আমেদাবাদ, 21 মে: আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএলের প্রথম কোয়ালিফায়ার মঙ্গলবার ৷ যেখানে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ৷ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ারের পাশাপাশি আগামিকাল অনুষ্ঠিত হবে এলিমিনেটর-ও এরপর আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল হবে চেন্নাইয়ে। 17 বারের মধ্যে এই নিয়ে অষ্টমবার প্লে-অফের যোগ্যতা অর্জন করেছে কলকাতা নাইট রাইডার্স। তারমধ্যে দু'বার চ্যাম্পিয়ন হয় এবং একবার রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে নাইট শিবিরকে। মোতেরায় আজ হায়দরাবাদের সূর্য ডোবাতে পারলে 2021 পর ফের কোটিপতি লিগের ফাইনাল খেলবে কেকেআর ৷
লিগ পর্বের 14টি ম্যাচ খেলে 20 পয়েন্ট নিয়ে শীর্ষে বেগুনি শিবির ৷ 17 পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে হায়দরাবাদ ৷ আইপিএলের নিয়ম অনুযায়ী প্রথম দুই দল কোয়ালিফায়ারে মুখোমুখি আজ ৷ তিন ও চারে থাকা দল অর্থাৎ রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এলিমিনেটর খেলবে আগামিকাল ৷ এই দুই দলের মধ্যে যারা হারবে তাদের এবারের মতো বিদায় নিতে হবে ৷ যে দল জিতবে তারা আজকের ম্যাচে বিজিত দলের সঙ্গে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে ৷ চলতি আইপিএলে একমাত্র সাক্ষাতে ইডেনে সানরাইজার্সকে হারিয়েছিল কেকেআর। আজ তার পুনরাবৃত্তি হলে কোয়ালিফায়ার-2 খেলতে হবে সানরাইজার্সকে। অন্যথায় দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে নাইটরা ৷
এখনও পর্যন্ত আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ ও কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হয়েছে 26 বার ৷ তার মধ্যে 16 বার ম্যাচ নিজেদের পকেটে পুরেছে কেকেআর ৷ অন্যদিকে, 9টি ম্যাচে কলকাতাকে হারিয়েছে নিজামের শহরের দল ৷ চলতি কোটিপতি লিগে একবারের সাক্ষাতে 4 রানে প্যাট কামিন্সদের হারিয়েছেন শ্রেয়সরা ৷ প্লে-অফে এই দুই দল 3 বার সামনাসামনি হয়েছে তাতে 1 বার ম্যাচ নিজেদের দখলে রেখেছে পার্পল ব্রিগেড ৷ 2 বার জয়ী হয়েছে অরেঞ্জ ব্রিগেড ৷ শেষবার 2018 কোয়ালিফায়ারে 14 রানে বাদশার দলকে হারিয়েছিল সানরাইজার্স ৷
আরও পড়ুন: