কলকাতা, 28 এপ্রিল: দুষ্মন্ত চামিরা কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে অভিষেক হলেও দাগ কাটতে ব্যর্থ। পঞ্জাব কিংসের বিরুদ্ধে তার বল কাজে আসেনি । ফলে অবস্থা সামাল দিতে ফের অস্ট্রেলিয়ার বাঁ-হাতি পেসার মিচেল স্টার্কে আস্থা রাখতে চলেছে নাইটরা। দলের ফিল্ডিং কোচ রায়ান টেন দুশখাটে বলেছেন অজি পেসারের চোট অনেকটাই ঠিক হওয়ার পথে। তাই সোমবারের দিল্লি ক্যাপিট্যালসের বিরুদ্ধে তিনি ফিরতেও পারেন। তবে এই ব্যাপারে সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। রবিবারের অনুশীলন এবং সোমবার পরিস্থিতি দেখে নেওয়া হবে।
ইডেনে 260 প্লাস রান করার পরেও জয় অধরা হয়েছে নাইট শিবিরের। সাজঘরে কেকেআর হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত হতাশ ক্রিকেটারদের উদ্বুদ্ধ করতে ম্যাচের শেষে বক্তব্য রাখেন। যার সারমর্ম হল পঞ্জাবের বিরুদ্ধে হারে দলের বিশেষ দোষ নেই। কারণ তাঁরা নিজেদের সেরাটা নিংড়ে দিয়েছিলেন। কিন্তু প্রতিপক্ষ শিবিবের কোনও ব্যক্তিবিশেষের নৈপুণ্যে হার মানতে হয়েছে। তবে এই হারে সব শেষ হয়নি। এখনও অনেক পথ বাকি। ঘুরে দাঁড়ানোর সুযোগ যথেষ্ট রয়েছে। কেকেআর কর্ণধার শাহরুখ খান পঞ্জাব ম্যাচ শেষ হওয়ার আগেই ইডেন ছেড়েছিলেন।
রাজস্থানের বিরুদ্ধে হারের পরে সাজঘরে গিয়ে নাইটদের উদ্বুদ্ধ করেছিলেন। বৃহস্পতিবার সেই পথ তিনি মাড়াননি। শনিবার নাইটরা অবশ্য নিজেদের হোটেলেই বন্ধ রাখেন। জিম এবং পুল সেশন ছাড়া তারা কিছুই করেনি। রবিবার নিজেদের ঝালিয়ে নিয়ে সোমবার জয়ের সরণিতে ফেরার চেষ্টা করবেন। এদিকে ইডেনের পিচকে কাঠগড়ায় তুলছে একাংশ। তাদের মতে, এই পিচ শুধুই ব্যাটিং প্যারাডাইস । 500-র বেশির রান ওঠার পিচে বোলারদের কিছুই করার ছিল না।
অন্যপক্ষ, পিচ নয় বোলারদের পারফরম্যান্সকেই দায়ী করছে । উদাহরণ হিসেবে সুনীল নারিনের বোলিং পরিসংখ্যানকে সামনে তুলে ধরছে । জনি বেয়ারস্টোর ব্যাটিং ঝড়ে সুনীল 4 ওভারে 24 রান দিয়ে মস্তানি দেখিয়েছেন। শুধু বল হাতে নয়, ব্যাট হাতেও নারিন সকলের আদর্শ। তাই নারিন মন্ত্রে দলের সকলে সাফল্যের রাস্তা খুঁজছেন। এদিকে, রবিবার দুপুরে শহরে পা-দিচ্ছে দিল্লি ক্যাপিট্যালস। প্র্যাকটিস করবে না। তবে সৌরভ গঙ্গোপাধ্যায় বিকেলে ইডেনে আসবেন বলে শোনা যাচ্ছে। চেনা ইডেনে নাইট গড় থেকে জয় ছিনিয়ে নেওয়ার সেরা অস্ত্র তো সৌরভই।
আরও পড়ুন: