ETV Bharat / sports

জাড্ডুর কেরামতি, ধোনির হাড়ের জোর! লখনউকে ভদ্রস্থ রানের টার্গেট ইয়েলো ব্রিগেডের - IPL 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 19, 2024, 9:46 PM IST

Updated : Apr 19, 2024, 10:06 PM IST

LSG vs KKR: মাহি মার রাহা হ্যায় ৷ 9 বলে 28 রান ৷ ইনিংস সাজানো 3টি চার ও 2টি ছ'য়ে ৷ মুম্বইয়ের বিরুদ্ধে নেমেও বুড়ো হাড়ের ভেলকি দেখিয়েছিলেন এই সাত নম্বর জার্সিধারী ৷ আজকের পারফরম্যান্সটা যেন সেটাও ছাড়িয়ে গেল ৷ সঙ্গে জাদেজার অর্ধশতরান ৷ আর তাঁর 50 রান করা মানেই ব্যাটকে তরবারির মতো খেল দেখানো ৷ কারণ এটাই যে তাঁর সোয়াগ ৷ দুই ব্যাটারের দাপটে লখনউকে 177 রানের টার্গেট দিল রুতুরাজের চেন্নাই সুপার কিংস ৷

LSG vs KKR
LSG vs KKR

লখনউ, 19 এপ্রিল: এই বয়সেও এত জোর... ভাবা যায়... ৷ লখনউ স্টেডিয়াম থেকে ক্রিকেট বিশ্ব একথাটাই ভাবছে ৷ 9 বলে 28 রানের ইনিংস 3টি বাউন্ডারি ও 2টি ওভার বাউন্ডারি দিয়ে সাজানো ৷ যত বয়স বাড়ছে তত যেন ব্যাটে ও বলের আওয়াজটা জোরালো হচ্ছে ৷ আসলে তিনি যে মহেন্দ্র সিং ধোনি ৷ 42 বছর বয়সে তাঁর এই দাপুটে মার দেখে আপ্লুত আট থেকে আশি ৷ মুখ, চোখে তাঁর কিছুই বোঝা যায় না ৷ তবে গর্জন হয় ব্যাটে ৷ এদিন আইপিএলের ইতিহাসে উইকেটরক্ষক-ব্যাটার হিসাবে 5000 রানের মালিক হলেন মহেন্দ্র সিং ধোনি ৷

ইয়েলো ব্রিগেডের সাত নম্বর জার্সির পারফরম্যান্সে 20 ওভার শেষে চেন্নাইয়ের স্কোর 176/6 ৷ তবে এই স্কোরের মালিক বেশিরভাগটাই জাদেজা ৷ 40 বলে 57 রান করে অপরাজিত থেকে গিয়েছেন তিনি ৷ অর্ধশতরান পূরণে ঘুরিয়েছেন ব্যাটও ৷ পাশাপাশি অপরাজিত থেকে গিয়েছেন ধোনিও ৷ এদিন ঘরের মাঠে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক কে এল রাহুল ৷ প্রতিপক্ষ অধিনায়কের সিদ্ধান্ত মতো প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি চেন্নাইয়ের ৷ ওপেনিংয়ে নেমে রাচিন রবীন্দ্র শূন্যতে সাজঘরে ফেরেন ৷ অধিনায়ক রুতুরাজ করেন মাত্র 17 রান ৷

অজিঙ্কা রাহানে করেন 24 বলে 36 রান করে ক্রুণাল পান্ডিয়ার বলে আউট হন ৷ এরপরে রবীন্দ্র জাদেজা ব্যাট হাতে নেমে দলকে টানতে থাকেন ৷ ছয় মেরে হাফ সেঞ্চুরি করার পর তাঁর সোয়্যাগে মাতিয়ে তোলেন ভক্তদের ৷ 5টি চার ও 1টি ছয়ে তিনি 57 রানের ইনিংস তুলে দেন চেন্নাই সুপার কিংসকে ৷ পরে শিবম দুবে ও সমীর রিজভি 3 ও 1 রানে ডাগ-আউটে ফিরে যান ৷ পরবর্তীতে মঈন আলি 30 রান করেন ৷ শেষে ধোনি বাইশ গজে নেমে বুড়ো হাড়ের ভেলকি দেখান ৷ 9 বলে 28 রান করে চলতি আইপিএলের 34তম ম্যাচ স্মরণীয় করে রাখেন ৷ ইউকেট রক্ষক ব্যাটার হিসাবে 5000 রানের মালিক হন মাহি ৷ শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে লড়াইয়ে রাখেন ৷

লখনউয়ের সফলতম বোলার ক্রুণাল পান্ডিয়া ৷ 16 রান দিয়ে 2 উইকেট নিলেন। 7 রানে 1 উইকেট মার্কাস স্টোয়ানিসের। 37 রানে 1 উইকেট মহসিন খানের। 1টি করে উইকেট পান যশ ঠাকুর এবং রবি বিষ্ণোইও।

