ETV Bharat / sports

বেনারসে দিনভর পুণ্যার্জন নাইটদের, বৃষ্টি বিড়ম্বনা কাটিয়ে শহরে ফিরল কেকেআর - KKR returns Kolkata - KKR RETURNS KOLKATA

Kolkata Knight Riders returns Kolkata: কলকাতায় ফিরল কেকেআর ৷ সোমবার থেকে দু'দুবার নাইটদের বিমান ঘুরিয়ে দেওয়া হয় ৷ তারা প্রথমে গুয়াহাটি এবং পরে বারাণসী চলে যায় ৷ মঙ্গলবার বিকেলে কলকাতায় ফিরেছে কেকে আর ৷

KKR visits Varanasi
বারাণসীতে কেকেআরের সদস্যরা (কেকেআরের এক্স হ্যান্ডেল থেকে গৃহীত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 8, 2024, 7:51 AM IST

কলকাতা, 8 মে: বৃষ্টি বিড়ম্বনায় তীর্থ করা হয়ে গেল নাইটদের ৷ সোমবার সন্ধ্যার বৃষ্টিতে কলকাতায় ফিরতে দেরি হয় ৷ প্রতিকূল আবহাওয়ার কারণে নাইটদের চাটার্ড বিমান কলকাতায় অবতরণের অনুমতি না পেয়ে চলে গিয়েছিল গুয়াহাটি ৷ এদিকে সোমবার রাতে কলকাতায় প্রবল ঝড়-বৃষ্টি হয়েছে ৷ অসমের গুয়াহাটি থেকে ফের রাত এগারোটায় যাত্রা করে বিমান ৷ আবারও বিপত্তির মুখে পড়ে নাইটরা ৷ এবারও প্রতিকূল আবহাওয়ার জন্যে ফের কলকাতায় অবতরণ করা সম্ভব হয়ে ওঠেনি ৷ ফলে নাইটদের বিমানের মুখ ঘুরিয়ে বারাণসীতে নিয়ে যাওয়া হয় ৷

রাত তিনটের সময় বারাণসীতে নির্বিঘ্নে নেমে মঙ্গলবার প্রায় সারাটাদিন নাইটরা সেখানে কাটায় ৷ তারপর মঙ্গলের বিকেলে কলকাতায় ফিরে আসে ৷ তবে বারাণসীতে পৌঁছে পুরো দল হোটেল বন্দি ছিল না ৷ অনুকূল রায়, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, চেতন শাকারিয়া, মনীশ পাণ্ডের মতো ক্রিকেটাররা কাশী বিশ্বনাথ মন্দিরের পুজো দেন ৷ এর সঙ্গে বারাণসীর বিখ্যাত গঙ্গার ঘাটগুলির ঘুরে দেখেন ৷ নৌকা বিহার করতেও দেখা যায় কেকেআর ক্রিকেটারদের ৷

ফলে বৃষ্টি বিঘ্নতায় কলকাতায় ফেরা বিলম্ব হলেও নাইটদের তীর্থ করা নির্বিঘ্নেই হয়েছে ৷ এবং তাঁরা তা যথেষ্ট উপভোগ করেছেন ৷ কেকেআর-এর পরের খেলা 11 মে, শনিবার ৷ প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স ৷ জয়ের হ্যাটট্রিক করে প্লে অফে প্রায় প্রবেশ করে ফেলেছে কেকেআর ৷ টানা খেলার ঝক্কি সামলে সম্ভবত বৃহস্পতিবার থেকে অনুশীলনে নামবে নাইটরা ৷ তবে খেলার কয়েকদিন আগে নাইট কোচ-ক্রিকেটারদের মন্দির দর্শন নতুন নয় ৷ এর আগে ইডেনে খেলার আগের দিন গৌতম গম্ভীর, ভেঙ্কটেশ আইয়াররা কালীঘাট মন্দিরে পুজো দিয়ে এসেছেন ৷ এবার হঠাৎ সুযোগ পেয়ে কাশী বিশ্বনাথ মন্দির এবং বেনারসের গঙ্গায় নাইটরা ৷ হয়তো দৈবিক কৃপালাভের আশায় ৷

