ETV Bharat / sports

চার উইকেটে 'মূল্য' চোকালেন স্টার্ক, ওয়াংখেড়ে’তে এক যুগের শাপমুক্তি নাইটদের - IPL 2024 - IPL 2024

MI vs KKR: ওয়াংখেড়েতে কলকাতার ঐতিহাসিক জয় ৷ 12 বছর পর ফের ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সকে হারাল কলকাতা নাইট রাইডার্স। 24 রানের জয়ে এবারে প্লে-অফে যাওয়ার রাস্তা আরও সহজ করে ফেলল পার্পল ব্রিগেড ৷ পয়েন্ট টেবিলে রান রেটের বিচারে কেকেআর'ই একমাত্র এগিয়ে ৷ 10টি ম্যাচে 7টায় জিতে 14 নম্বর পয়েন্ট নিয়ে 'বাদশা'র দলের অবস্থান 2 নম্বরে ৷ অন্যদিকে, 11টা ম্যাচে 8টায় হেরে আইপিএল থেকে বিদায়ের পথে হার্দিকরা ৷

MI vs KKR
মুম্বইকে হারিয়ে ঐতিহাসিক জয় কেকেআরের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 4, 2024, 6:58 AM IST

Updated : May 4, 2024, 7:28 AM IST

মুম্বই, 4 মে: এবারের কলকাতা আগের সব বারের থেকে আলাদা। তাতেই সম্মানরক্ষা হল বাদশা'র ৷ ওয়াংখেড়ে শাহরুখের দল দেখাল দাদাগিরি ৷ 2012 আইপিএলে এক বারই ওয়াংখেড়েতে মুম্বইয়ের বিরুদ্ধে সাফল্য পেয়েছিল নাইটরা। আর গতকাল, আরব সাগরের পারের স্টেডিয়ামে বড় রানে মুম্বইকে হারিয়ে প্লে-অফের দিকে আরও এক পা এগিয়ে গেলেন শ্রেয়স আইয়াররা। তবে, যাঁর জন্য এই জয় তা হল কলকাতা শিবিরের অজি তারকা মিচেল স্টার্ক ৷ তাঁর পারফরম্যান্স নিয়ে এত সমালোচনার জবাব দিলেন মুম্বই বাহিনীর 4 উইকেট নিয়ে ৷ গ্যালারি থেকে স্বামীর এই প্রত্যাবর্তন দেখলেন স্ত্রী তথা অজি অধিনায়ক অ্যালিসা হিলি ৷

গতকালের কলকাতার এই 24 রানে জয়ে প্লে-অফের দিকে আরও এক পা এগিয়ে গেলেন শ্রেয়স আইয়াররা। অন্যদিকে, এবারের আইপিএল থেকে বিদায়ের ঘণ্টা প্রায় নিশ্চিত হার্দিকের মুম্বইয়ের। টস জিতে শুক্রবার প্রথমে বল করার সিদ্ধান্ত নেন হার্দিক পান্ডিয়া। সেই সিদ্ধান্ত কাজে লাগে। 169 রানে কলকাতাকে বেঁধে ফেলে জসপ্রীত বুমরারা ৷ কলকাতার ভেঙ্কটেশ আইয়ার 70 রানের অনবদ্য ইনিংস খেলেন ৷ 42 রান করেন মনীশ পাণ্ডে ৷ তাঁরা ছাড়া কেকেআর-এর কেউই এদিন ব্যাট হাতে দাগ কাটতে পারেননি।

পালটা রান তাড়া করতে মুম্বইয়ের একমাত্র সূর্যকুমারের ব্যাট চলে ৷ 56 রান করে আউট হন তিনি ৷ আর 24 রান করে টিম ডেভিড ৷ বাকি টপ থেকে মিডল ও টেল-এন্ডার ব্যাটারের ব্যক্তিগত সর্বোচ্চ অবদান 13 রান ৷ কলকাতার হয়ে এদিন সফল বোলার নিঃসন্দেহে স্টার্ক। 3.5 ওভারে 33 রান দিয়ে 4 উইকেট তুলে নেন তিনি। 4 ওভার বল করে 22 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তী। 4 ওভারে 22 রান দিয়ে 2টি উইকেট নিয়েছেন নারিনও। 30 রান দিয়ে রাসেলও নিয়েছেন 2 উইকেট।

18.5 ওভারে 145 রানে অলআউট হয়ে যায় মুম্বই ইন্ডিয়ান্স। 24 রানে ম্যাচ জিতে প্লে-অফের একেবারে কাছে পৌঁছে গেল কেকেআর। এদিন দুই দলের বোলারদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখেন ক্রিকেটপ্রেমীরা। আইপিএল যেখানে ব্যাটিং সর্বস্ব টুর্নামেন্ট হয়ে উঠেছে, সেখানে শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচে বোলারদের জাদু দেখা গেল। তাদের আগ্রাসনেই ম্যাচের ভাগ্যে অদল-বদল ঘটল। এই জয়ে পয়েন্ট টেবিলে রান রেটের বিচারে কেকেআরের স্কোর সবচেয়ে বেশি ৷ রাজস্থান রয়্যালসের পরই পার্পল ব্রিডেগরা 2 নম্বরে রয়েছে ৷ আর আইপিএল থেকে বিদায়ের মুখে ‘হার্দিক অ্যান্ড কোং’ ৷

