ETV Bharat / sports

মুখোমুখি দুই ‘বেস্টফ্রেন্ড’ ! পরস্পরকে ছাপিয়ে যাওয়ার যুদ্ধে ছাঙতে-আপুইয়া - Indian Super League - INDIAN SUPER LEAGUE

Mohun Bagan Super Giant vs Mumbai City FC: একসময়ের দুই সতীর্থ আজ প্রতিদ্বন্দ্বী ৷ আজ আইএসএল অভিযান শুরু করছে মোহনবাগান সুপার জায়ান্ট । বদলার ম্যাচে মুম্বই সিটি এফসি’র সামনে সবুজ-মেরুন ৷ সেই ম্যাচেই মুখোমুখি হবেন আপুইয়া রালতে ও লালিয়ানজুয়ালা ছাংতে ৷

lallianzuala-chhangte-vs-lalengmawia-ralte
আপুইয়া রালতে ও লালিয়ানজুয়ালা ছাংতে (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Sep 13, 2024, 4:28 PM IST

Updated : Sep 13, 2024, 5:08 PM IST

কলকাতা, 13 সেপ্টেম্বর: আইএসএলে মোহনবাগান-মুম্বই লড়াই মানেই বাড়তি অ্যাড্রিনালিন ক্ষরণ । গত মরসুমে মোহনবাগান সুপার জায়ান্ট লিগ শিল্ডের ফাইনালে মুম্বই সিটি এফসিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল । আইএসএল ফাইনালে সেই পরাজয়ের মধুর বদলা নিয়েছিল মুম্বই । সেই লড়াইয়েই এবার প্রতিদ্বন্দ্বী দুই ‘বেস্টফ্রেন্ড’ ৷ আপুইয়া রালতে ও লালিয়ানজুয়ালা ছাংতে ৷

মুখোমুখি দুই ‘বেস্টফ্রেন্ড’ ! (ইটিভি ভারত)

পরস্পরকে ছাপিয়ে যাওয়ার যুদ্ধে নামবেন একদা দুই সতীর্থ ৷ লালেংমাউইয়া রালতে ওরফে আপুইয়াকে 5 বছরের চুক্তিতে সই করিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট ৷ মুম্বই সিটি এফসি ছেড়ে কলকাতায় এসেছেন তরুণ মিডফিল্ডার ৷ আইল্যান্ডারে বন্ধুত্ব ছিল রালতে ও ছাঙতের ৷ যুবভারতীতে এদিন সম্মুখসমরে তাঁরা ৷ শেষপর্যন্ত শেষ হাসি কে হাসবেন ?

আত্মবিশ্বাসী হলেও সতীর্থকে সমীহ করছেন আপুইয়া ৷ মিজোরামের মিডফিল্ডারের যোগদানে মোহনবাগান সুপার জায়ান্টের শক্তি ও বৈচিত্র্য নিঃসন্দেহে বেড়েছে ৷ গত মরশুমে দুরন্ত ফুটবল উপহার দিয়েছে আপুইয়া ৷ শুধু ক্লাব ফুটবল নয়, জাতীয় দলের জার্সিতেও আপুইয়া ভালো খেলেছেন ৷ তিনি অবশ্য প্রার্থনা করছেন, সতীর্থ যেন গোল না করে ৷ আপুইয়া বলেন, ‘‘মুম্বইয়ে খেলার সময় ওর (ছাংতে) সঙ্গে অনেক সময় কাটিয়েছি ৷ আমরা বেস্টফ্রেন্ড ৷ জাতীয় দলেও একসঙ্গে খেলি ৷ ওর জন্য শুভকামনা রইল ৷ তবে চাইব ও যেন গোল না-করে ৷’’

অন্যদিকে প্রাক্তন সতীর্থর প্রশংসা শোনা গিয়েছেন ছাংতের মুখেও ৷ যদিও ম্যাচেই ফোকাস করতে চান মুম্বই অধিনায়ক ৷ দুরন্ত ফর্মে রয়েছেন ৷ ফলে বিপিনের সঙ্গে জুটি বেঁধে মোহনবাগান রক্ষণকে বিপদে ফেলতে তৈরি ছাংতেও ৷

আরও পড়ুন:

কলকাতা, 13 সেপ্টেম্বর: আইএসএলে মোহনবাগান-মুম্বই লড়াই মানেই বাড়তি অ্যাড্রিনালিন ক্ষরণ । গত মরসুমে মোহনবাগান সুপার জায়ান্ট লিগ শিল্ডের ফাইনালে মুম্বই সিটি এফসিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল । আইএসএল ফাইনালে সেই পরাজয়ের মধুর বদলা নিয়েছিল মুম্বই । সেই লড়াইয়েই এবার প্রতিদ্বন্দ্বী দুই ‘বেস্টফ্রেন্ড’ ৷ আপুইয়া রালতে ও লালিয়ানজুয়ালা ছাংতে ৷

মুখোমুখি দুই ‘বেস্টফ্রেন্ড’ ! (ইটিভি ভারত)

পরস্পরকে ছাপিয়ে যাওয়ার যুদ্ধে নামবেন একদা দুই সতীর্থ ৷ লালেংমাউইয়া রালতে ওরফে আপুইয়াকে 5 বছরের চুক্তিতে সই করিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট ৷ মুম্বই সিটি এফসি ছেড়ে কলকাতায় এসেছেন তরুণ মিডফিল্ডার ৷ আইল্যান্ডারে বন্ধুত্ব ছিল রালতে ও ছাঙতের ৷ যুবভারতীতে এদিন সম্মুখসমরে তাঁরা ৷ শেষপর্যন্ত শেষ হাসি কে হাসবেন ?

আত্মবিশ্বাসী হলেও সতীর্থকে সমীহ করছেন আপুইয়া ৷ মিজোরামের মিডফিল্ডারের যোগদানে মোহনবাগান সুপার জায়ান্টের শক্তি ও বৈচিত্র্য নিঃসন্দেহে বেড়েছে ৷ গত মরশুমে দুরন্ত ফুটবল উপহার দিয়েছে আপুইয়া ৷ শুধু ক্লাব ফুটবল নয়, জাতীয় দলের জার্সিতেও আপুইয়া ভালো খেলেছেন ৷ তিনি অবশ্য প্রার্থনা করছেন, সতীর্থ যেন গোল না করে ৷ আপুইয়া বলেন, ‘‘মুম্বইয়ে খেলার সময় ওর (ছাংতে) সঙ্গে অনেক সময় কাটিয়েছি ৷ আমরা বেস্টফ্রেন্ড ৷ জাতীয় দলেও একসঙ্গে খেলি ৷ ওর জন্য শুভকামনা রইল ৷ তবে চাইব ও যেন গোল না-করে ৷’’

অন্যদিকে প্রাক্তন সতীর্থর প্রশংসা শোনা গিয়েছেন ছাংতের মুখেও ৷ যদিও ম্যাচেই ফোকাস করতে চান মুম্বই অধিনায়ক ৷ দুরন্ত ফর্মে রয়েছেন ৷ ফলে বিপিনের সঙ্গে জুটি বেঁধে মোহনবাগান রক্ষণকে বিপদে ফেলতে তৈরি ছাংতেও ৷

আরও পড়ুন:

Last Updated : Sep 13, 2024, 5:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.