আরও পড়ুন:

  1. স্বস্তির বৃষ্টিতে অস্বস্তিতে কেকেআর, বিমান বিভ্রাটে গুয়াহাটি-বারাণসী ঘুরে ডেরায় ফিরছে নাইটরা
  2. নারিন-গম্ভীর রসায়নেই লুকিয়ে অপ্রতিরোধ্য কেকেআরের সাফল্য

কলকাতা, 8 মে: বৃষ্টি বিড়ম্বনায় তীর্থ করা হয়ে গেল নাইটদের ৷ সোমবার সন্ধ্যার বৃষ্টিতে কলকাতায় ফিরতে দেরি হয় ৷ প্রতিকূল আবহাওয়ার কারণে নাইটদের চাটার্ড বিমান কলকাতায় অবতরণের অনুমতি না পেয়ে চলে গিয়েছিল গুয়াহাটি ৷ এদিকে সোমবার রাতে কলকাতায় প্রবল ঝড়-বৃষ্টি হয়েছে ৷ অসমের গুয়াহাটি থেকে ফের রাত এগারোটায় যাত্রা করে বিমান ৷ আবারও বিপত্তির মুখে পড়ে নাইটরা ৷ এবারও প্রতিকূল আবহাওয়ার জন্যে ফের কলকাতায় অবতরণ করা সম্ভব হয়ে ওঠেনি ৷ ফলে নাইটদের বিমানের মুখ ঘুরিয়ে বারাণসীতে নিয়ে যাওয়া হয় ৷

রাত তিনটের সময় বারাণসীতে নির্বিঘ্নে নেমে মঙ্গলবার প্রায় সারাটাদিন নাইটরা সেখানে কাটায় ৷ তারপর মঙ্গলের বিকেলে কলকাতায় ফিরে আসে ৷ তবে বারাণসীতে পৌঁছে পুরো দল হোটেল বন্দি ছিল না ৷ অনুকূল রায়, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, চেতন শাকারিয়া, মনীশ পাণ্ডের মতো ক্রিকেটাররা কাশী বিশ্বনাথ মন্দিরের পুজো দেন ৷ এর সঙ্গে বারাণসীর বিখ্যাত গঙ্গার ঘাটগুলির ঘুরে দেখেন ৷ নৌকা বিহার করতেও দেখা যায় কেকেআর ক্রিকেটারদের ৷

ফলে বৃষ্টি বিঘ্নতায় কলকাতায় ফেরা বিলম্ব হলেও নাইটদের তীর্থ করা নির্বিঘ্নেই হয়েছে ৷ এবং তাঁরা তা যথেষ্ট উপভোগ করেছেন ৷ কেকেআর-এর পরের খেলা 11 মে, শনিবার ৷ প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স ৷ জয়ের হ্যাটট্রিক করে প্লে অফে প্রায় প্রবেশ করে ফেলেছে কেকেআর ৷ টানা খেলার ঝক্কি সামলে সম্ভবত বৃহস্পতিবার থেকে অনুশীলনে নামবে নাইটরা ৷ তবে খেলার কয়েকদিন আগে নাইট কোচ-ক্রিকেটারদের মন্দির দর্শন নতুন নয় ৷ এর আগে ইডেনে খেলার আগের দিন গৌতম গম্ভীর, ভেঙ্কটেশ আইয়াররা কালীঘাট মন্দিরে পুজো দিয়ে এসেছেন ৷ এবার হঠাৎ সুযোগ পেয়ে কাশী বিশ্বনাথ মন্দির এবং বেনারসের গঙ্গায় নাইটরা ৷ হয়তো দৈবিক কৃপালাভের আশায় ৷

আরও পড়ুন:

  1. স্বস্তির বৃষ্টিতে অস্বস্তিতে কেকেআর, বিমান বিভ্রাটে গুয়াহাটি-বারাণসী ঘুরে ডেরায় ফিরছে নাইটরা
  2. নারিন-গম্ভীর রসায়নেই লুকিয়ে অপ্রতিরোধ্য কেকেআরের সাফল্য
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.