ETV Bharat / sports

বৃষ্টিস্নাত ইডেনে ওভারসংখ্যা কমে 16, টস জিতে নাইটদের ব্যাটিংয়ে পাঠাল মুম্বই - IPL 2024 - IPL 2024

IPL 2024: বৃষ্টিস্নাত ইডেনে কলকাতা বনাম মুম্বই ম্যাচে ওভার সংখ্যা কমে হল 16 ৷ নির্ধারিত সময়ের দু'ঘণ্টা পর অনুষ্ঠিত হল ৷ যদি টসভাগ্য সঙ্গ দিল না নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ারকে ৷ নীতীশ রানা প্রথমবারের জন্য সুযোগ পেলেন একাদশে ৷

IPL 2024
বৃষ্টিস্নাত ইডেনে কলকাতা-মুম্বই (আইপিএল-টুইটার)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 11, 2024, 9:14 PM IST

Updated : May 11, 2024, 9:37 PM IST

কলকাতা, 11 মে: আশঙ্কার কালো মেঘ সরিয়ে শেষমেশ শনিবাসরীয় ইডেনে অনুষ্ঠিত হল টস ৷ বৃষ্টি ধুয়ে যাওয়া ক্রিকেটের নন্দনকাননে এদিন একসময় যেখানে ম্যাচ হওয়া নিয়েই সংশয় দেখা দিয়েছিল, সেখানে শেষ পর্যন্ত ওভার সংখ্যা কমে হল 16 ৷ নির্ধারিত সময়ের দু'ঘণ্টা পর অনুষ্ঠিত হল ৷ যদিও টসভাগ্য সঙ্গ দিল না নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ারের ৷ টস জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নিলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া ৷

জিতলেই প্রথম দু'য়ে থেকে নিশ্চিত প্লে-অফ ৷ এমতাবস্থায় নাইটদের প্লে-অফ এবং নাইটদের মাঝে অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি ৷ এদিন দুপুর থেকে মহানগরের বুকে অবিরাম বারিধারার জেরে নাইটদের প্লে-অফ নিশ্চিতের বিষয়টি দীর্ঘায়িত হবে বলে আশঙ্কাও দানা বাঁধে অনুরাগীদের মনে ৷ কিন্তু আশঙ্কা দূর করে সন্ধে 8টা 40 মিনিট নাগাদ ম্যাচ অফিসিয়ালরা জানিয়ে দেন 16 ওভারের ম্যাচ অনুষ্ঠিত হবে ইডেনে ৷

দলে একটি পরিবর্তন করে এদিন ঘরের মাঠে মুম্বই যুদ্ধে নামল কেকেআর ৷ অঙ্গকৃশ রঘুবংশীর পরিবর্তে চলতি মরশুমে প্রথমবার একাদশে এলেন গতবারের অধিনায়ক নীতীশ রানা ৷ শ্রেয়স আইয়ারের অনুপস্থিতিতে গত মরশুমে নাইটদের নেতৃত্বের ব্যাটন ছিল নীতীশের কাঁধেই ৷ অন্যদিকে, মুম্বই একাদশ যদিও অপরিবর্তিত ৷ টস হেরে শ্রেয়স আইয়ার জানান, জিতলে তিনিও রান তাড়ার পথেই হাঁটতেন ৷ তবে ম্যাচে শেষে প্লে-অফের যোগ্যতা অর্জন করাটাই তাঁর কাছে আসল বলে জানান 'দিল্লি বয়' ৷

একনজরে নাইট একাদশ: সল্ট (উইকেটরক্ষক), নারিন, নীতীশ, শ্রেয়স (অধিনায়ক), ভেঙ্কটেশ, রাসেল, রিঙ্কু, রমনদীপ, স্টার্ক, বরুণ এবং হর্ষিত ৷

আরও পড়ুন:

  1. ইডেনে মুম্বই 'বধ' করে প্লে-অফের টিকিট পেতে মরিয়া নাইটরা
  2. মুম্বই ছাড়ছেন রোহিত ! নায়ারের সঙ্গে কথোপকথনের ভিডিয়ো মুছল কেকেআর

কলকাতা, 11 মে: আশঙ্কার কালো মেঘ সরিয়ে শেষমেশ শনিবাসরীয় ইডেনে অনুষ্ঠিত হল টস ৷ বৃষ্টি ধুয়ে যাওয়া ক্রিকেটের নন্দনকাননে এদিন একসময় যেখানে ম্যাচ হওয়া নিয়েই সংশয় দেখা দিয়েছিল, সেখানে শেষ পর্যন্ত ওভার সংখ্যা কমে হল 16 ৷ নির্ধারিত সময়ের দু'ঘণ্টা পর অনুষ্ঠিত হল ৷ যদিও টসভাগ্য সঙ্গ দিল না নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ারের ৷ টস জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নিলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া ৷

জিতলেই প্রথম দু'য়ে থেকে নিশ্চিত প্লে-অফ ৷ এমতাবস্থায় নাইটদের প্লে-অফ এবং নাইটদের মাঝে অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি ৷ এদিন দুপুর থেকে মহানগরের বুকে অবিরাম বারিধারার জেরে নাইটদের প্লে-অফ নিশ্চিতের বিষয়টি দীর্ঘায়িত হবে বলে আশঙ্কাও দানা বাঁধে অনুরাগীদের মনে ৷ কিন্তু আশঙ্কা দূর করে সন্ধে 8টা 40 মিনিট নাগাদ ম্যাচ অফিসিয়ালরা জানিয়ে দেন 16 ওভারের ম্যাচ অনুষ্ঠিত হবে ইডেনে ৷

দলে একটি পরিবর্তন করে এদিন ঘরের মাঠে মুম্বই যুদ্ধে নামল কেকেআর ৷ অঙ্গকৃশ রঘুবংশীর পরিবর্তে চলতি মরশুমে প্রথমবার একাদশে এলেন গতবারের অধিনায়ক নীতীশ রানা ৷ শ্রেয়স আইয়ারের অনুপস্থিতিতে গত মরশুমে নাইটদের নেতৃত্বের ব্যাটন ছিল নীতীশের কাঁধেই ৷ অন্যদিকে, মুম্বই একাদশ যদিও অপরিবর্তিত ৷ টস হেরে শ্রেয়স আইয়ার জানান, জিতলে তিনিও রান তাড়ার পথেই হাঁটতেন ৷ তবে ম্যাচে শেষে প্লে-অফের যোগ্যতা অর্জন করাটাই তাঁর কাছে আসল বলে জানান 'দিল্লি বয়' ৷

একনজরে নাইট একাদশ: সল্ট (উইকেটরক্ষক), নারিন, নীতীশ, শ্রেয়স (অধিনায়ক), ভেঙ্কটেশ, রাসেল, রিঙ্কু, রমনদীপ, স্টার্ক, বরুণ এবং হর্ষিত ৷

আরও পড়ুন:

  1. ইডেনে মুম্বই 'বধ' করে প্লে-অফের টিকিট পেতে মরিয়া নাইটরা
  2. মুম্বই ছাড়ছেন রোহিত ! নায়ারের সঙ্গে কথোপকথনের ভিডিয়ো মুছল কেকেআর
Last Updated : May 11, 2024, 9:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.