ETV Bharat / sports

গুয়াহাটিতে বৃষ্টি কাঁটা, ভেজা মাঠে কেকেআর-রাজস্থান ম্যাচের টস হতে দেরি - IPL 2024

RR vs KKR: চলতি আইপিএলের লিগ পর্বের শেষ ম্যাচ হতে চলেছে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে ৷ তবে সেখানে মেঘের ঘনঘটায় নির্ধারিত সময়ে শুরু হয়নি টস ৷ দুইদলের প্লে-অফে পৌঁছনো নিয়ে কোনও চিন্তা নেই ৷ আবার এই ম্যাচ কেকেআর জিতলে বা হারলে তাদের অবস্থান বদলাবে না ৷ তাই পয়েন্ট টেবিলের টপাররা আজ নিশ্চিন্ত ৷ অন্যদিকে, রাজস্থানরা আজ জিতলে হায়দবাদকে ফের তিন নম্বরে পাঠিয়ে আগামী 21 তারিখ শ্রেয়সদের সামনে সঞ্জুরা ৷

RR vs KKR
কেকেআর-রাজস্থান ম্যাচের টস হতে দেরি (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এক্স হ্যান্ডেল)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 19, 2024, 8:00 PM IST

Updated : May 19, 2024, 10:26 PM IST

গুয়াহাটি, 19 মে: বৃষ্টিতে টস শুরু হতে দেরি হচ্ছে ৷ পার্পল ব্রিগেডের সামনে আজ বর্ষাপাড়ায় পিঙ্ক ব্রিগেড ৷ এই ম্যাচে জিতুক বা হারুক, কলকাতা থাকবে এক নম্বরেই। রাজস্থানকে জিতলে দু'ম্বরে উঠবে ৷ তাহলে আগামী 21 তারিখ গুজরাতের মোতেরায় আজকের ম্যাচের পুনরাবৃত্তি হবে ৷ মানে আবারও মুখোমুখি হবে কলকাতা এবং রাজস্থান। বৃষ্টি শুরু হতেই এদিন ক্রিকেটাররা ওয়ার্ম-আপ থেকে সাজঘরে ফিরে গেলেন ৷ একঘণ্টা অপেক্ষা করার পরও বরুণ দেব এইভাবে যদি বর্ষাপাড়ায় থাবা বসান তাহলে ওভার সংখ্য়া কমিয়ে আনা হবে ৷

আর বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে দুই পয়েন্ট ভাগ হয়ে যাবে দু'দলের কাছে ৷ সেক্ষেত্রে কলকাতা 20 নম্বর হয়ে ফার্স্ট বয় হয়েই থাকবে ৷ অন্যদিকে, এখন দু'নম্বরে থাকা হায়দরাবাদের পয়েন্ট 17 ৷ সেই পরিস্থিতিতে রাজস্থানের স্কোরও হবে 17 ৷ তবে নেট রান রেটে যেহেতু হায়দবাবাদ এগিয়ে তাই আগামী 21 তারিখ গুজরাতের মোতেরায় কলকাতার সঙ্গে নিজামের শহরের দল খেলবে ৷ ঘরের মাঠে নিজেদের শেষ ম্যাচে খেলতে নেমে বৃষ্টির মোকাবিলা করতে হয়েছিল ৷ সেদিন ইডেনে দীর্ঘক্ষণ বৃষ্টির ফলে দেরি করে টস শুরু হয় ৷ 20 ওভারের পরিবর্তে 16 ওভার খেলা হয় ৷ যদিও সেই ম্যাচে দারুণ পারফরম্যান্স করে জিতে গিয়েছিল কেকেআর ৷

পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছে গিয়েছিল নাইট ব্রিগেড ৷ গুজরাত টাইটান্সের ম্যাচেও বরুণ দেব ভর করেন ৷ আমেদাবাদে আয়োজিত ম্যাচে বৃষ্টি কাঁটা ধরায় ৷ একটিও বল খেলা হয়নি ৷ শেষ পর্যন্ত ম্যাচ থেকে এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে। তবে এই এক পয়েন্ট নিয়েই চলতি আইপিএলের প্রথম দল হিসাবে প্লে-অফে ওঠে কেকেআর।

