ETV Bharat / sports

বিশ্রামে স্টার্ক-হর্ষিত, চেন্নাইয়ে আইপিএল ফাইনালের প্রস্তুতি শুরু নাইটদের - IPL 2024 - IPL 2024

KKR in IPL Final 2024: শেষ 2014 সালে আইপিএল ট্রফির স্বাদ পেয়েছিল কলকাতা নাইট রাইডার্স ৷ তার আগে 2012'তে প্রথম জয়ী হয় পার্পল ব্রিগেড ৷ 2021 -এ ফাইনালে উঠেও রানার-আপ হয়ে সন্তুষ্ট হতে হয়েছিল ৷ আগামী রবিবার আইপিএল 2024-এর মেগা ফাইনাল। এবারের আইপিএলের প্রথম ফাইনালিস্ট কেকেআর। বুধবার নাইটরা চেন্নাইয়ে পৌঁছে গিয়েছে। প্রস্তুতিও জোরকদমে ৷ এবার তৃতীয় ট্রফি পেতে মরিয়া রাইডার্স। তার জন্যই তৈরি হচ্ছেন আন্দ্রে রাসেল, সুনীল নারিনরা ৷

KKR in IPL Final 2024
নাইট শিবির (কলকাতা নাইট রাইডার্স এক্স হ্যান্ডেল)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 24, 2024, 8:54 AM IST

কলকাতা, 24 মে: আইপিএল ফাইনালের প্রস্তুতিতে নেমে পড়ল কলকাতা নাইট রাইডার্স। প্রথম কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দরাবাদকে দুমড়ে দেওয়ার পর আনন্দ করলেও তা কখনই লাগামছাড়া হয়নি। প্রত্যেকেই বুঝেছে ট্রফি না-ফিরিয়ে নিয়ে যেতে পারলে এই ভালো পারফরম্যান্সের কোনও দাম থাকবে না। তাই প্রস্তুতিতে যাতে খামতি না-থাকে সেই জন্যই বুধবার চেন্নাই পৌঁছনোর 24 ঘণ্টা পরেই অনুশীলনে নেমে পড়লেন নাইট খেলোয়াড়রা ৷

ফাইনালে প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ কিংবা রাজস্থান রয়্যালসের মধ্যে যেকোনও একটি দল। কারণ দ্বিতীয় কোয়ালিফায়ারে এই দুই দলের দ্বৈরথে যে জিতবে তারাই ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ। আন্দ্রে রাসেল ইতিমধ্যেই বলেছেন, ফাইনালে যারাই আসবে তারা ভালো দল ভেবেই খেলতে নামবে। ক্যারিবিয়ান অলরাউন্ডারের কথাই কেকেআর সাজঘরের রিংটোন। চিপকে ফাইনালের প্রস্তুতিতে প্রথম দিন নেমেই নাইটরা ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই বাড়তি পরিশ্রম করল।

আরও পড়ুন: নাইটদের তাতাতে রবিবার চিপকে কি থাকবেন শাহরুখ! জানিয়ে দিলেন জুহি

তবে বৃহস্পতিবারের অনুশীলনে মিচেল স্টার্ক এবং হর্ষিত রানা যোগ দেননি। ওয়ার্ক লোড ম্যানেজমেন্টের কথা মাথায় রেখেই দুই পেসারকে ছুটি দেওয়া হয়েছিল। বাকিরা সকলেই নিজেদের ঝালিয়ে নিতে ব্যস্ত ছিলেন। প্র্যাকটিসে রহমানুল্লাহ গুরবাজকে ব্যাটিংয়ে বাড়তি সময় দিতে দেখা গিয়েছে। আসলে প্রথম কোয়ালিফায়ারে খেলতে নেমেই দলের অনায়াস জয়ে তাঁর 24 রান গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। ফাইনালে নিজেকে ছাপিয়ে যেতেই ব্যাটিংয়ে বাড়তি শান আফগান উইকেটরক্ষক ব্যাটারের।

প্রথমবার (2012) আইপিএল ট্রফি জয়ের বছরে মানবিন্দার বিসলা স্বল্প সুযোগে ফাইনালের নায়ক হয়েছিলেন। গুরবাজের মধ্যে সেই ছায়া দেখছেন অনেকেই। আজ, শুক্রবার জিম সেশন ছাড়া কোনও প্র্যাকটিস নেই নাইটদের। ফাইনালের আগে ফুরফুরে থেকে ট্রফি ফেরানোর লক্ষ্যে শারীরিক ও মানসিকভাবে চাঙ্গা থাকতে চাইছে কেকেআর।

আরও পড়ুন:

  1. মায়ের অসুস্থতা ভুলে দলের জয়ে গুরবাজ, স্টার্কের বিস্ময় বলের ঘোর অব্যাহত
  2. অবশেষে সফল আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার, অজি সতীর্থের 'পিঠ' দেখতে পেরে খুশি স্টার্ক

কলকাতা, 24 মে: আইপিএল ফাইনালের প্রস্তুতিতে নেমে পড়ল কলকাতা নাইট রাইডার্স। প্রথম কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দরাবাদকে দুমড়ে দেওয়ার পর আনন্দ করলেও তা কখনই লাগামছাড়া হয়নি। প্রত্যেকেই বুঝেছে ট্রফি না-ফিরিয়ে নিয়ে যেতে পারলে এই ভালো পারফরম্যান্সের কোনও দাম থাকবে না। তাই প্রস্তুতিতে যাতে খামতি না-থাকে সেই জন্যই বুধবার চেন্নাই পৌঁছনোর 24 ঘণ্টা পরেই অনুশীলনে নেমে পড়লেন নাইট খেলোয়াড়রা ৷

ফাইনালে প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ কিংবা রাজস্থান রয়্যালসের মধ্যে যেকোনও একটি দল। কারণ দ্বিতীয় কোয়ালিফায়ারে এই দুই দলের দ্বৈরথে যে জিতবে তারাই ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ। আন্দ্রে রাসেল ইতিমধ্যেই বলেছেন, ফাইনালে যারাই আসবে তারা ভালো দল ভেবেই খেলতে নামবে। ক্যারিবিয়ান অলরাউন্ডারের কথাই কেকেআর সাজঘরের রিংটোন। চিপকে ফাইনালের প্রস্তুতিতে প্রথম দিন নেমেই নাইটরা ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই বাড়তি পরিশ্রম করল।

আরও পড়ুন: নাইটদের তাতাতে রবিবার চিপকে কি থাকবেন শাহরুখ! জানিয়ে দিলেন জুহি

তবে বৃহস্পতিবারের অনুশীলনে মিচেল স্টার্ক এবং হর্ষিত রানা যোগ দেননি। ওয়ার্ক লোড ম্যানেজমেন্টের কথা মাথায় রেখেই দুই পেসারকে ছুটি দেওয়া হয়েছিল। বাকিরা সকলেই নিজেদের ঝালিয়ে নিতে ব্যস্ত ছিলেন। প্র্যাকটিসে রহমানুল্লাহ গুরবাজকে ব্যাটিংয়ে বাড়তি সময় দিতে দেখা গিয়েছে। আসলে প্রথম কোয়ালিফায়ারে খেলতে নেমেই দলের অনায়াস জয়ে তাঁর 24 রান গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। ফাইনালে নিজেকে ছাপিয়ে যেতেই ব্যাটিংয়ে বাড়তি শান আফগান উইকেটরক্ষক ব্যাটারের।

প্রথমবার (2012) আইপিএল ট্রফি জয়ের বছরে মানবিন্দার বিসলা স্বল্প সুযোগে ফাইনালের নায়ক হয়েছিলেন। গুরবাজের মধ্যে সেই ছায়া দেখছেন অনেকেই। আজ, শুক্রবার জিম সেশন ছাড়া কোনও প্র্যাকটিস নেই নাইটদের। ফাইনালের আগে ফুরফুরে থেকে ট্রফি ফেরানোর লক্ষ্যে শারীরিক ও মানসিকভাবে চাঙ্গা থাকতে চাইছে কেকেআর।

আরও পড়ুন:

  1. মায়ের অসুস্থতা ভুলে দলের জয়ে গুরবাজ, স্টার্কের বিস্ময় বলের ঘোর অব্যাহত
  2. অবশেষে সফল আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার, অজি সতীর্থের 'পিঠ' দেখতে পেরে খুশি স্টার্ক
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.