আরও পড়ুন:

  1. রোহিতের নজির, জ্বলল সূর্যর ব্যাটও; জিততে পঞ্জাব কিংসের চাই 193
  2. বল হাতে দুরন্ত দিল্লির 'কিপার' মুকেশ-ইশান্তের দাপটে ছারখার শুভমনরা
  3. ময়দানে নারিন শো ! ক্যারিবিয়ান তারকার 'ইতিহাসে' রানের পাহাড়ে কেকেআর

লখনউ, 19 এপ্রিল: এই বয়সেও এত জোর... ভাবা যায়... ৷ লখনউ স্টেডিয়াম থেকে ক্রিকেট বিশ্ব একথাটাই ভাবছে ৷ 9 বলে 28 রানের ইনিংস 3টি বাউন্ডারি ও 2টি ওভার বাউন্ডারি দিয়ে সাজানো ৷ যত বয়স বাড়ছে তত যেন ব্যাটে ও বলের আওয়াজটা জোরালো হচ্ছে ৷ আসলে তিনি যে মহেন্দ্র সিং ধোনি ৷ 42 বছর বয়সে তাঁর এই দাপুটে মার দেখে আপ্লুত আট থেকে আশি ৷ মুখ, চোখে তাঁর কিছুই বোঝা যায় না ৷ তবে গর্জন হয় ব্যাটে ৷ এদিন আইপিএলের ইতিহাসে উইকেটরক্ষক-ব্যাটার হিসাবে 5000 রানের মালিক হলেন মহেন্দ্র সিং ধোনি ৷

ইয়েলো ব্রিগেডের সাত নম্বর জার্সির পারফরম্যান্সে 20 ওভার শেষে চেন্নাইয়ের স্কোর 176/6 ৷ তবে এই স্কোরের মালিক বেশিরভাগটাই জাদেজা ৷ 40 বলে 57 রান করে অপরাজিত থেকে গিয়েছেন তিনি ৷ অর্ধশতরান পূরণে ঘুরিয়েছেন ব্যাটও ৷ পাশাপাশি অপরাজিত থেকে গিয়েছেন ধোনিও ৷ এদিন ঘরের মাঠে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক কে এল রাহুল ৷ প্রতিপক্ষ অধিনায়কের সিদ্ধান্ত মতো প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি চেন্নাইয়ের ৷ ওপেনিংয়ে নেমে রাচিন রবীন্দ্র শূন্যতে সাজঘরে ফেরেন ৷ অধিনায়ক রুতুরাজ করেন মাত্র 17 রান ৷

অজিঙ্কা রাহানে করেন 24 বলে 36 রান করে ক্রুণাল পান্ডিয়ার বলে আউট হন ৷ এরপরে রবীন্দ্র জাদেজা ব্যাট হাতে নেমে দলকে টানতে থাকেন ৷ ছয় মেরে হাফ সেঞ্চুরি করার পর তাঁর সোয়্যাগে মাতিয়ে তোলেন ভক্তদের ৷ 5টি চার ও 1টি ছয়ে তিনি 57 রানের ইনিংস তুলে দেন চেন্নাই সুপার কিংসকে ৷ পরে শিবম দুবে ও সমীর রিজভি 3 ও 1 রানে ডাগ-আউটে ফিরে যান ৷ পরবর্তীতে মঈন আলি 30 রান করেন ৷ শেষে ধোনি বাইশ গজে নেমে বুড়ো হাড়ের ভেলকি দেখান ৷ 9 বলে 28 রান করে চলতি আইপিএলের 34তম ম্যাচ স্মরণীয় করে রাখেন ৷ ইউকেট রক্ষক ব্যাটার হিসাবে 5000 রানের মালিক হন মাহি ৷ শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে লড়াইয়ে রাখেন ৷

লখনউয়ের সফলতম বোলার ক্রুণাল পান্ডিয়া ৷ 16 রান দিয়ে 2 উইকেট নিলেন। 7 রানে 1 উইকেট মার্কাস স্টোয়ানিসের। 37 রানে 1 উইকেট মহসিন খানের। 1টি করে উইকেট পান যশ ঠাকুর এবং রবি বিষ্ণোইও।

আরও পড়ুন:

  1. রোহিতের নজির, জ্বলল সূর্যর ব্যাটও; জিততে পঞ্জাব কিংসের চাই 193
  2. বল হাতে দুরন্ত দিল্লির 'কিপার' মুকেশ-ইশান্তের দাপটে ছারখার শুভমনরা
  3. ময়দানে নারিন শো ! ক্যারিবিয়ান তারকার 'ইতিহাসে' রানের পাহাড়ে কেকেআর
Last Updated : Apr 19, 2024, 10:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.