আরও পড়ুন:

  1. জয়ে ধারা বজায় রাখার লক্ষ্যে নাইটরা, সঞ্জুদের নজরে দ্বিতীয় স্থান
  2. পঞ্জাবকে ধরাশায়ী করে দু'নম্বর পাকা হায়দরাবাদের, জায়গা ধরে রাখতে নজর রাজস্থানের দিকে
  3. গোপনীয়তা নেই, ব্যক্তিগত মুহূর্ত ক্যামেরাবন্দি; স্টার স্পোর্টসকে তুলোধনা রোহিতের

গুয়াহাটি, 19 মে: বৃষ্টিতে টস শুরু হতে দেরি হচ্ছে ৷ পার্পল ব্রিগেডের সামনে আজ বর্ষাপাড়ায় পিঙ্ক ব্রিগেড ৷ এই ম্যাচে জিতুক বা হারুক, কলকাতা থাকবে এক নম্বরেই। রাজস্থানকে জিতলে দু'ম্বরে উঠবে ৷ তাহলে আগামী 21 তারিখ গুজরাতের মোতেরায় আজকের ম্যাচের পুনরাবৃত্তি হবে ৷ মানে আবারও মুখোমুখি হবে কলকাতা এবং রাজস্থান। বৃষ্টি শুরু হতেই এদিন ক্রিকেটাররা ওয়ার্ম-আপ থেকে সাজঘরে ফিরে গেলেন ৷ একঘণ্টা অপেক্ষা করার পরও বরুণ দেব এইভাবে যদি বর্ষাপাড়ায় থাবা বসান তাহলে ওভার সংখ্য়া কমিয়ে আনা হবে ৷

আর বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে দুই পয়েন্ট ভাগ হয়ে যাবে দু'দলের কাছে ৷ সেক্ষেত্রে কলকাতা 20 নম্বর হয়ে ফার্স্ট বয় হয়েই থাকবে ৷ অন্যদিকে, এখন দু'নম্বরে থাকা হায়দরাবাদের পয়েন্ট 17 ৷ সেই পরিস্থিতিতে রাজস্থানের স্কোরও হবে 17 ৷ তবে নেট রান রেটে যেহেতু হায়দবাবাদ এগিয়ে তাই আগামী 21 তারিখ গুজরাতের মোতেরায় কলকাতার সঙ্গে নিজামের শহরের দল খেলবে ৷ ঘরের মাঠে নিজেদের শেষ ম্যাচে খেলতে নেমে বৃষ্টির মোকাবিলা করতে হয়েছিল ৷ সেদিন ইডেনে দীর্ঘক্ষণ বৃষ্টির ফলে দেরি করে টস শুরু হয় ৷ 20 ওভারের পরিবর্তে 16 ওভার খেলা হয় ৷ যদিও সেই ম্যাচে দারুণ পারফরম্যান্স করে জিতে গিয়েছিল কেকেআর ৷

পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছে গিয়েছিল নাইট ব্রিগেড ৷ গুজরাত টাইটান্সের ম্যাচেও বরুণ দেব ভর করেন ৷ আমেদাবাদে আয়োজিত ম্যাচে বৃষ্টি কাঁটা ধরায় ৷ একটিও বল খেলা হয়নি ৷ শেষ পর্যন্ত ম্যাচ থেকে এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে। তবে এই এক পয়েন্ট নিয়েই চলতি আইপিএলের প্রথম দল হিসাবে প্লে-অফে ওঠে কেকেআর।

আরও পড়ুন:

  1. জয়ে ধারা বজায় রাখার লক্ষ্যে নাইটরা, সঞ্জুদের নজরে দ্বিতীয় স্থান
  2. পঞ্জাবকে ধরাশায়ী করে দু'নম্বর পাকা হায়দরাবাদের, জায়গা ধরে রাখতে নজর রাজস্থানের দিকে
  3. গোপনীয়তা নেই, ব্যক্তিগত মুহূর্ত ক্যামেরাবন্দি; স্টার স্পোর্টসকে তুলোধনা রোহিতের
Last Updated : May 19, 2024, 10:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.