স্টোইনিস, নবীন-উল-হক, রবি বিষ্ণোইরা ৷

অন্যদিকে ঈশান কিষাণ 32 রান করলেও ব্যর্থ পল্টনদের টপ অর্ডার ৷ 80 রানে 5 উইকেট হারানো মুম্বই শেষে হালে পানি পায় নেহাল এবং ডেভিডের ব্যাটে ৷ 4টি চার, 2টি ছয়ে 46 রান আসে নেহালের ব্যাটে ৷ 18 বলে 35 রানে অপরাজিত থেকে দলের রান 144-এ নিয়ে যান অজি মারকুটে ব্যাটার ডেভিড ৷ এদিন লখনউয়ের একাদশে ফেরেন ভারতের নয়া স্পিড সেনসেশন ময়াঙ্ক যাদব ৷ 3.1 ওভারে 31 রান দিয়ে একটি উইকেট নেন তিনি ৷

আরও পড়ুন:

  1. আচরণবিধি লঙ্ঘন করে সাসপেন্ড নাইট পেসার, কাটা গেল 100 শতাংশ ম্যাচ-ফি
  2. ব্যাট হাতে সল্টের 'দাদাগিরি'তে ইডেনে গো-হারা সৌরভের দিল্লি

লখনউ, 30 এপ্রিল: ন'ম্যাচে 6 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ন'য়ে ৷ এমতাবস্থায় উত্তরণের পথ খুঁজতে গেলে বাকি ম্যাচগুলো বড় রান করে জেতা ছাড়া উপায় নেই মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ৷ মঙ্গলবার লখনউয়ের কাছে হার মানে প্লে-অফের সম্ভাবনা কার্যত শেষ ৷ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একানা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে দেড়শো তুলতে ব্যর্থ তারকাখচিত মুম্বইয়ের ব্যাটিং লাইন-আপ ৷ অ্যাওয়ে ম্যাচে এদিন প্রথমে ব্যাট করে 7 উইকেট হারিয়ে 144 রান করল পাঁচবারের চ্যাম্পিয়নরা ৷

সৌজন্যে নেহাল ওয়াধেরার 46 রান এবং টিম ডেভিডের ঝোড়ো 35 রান ৷ টস জিতে এদিন মুম্বইকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় লখনউ ৷ 10 পয়েন্ট নিয়ে পাঁচে থাকা কেএল রাহুলের দল আজ জিতলে প্লে-অফের সম্ভাবনা জোরালো হবে বৈকি ৷ সেই সম্ভাবনা জোরালো করেই ঘরের মাঠে এদিন দুরন্ত বোলিং এলএসজি বোলারদের ৷ 36 রান দিয়ে সর্বাধিক 2 উইকেট মহসিন খানের ৷ পাশাপাশি নিয়ন্ত্রিত বোলিং করলেন মার্কাস স্টোইনিস, নবীন-উল-হক, রবি বিষ্ণোইরা ৷

অন্যদিকে ঈশান কিষাণ 32 রান করলেও ব্যর্থ পল্টনদের টপ অর্ডার ৷ 80 রানে 5 উইকেট হারানো মুম্বই শেষে হালে পানি পায় নেহাল এবং ডেভিডের ব্যাটে ৷ 4টি চার, 2টি ছয়ে 46 রান আসে নেহালের ব্যাটে ৷ 18 বলে 35 রানে অপরাজিত থেকে দলের রান 144-এ নিয়ে যান অজি মারকুটে ব্যাটার ডেভিড ৷ এদিন লখনউয়ের একাদশে ফেরেন ভারতের নয়া স্পিড সেনসেশন ময়াঙ্ক যাদব ৷ 3.1 ওভারে 31 রান দিয়ে একটি উইকেট নেন তিনি ৷

আরও পড়ুন:

  1. আচরণবিধি লঙ্ঘন করে সাসপেন্ড নাইট পেসার, কাটা গেল 100 শতাংশ ম্যাচ-ফি
  2. ব্যাট হাতে সল্টের 'দাদাগিরি'তে ইডেনে গো-হারা সৌরভের দিল্লি
Last Updated : Apr 30, 2024, 10:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.