ETV Bharat / sports

হায়দরাবাদে কামিন্স-হেড থাকলেও কলকাতাকেই এগিয়ে রাখছেন অজিদের বিশ্বকাপজয়ী তারকা - IPL 2024 Final - IPL 2024 FINAL

KKR vs SRH in IPL 2024 Final: রবিবার চিপক স্টেডিয়ামে নামবে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদ ৷ দুই অজি তারকা প্যাট কামিন্স ও ট্রাভিস হেডের ভরসায় ট্রফি জয়ের অঙ্ক কষছে সানরাইজার্স ৷ যদিও নাইটদেরই এগিয়ে রাখলেন ক্যাঙারুদের বিশ্বকাপজয়ী ব্যাটার ৷

Etv Bharat
প্যাট কামিন্স ও ট্রাভিস হেডই ভরসা সানরাইজার্সের (ইটিভি ভারত)
author img

By PTI

Published : May 25, 2024, 10:44 PM IST

চেন্নাই, 25 মে: ক্রিকেট বিশ্বের প্রচলিত প্রবাদ হল, বড় মঞ্চে অজিরা সবসময়েই ভয়ংকর ৷ হায়দরাবাদকে শুধু বিশ্বজয়ী অধিনায়ক প্যাট কামিন্স নেতৃত্ব দিচ্ছেন না, ব্যাটিং লাইন-আপের দায়িত্ব সামলাচ্ছেন বিশ্বকাপ ফাইনালের নায়ক ট্রাভিস হেড ৷ যদিও রবিবাসরীয় সন্ধ্যায় মেরিনার তীরে মহারণের আগে কলকাতাকেই এগিয়ে রাখছেন প্রাক্তন অজি বিশ্বকাপজয়ী তারকা ৷

কলকাতার স্পিনারদের জন্যই নাইটদের এগিয়ে রাখছেন ম্যাথু হেডেন ৷ কলকাতাকে ফেভারিট বলছেন কেভিন পিটারসেনও ৷ আইপিএল সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসে হেডেন বলেন, ‘‘আমি আত্মবিশ্বাসী যে কেকেআর জিতবে ৷ কারণ সানরাইজার্স হায়দরাবাদের শক্তি ও দুর্বলতাগুলি কী, কেকেআর তা জানে ৷ লিগ পর্যায় শুধু না, প্রথম কোয়ালিফায়ারেও সানরাইজার্সকে কেকেআর হারিয়েছিল ৷ ফলে মানসিকভাবেও এগিয়ে আছে নাইটরা ৷ সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তীর স্পিন পার্থক্য তৈরি করবে ।’’

আরও পড়ুন

কেভিন পিটারসেনও এগিয়ে রাখছেন কলকাতাকে ৷ থ্রি লায়ন্সের প্রাক্তন তারকা বলছেন, টস গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়াবে ৷ যদিও কেকেআরের ইতিবাচক মানসিকতা তাদের এগিয়ে রাখবে ৷ তিনি বলেন, ‘‘সানরাইজার্সের জন্য উঠে আসা সত্যিই কঠিন হতে চলেছে ৷ যদিও পরপর দুটি মরশুমে এসএ20 (দক্ষিণ আফ্রিকার ক্রিকেট লিগ) জিতেছে সানরাইজার্স ইস্টার্ন কেপ ৷ দুটি মরশুমে অনরিখ ক্লাসেন ও এইডেন মার্করাম দুরন্ত খেলেছিলেন ৷ ফলে কীভাবে জিততে হয়, তা এই ফ্র্যাঞ্চাইজি জানে ৷’’

যদিও ব্যাটারের মধ্যে সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ারের ব্যাটিং ফর্ম কেকেআরকে ভরসা যোগাচ্ছে ৷ শেষ ম্যাচে অধিনায়ক শ্রেয়স আইয়ারের অপরাজিত 50 আরও জমাট করেছে ব্যাটিং লাইন-আপকে ৷ স্পিনার বরুণ চক্রবর্তী এবং নারিন প্রতি ম্যাচেই বিপক্ষ ব্যাটারদের নাস্তানাবুদ করছেন ৷ ফলে মেগা ম্যাচে দুই প্রাক্তনীর বাজি কলকাতাই ৷

আরও পড়ুন

চেন্নাই, 25 মে: ক্রিকেট বিশ্বের প্রচলিত প্রবাদ হল, বড় মঞ্চে অজিরা সবসময়েই ভয়ংকর ৷ হায়দরাবাদকে শুধু বিশ্বজয়ী অধিনায়ক প্যাট কামিন্স নেতৃত্ব দিচ্ছেন না, ব্যাটিং লাইন-আপের দায়িত্ব সামলাচ্ছেন বিশ্বকাপ ফাইনালের নায়ক ট্রাভিস হেড ৷ যদিও রবিবাসরীয় সন্ধ্যায় মেরিনার তীরে মহারণের আগে কলকাতাকেই এগিয়ে রাখছেন প্রাক্তন অজি বিশ্বকাপজয়ী তারকা ৷

কলকাতার স্পিনারদের জন্যই নাইটদের এগিয়ে রাখছেন ম্যাথু হেডেন ৷ কলকাতাকে ফেভারিট বলছেন কেভিন পিটারসেনও ৷ আইপিএল সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসে হেডেন বলেন, ‘‘আমি আত্মবিশ্বাসী যে কেকেআর জিতবে ৷ কারণ সানরাইজার্স হায়দরাবাদের শক্তি ও দুর্বলতাগুলি কী, কেকেআর তা জানে ৷ লিগ পর্যায় শুধু না, প্রথম কোয়ালিফায়ারেও সানরাইজার্সকে কেকেআর হারিয়েছিল ৷ ফলে মানসিকভাবেও এগিয়ে আছে নাইটরা ৷ সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তীর স্পিন পার্থক্য তৈরি করবে ।’’

আরও পড়ুন

কেভিন পিটারসেনও এগিয়ে রাখছেন কলকাতাকে ৷ থ্রি লায়ন্সের প্রাক্তন তারকা বলছেন, টস গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়াবে ৷ যদিও কেকেআরের ইতিবাচক মানসিকতা তাদের এগিয়ে রাখবে ৷ তিনি বলেন, ‘‘সানরাইজার্সের জন্য উঠে আসা সত্যিই কঠিন হতে চলেছে ৷ যদিও পরপর দুটি মরশুমে এসএ20 (দক্ষিণ আফ্রিকার ক্রিকেট লিগ) জিতেছে সানরাইজার্স ইস্টার্ন কেপ ৷ দুটি মরশুমে অনরিখ ক্লাসেন ও এইডেন মার্করাম দুরন্ত খেলেছিলেন ৷ ফলে কীভাবে জিততে হয়, তা এই ফ্র্যাঞ্চাইজি জানে ৷’’

যদিও ব্যাটারের মধ্যে সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ারের ব্যাটিং ফর্ম কেকেআরকে ভরসা যোগাচ্ছে ৷ শেষ ম্যাচে অধিনায়ক শ্রেয়স আইয়ারের অপরাজিত 50 আরও জমাট করেছে ব্যাটিং লাইন-আপকে ৷ স্পিনার বরুণ চক্রবর্তী এবং নারিন প্রতি ম্যাচেই বিপক্ষ ব্যাটারদের নাস্তানাবুদ করছেন ৷ ফলে মেগা ম্যাচে দুই প্রাক্তনীর বাজি কলকাতাই ৷

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.