হায়দরাবাদ, 26 অগস্ট: বেনফিকা, এএস রোমা, ম্য়াঞ্চেস্টার সিটি, লেস্টার সিটির মত বিশ্বের বিভিন্ন দেশের তাবড় ক্লাবকে প্রশিক্ষণ দিয়েছিলেন তিনি ৷ তবে সেন গোরান এরিকসনকে ফুটবল অনুরাগীরা সবচেয়ে বেশি মনে রেখেছেন ইংল্য়ান্ড কোচ হিসেবে ৷ প্রথম বিদেশি কোচ হিসেবে পাঁচ বছর 'থ্রি-লায়ন্সে'র দায়িত্ব সামলানো কিংবদন্তি সুইডিশ কোচের মৃত্যু হল সোমবার ৷ ক্যান্সারের সঙ্গে এরিকসনের লড়াই থামল 76-এ ৷
আট মাস আগে কিংবদন্তি কোচ নিজেই জানিয়ছিলেন তিনি অগ্ন্যাশয়ের ক্য়ান্সারে আক্রান্ত, বড়জোর আর একবছর সময় তাঁর হাতে ৷ সোমবার নিজ বাসভবনেই তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন এরিকসনের এজেন্ট ৷ সুইডিশ কোচের মৃত্যুর খবর সামনে আসতেই শোকের ছায়া বিশ্ব ফুটবলে ৷ মাত্র সাতাশে ফুটবল কেরিয়ার শেষ হয়ে যাওয়ার পর কোচ বা ম্যানেজার হিসেবেই প্রসিদ্ধ হয়েছেন এরিকসন ৷ সুইডিশ ফুটবলে যিনি পরিচিত ছিলেন 'সেনিস' নামে ৷
We are deeply saddened that Sven-Göran Eriksson, who managed the #ThreeLions from 2001 to 2006, has passed away aged 76.
— England (@England) August 26, 2024
Our thoughts are with his family and friends at this time.
Rest in peace, Sven. You will be greatly missed ❤️ pic.twitter.com/aLtqWAG8K4
বেনফিকা, রোমা কিংবা স্যাম্পদরিয়া; বিশেষ করে ইতালির ক্লাব ফুটবলে চরম সাফল্য পেলেও এরিকসনের কোচিং কেরিয়ারে সবচেয়ে উজ্জ্বল অধ্যায় অবশ্যই 2001 ৷ ওই বছর ডেভিড বেকহ্য়াম, মাইকেল ওয়েন, স্টিভেন জেরার্ড, ওয়েন রুনি সমৃদ্ধ ইংল্যান্ড জাতীয় দল কোচ করে আনে তাঁকে ৷ কয়েকমাসের মধ্যেই বিশ্বকাপের যোগ্যতা অর্জনে জার্মানিকে পাঁচ গোল দেয় 'থ্রি-লায়ন্স' ৷ ইংরেজ ফুটবলের সোনালি প্রজন্মকে অভিভাবকের মত আগলে রাখলেও বিশ্বকাপে সাফল্য এনে দিতে পারেননি তিনি ৷ 2002 এবং 2006 বিশ্বকাপে এরিকসনের ইংল্য়ান্ড ছিটকে যায় শেষ আট থেকে ৷
Rest in peace, Sven-Göran Eriksson.
— Liverpool FC (@LFC) August 26, 2024
The thoughts of everyone at the club are with Sven’s family and friends at this extremely sad time. pic.twitter.com/vn5qkn5RWc
2006 বিশ্বকাপের পরই ইংল্য়ান্ডের জাতীয় দলের চাকরি যায় এরিকসনের ৷ এরপর ম্য়াঞ্চেস্টার সিটি, লেস্টার সিটির মত ইংল্যান্ডের প্রথম সারির দল; এছাড়া মেক্সিকো এবং আইভরি কোস্টের মত দেশের জাতীয় দলের দায়িত্ব সামলিয়েছেন তিনি ৷ যদিও তাতে সাফল্য বিশেষ কিছু আসেনি ৷ শেষবার 2018-19 মরশুমে ফিলিপিন্স জাতীয় দলের কোচের পদে ছিলেন এরিকসন ৷
On behalf of the European football community, everybody at UEFA is deeply saddened to learn of the passing of Sven Göran Eriksson.
— UEFA (@UEFA) August 26, 2024
A beloved figure in the game, Sven was a UEFA Cup winner as coach of IFK Göteborg in 1982 before leading Lazio to the UEFA Cup Winners’ Cup in 1999.… pic.twitter.com/ZlNSFftl97
কোচ হিসেবে 18টি ট্রফি জয়ের মালিক গোরানের প্রিয় ক্লাব লিভারপুল ৷ তাঁর ক্য়ান্সারে আক্রান্ত হওয়ার পেয়েই কয়েকমাস আগে কিংবদন্তি কোচকে নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করে প্রসিদ্ধ ইংরেজ ক্লাবটি ৷ একটি চ্যারিটি ম্য়াচে 'রেডস'-এর হয়ে সাম্মানিক কোচের পদও সামলিয়েছেন তিনি ৷ এরিকসনের মৃত্যুর খবরে লিভারপুল লিখেছে, "শান্তিতে ঘুমোন সেন গোরান এরিকসন ৷ শোকের সময় ক্লাব সেনের পরিবার ও প্রিয়জনদের পাশে রয়েছে ৷" কিংবদন্তির মৃত্যুতে শোক জানিয়েছে ইংল্যান্ড জাতীয় দল, উয়েফা-সহ অন্যান্যরা ৷