আরও পড়ুন:

  1. আরবসাগরের তীরে আজ 'বাদশা' হয়ে উঠতে চান নাইটরা
  2. ভুবির শেষ বলে নাটকীয় জয় সানরাইজার্সের, রাজস্থানের বিজয়রথ থামাল হায়দরাবাদ
  3. চেন্নাইকেও 'বধ' পঞ্জাবের, সাত উইকেটে জিতে প্লে-অফের দৌড়ে হরপ্রীতরা

মুম্বই, 4 মে: এবারের কলকাতা আগের সব বারের থেকে আলাদা। তাতেই সম্মানরক্ষা হল বাদশা'র ৷ ওয়াংখেড়ে শাহরুখের দল দেখাল দাদাগিরি ৷ 2012 আইপিএলে এক বারই ওয়াংখেড়েতে মুম্বইয়ের বিরুদ্ধে সাফল্য পেয়েছিল নাইটরা। আর গতকাল, আরব সাগরের পারের স্টেডিয়ামে বড় রানে মুম্বইকে হারিয়ে প্লে-অফের দিকে আরও এক পা এগিয়ে গেলেন শ্রেয়স আইয়াররা। তবে, যাঁর জন্য এই জয় তা হল কলকাতা শিবিরের অজি তারকা মিচেল স্টার্ক ৷ তাঁর পারফরম্যান্স নিয়ে এত সমালোচনার জবাব দিলেন মুম্বই বাহিনীর 4 উইকেট নিয়ে ৷ গ্যালারি থেকে স্বামীর এই প্রত্যাবর্তন দেখলেন স্ত্রী তথা অজি অধিনায়ক অ্যালিসা হিলি ৷

গতকালের কলকাতার এই 24 রানে জয়ে প্লে-অফের দিকে আরও এক পা এগিয়ে গেলেন শ্রেয়স আইয়াররা। অন্যদিকে, এবারের আইপিএল থেকে বিদায়ের ঘণ্টা প্রায় নিশ্চিত হার্দিকের মুম্বইয়ের। টস জিতে শুক্রবার প্রথমে বল করার সিদ্ধান্ত নেন হার্দিক পান্ডিয়া। সেই সিদ্ধান্ত কাজে লাগে। 169 রানে কলকাতাকে বেঁধে ফেলে জসপ্রীত বুমরারা ৷ কলকাতার ভেঙ্কটেশ আইয়ার 70 রানের অনবদ্য ইনিংস খেলেন ৷ 42 রান করেন মনীশ পাণ্ডে ৷ তাঁরা ছাড়া কেকেআর-এর কেউই এদিন ব্যাট হাতে দাগ কাটতে পারেননি।

পালটা রান তাড়া করতে মুম্বইয়ের একমাত্র সূর্যকুমারের ব্যাট চলে ৷ 56 রান করে আউট হন তিনি ৷ আর 24 রান করে টিম ডেভিড ৷ বাকি টপ থেকে মিডল ও টেল-এন্ডার ব্যাটারের ব্যক্তিগত সর্বোচ্চ অবদান 13 রান ৷ কলকাতার হয়ে এদিন সফল বোলার নিঃসন্দেহে স্টার্ক। 3.5 ওভারে 33 রান দিয়ে 4 উইকেট তুলে নেন তিনি। 4 ওভার বল করে 22 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তী। 4 ওভারে 22 রান দিয়ে 2টি উইকেট নিয়েছেন নারিনও। 30 রান দিয়ে রাসেলও নিয়েছেন 2 উইকেট।

18.5 ওভারে 145 রানে অলআউট হয়ে যায় মুম্বই ইন্ডিয়ান্স। 24 রানে ম্যাচ জিতে প্লে-অফের একেবারে কাছে পৌঁছে গেল কেকেআর। এদিন দুই দলের বোলারদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখেন ক্রিকেটপ্রেমীরা। আইপিএল যেখানে ব্যাটিং সর্বস্ব টুর্নামেন্ট হয়ে উঠেছে, সেখানে শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচে বোলারদের জাদু দেখা গেল। তাদের আগ্রাসনেই ম্যাচের ভাগ্যে অদল-বদল ঘটল। এই জয়ে পয়েন্ট টেবিলে রান রেটের বিচারে কেকেআরের স্কোর সবচেয়ে বেশি ৷ রাজস্থান রয়্যালসের পরই পার্পল ব্রিডেগরা 2 নম্বরে রয়েছে ৷ আর আইপিএল থেকে বিদায়ের মুখে ‘হার্দিক অ্যান্ড কোং’ ৷

আরও পড়ুন:

  1. আরবসাগরের তীরে আজ 'বাদশা' হয়ে উঠতে চান নাইটরা
  2. ভুবির শেষ বলে নাটকীয় জয় সানরাইজার্সের, রাজস্থানের বিজয়রথ থামাল হায়দরাবাদ
  3. চেন্নাইকেও 'বধ' পঞ্জাবের, সাত উইকেটে জিতে প্লে-অফের দৌড়ে হরপ্রীতরা
Last Updated : May 4, 2024, 7:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.