ETV Bharat / sports

একটি গোলের পাশাপাশি পাঁচ অ্যাসিস্ট, ইন্টারি মিয়ামির হয়ে নয়া রেকর্ড মেসির - Lionel Messi - LIONEL MESSI

Lionel Messi: শনিবার রাতে মেজর লিগ সকারে 6-2 গোলে রেড বুলস নিউইয়র্ককে হারিয়েছে ইন্টার মিয়ামি ৷ যে ম্যাচে গোলের বন্যা শুধু বইল না, সঙ্গে নয়া কীর্তি স্থাপন করলেন আর্জেন্তাইন মহাতারকা লিওনেল মেসি ৷

ETV BHARAT
লিওনেল মেসি (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 5, 2024, 6:47 PM IST

ফোর্ট লডারডেল, 5 মে: ইন্টার মিয়ামির হয়ে ক্লাব ফুটবলে নয়া রেকর্ড গড়লেন লিওনেল মেসি ৷ এক ম্যাচে একটি গোল করার পাশাপাশি পাঁচটি অ্যাসিস্ট করেছেন আর্জেন্তাইন মহাতারকা ৷ যার সুবাদে 6-2 গোলে ঘরের মাঠে রেড বুলস নিউইয়র্ককে হারাল মিয়ামি ৷ অর্থাৎ, ইন্টার মিয়ামির করা ছ’টি গোলেই মেসির অবদান ৷ এই ম্যাচে হ্যাটট্রিক করেন লুই সুয়ারেজ ৷ জোড়া গোল করেছেন রোজাস ৷

উল্লেখ্য, ম্যাচের প্রথমার্ধে ইন্টার মিয়ামি 0-1 গোলে পিছিয়ে ছিল ৷ কিন্তু, দ্বিতীয়ার্ধের শুরু থেকেই এক অন্য মিয়ামি ৷ 48 মিনিটে ইন্টার মিয়ামির হয়ে সমতা ফেরান রোজাস ৷ এর দু’মিনিটে দ্বিতীয় গোল করেন মেসি ৷ তাঁর গোলে অ্যাসিস্ট আসে সুয়ারেজের টাচে ৷ মেসির ক্রসে 62 মিনিটে মাতিয়াস রোজাস ইন্টার মিয়ামিকে 3-1 গোলে এগিয়ে দেন ৷ সেই থেকে দাপট শুরু পিংক ব্রিগেডের ৷ কোণঠাসা হয়ে পড়ে রেড বুলসের ডিফেন্স ৷

তাতে আরও বেশি করে জ্বলে ওঠেন মেসি ৷ মাঝ মাঠ থেকে ছোট ছোট পাসে একের পর এক সুযোগ তৈরি করতে থাকেন প্রাক্তন বার্সেলোনা ত্রয়ী, মেসি-সুয়ারেজ-বুস্কেটস ৷ 68 মিনিটে মেসি পাস থেকে 4-2 গোলে ইন্টার মিয়ামিকে এগিয়ে দেন সুয়ারেজ ৷ এর কিছুক্ষণের মধ্যে 75 মিনিটে নিজের দ্বিতীয় ও দলের হয়ে পঞ্চম গোলটি করেন উরুগুয়ের তারকা ৷ 6 মিনিটের মধ্যে হ্যাটট্রিক করেন সুয়ারেজ ৷ এখানেও গোলের অ্যাসিস্ট আসে মেসির পা থেকে ৷ ৷ যদিও ইনজুরি টাইমে 97 মিনিটে পেনাল্টি থেকে একটি গোল করে রেড বুলস নিউইউয়র্ক ব্যবধান কমায় ৷

মেজর লিগ সকারে এই মুহূর্তে মেসি ও সুয়ারেজের গোলের সংখ্যা দশ ৷ এদিন ইন্টার মিয়ামি লাগাতার ছ’টি ম্যাচে জয় পেল ৷ গত 20 এপ্রিল নিউইয়র্কে 4-0 গোলের বড় হারের পর এই প্রত্যাবর্তন ইন্টার মিয়ামির ৷ উল্লেখ্য, নিউইয়র্কের সেই ম্যাচে চোটের জন্য খেলতে পারেননি লিওনেল মেসি ৷

আরও পড়ুন:

  1. জিরোনার কাছে বার্সা হারতেই খেতাব রিয়ালের, 36 বার স্পেনের সেরা 'লস ব্ল্যাঙ্কোস'
  2. এগিয়ে থেকেও স্বপ্নভঙ্গ সবুজ-মেরুনের, বাগানকে পর্যুদস্ত করে দ্বিতীয় আইএসএল জয় মুম্বইয়ের
  3. পাখির চোখ প্লে-অফ, ময়াঙ্কের ছিটকে যাওয়া কি কাজে আসবে কেকেআরের?

ফোর্ট লডারডেল, 5 মে: ইন্টার মিয়ামির হয়ে ক্লাব ফুটবলে নয়া রেকর্ড গড়লেন লিওনেল মেসি ৷ এক ম্যাচে একটি গোল করার পাশাপাশি পাঁচটি অ্যাসিস্ট করেছেন আর্জেন্তাইন মহাতারকা ৷ যার সুবাদে 6-2 গোলে ঘরের মাঠে রেড বুলস নিউইয়র্ককে হারাল মিয়ামি ৷ অর্থাৎ, ইন্টার মিয়ামির করা ছ’টি গোলেই মেসির অবদান ৷ এই ম্যাচে হ্যাটট্রিক করেন লুই সুয়ারেজ ৷ জোড়া গোল করেছেন রোজাস ৷

উল্লেখ্য, ম্যাচের প্রথমার্ধে ইন্টার মিয়ামি 0-1 গোলে পিছিয়ে ছিল ৷ কিন্তু, দ্বিতীয়ার্ধের শুরু থেকেই এক অন্য মিয়ামি ৷ 48 মিনিটে ইন্টার মিয়ামির হয়ে সমতা ফেরান রোজাস ৷ এর দু’মিনিটে দ্বিতীয় গোল করেন মেসি ৷ তাঁর গোলে অ্যাসিস্ট আসে সুয়ারেজের টাচে ৷ মেসির ক্রসে 62 মিনিটে মাতিয়াস রোজাস ইন্টার মিয়ামিকে 3-1 গোলে এগিয়ে দেন ৷ সেই থেকে দাপট শুরু পিংক ব্রিগেডের ৷ কোণঠাসা হয়ে পড়ে রেড বুলসের ডিফেন্স ৷

তাতে আরও বেশি করে জ্বলে ওঠেন মেসি ৷ মাঝ মাঠ থেকে ছোট ছোট পাসে একের পর এক সুযোগ তৈরি করতে থাকেন প্রাক্তন বার্সেলোনা ত্রয়ী, মেসি-সুয়ারেজ-বুস্কেটস ৷ 68 মিনিটে মেসি পাস থেকে 4-2 গোলে ইন্টার মিয়ামিকে এগিয়ে দেন সুয়ারেজ ৷ এর কিছুক্ষণের মধ্যে 75 মিনিটে নিজের দ্বিতীয় ও দলের হয়ে পঞ্চম গোলটি করেন উরুগুয়ের তারকা ৷ 6 মিনিটের মধ্যে হ্যাটট্রিক করেন সুয়ারেজ ৷ এখানেও গোলের অ্যাসিস্ট আসে মেসির পা থেকে ৷ ৷ যদিও ইনজুরি টাইমে 97 মিনিটে পেনাল্টি থেকে একটি গোল করে রেড বুলস নিউইউয়র্ক ব্যবধান কমায় ৷

মেজর লিগ সকারে এই মুহূর্তে মেসি ও সুয়ারেজের গোলের সংখ্যা দশ ৷ এদিন ইন্টার মিয়ামি লাগাতার ছ’টি ম্যাচে জয় পেল ৷ গত 20 এপ্রিল নিউইয়র্কে 4-0 গোলের বড় হারের পর এই প্রত্যাবর্তন ইন্টার মিয়ামির ৷ উল্লেখ্য, নিউইয়র্কের সেই ম্যাচে চোটের জন্য খেলতে পারেননি লিওনেল মেসি ৷

আরও পড়ুন:

  1. জিরোনার কাছে বার্সা হারতেই খেতাব রিয়ালের, 36 বার স্পেনের সেরা 'লস ব্ল্যাঙ্কোস'
  2. এগিয়ে থেকেও স্বপ্নভঙ্গ সবুজ-মেরুনের, বাগানকে পর্যুদস্ত করে দ্বিতীয় আইএসএল জয় মুম্বইয়ের
  3. পাখির চোখ প্লে-অফ, ময়াঙ্কের ছিটকে যাওয়া কি কাজে আসবে কেকেআরের?
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.