ETV Bharat / sports

খেলা দেখার বড় শখ ! হাজার মানুষের ভিড় ঠেলে বাবার কাঁধে চড়ে ইডেনে বিক্রম - KKR Specially Abled Fan - KKR SPECIALLY ABLED FAN

Fan of Watching Sports: খেলা দেখতে বিক্রম বড় ভালোবাসে ৷ তাপপ্রবাহ উপেক্ষা করেও ছেলের ইচ্ছেপূরণে সামিল হয়েছেন বাবা ৷ ছেলেরও কষ্ট নেই ৷ অসুস্থ হয়েও মনের জোরে আজ ইডেনে বিক্রম ৷

KKR super fan Bikram Ghatak
বাবার পিঠে চড়ে ইডেনে বিক্রম
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 22, 2024, 6:42 PM IST

Updated : Apr 23, 2024, 8:57 AM IST

বাবার পিঠে চড়ে ইডেনে বিক্রম

কলকাতা, 22 এপ্রিল: হাজার ষাটেক দর্শকের ভিড়ে বিক্রম স্বতন্ত্র । কল্যাণীর বি ব্লকে বাড়ি । বয়স 26 । শারীরিক অসুস্থতার জন্য স্নাতক স্তরে উঠে পড়াশোনা ছাড়তে হয়েছে । জন্ম থেকে বিক্রম স্প্যাসটিক । দুটো পায়ে দাঁড়ানোর ক্ষমতা নেই । কথা জড়ানো । কিন্তু মনের জোর অসীম । ক্রীড়াপ্রেমী যুবকটি খেলা দেখতে ভালোবাসে । তাই যুবভারতী ক্রীড়াঙ্গন হোক বা ইডেন উদ্যান, বাবা বিপ্লব ঘটকের পিঠে চেপে বিক্রম হাজির হয় ।

কল্যাণী থেকে ধর্মতলা । প্রথমে ট্রেন তারপর মেট্রোতে চেপে বিক্রম, বিপ্লব এবং অনিন্দিতার ইডেন অভিযান । অনিন্দিতা সম্পর্কে বিক্রমের মামাতো বোন । দাদার খেলা দেখার নেশায় বছর একুশের মেয়েটি শরিক হয়েছে ।

দক্ষিণবঙ্গ জুড়ে এখন তাপপ্রবাহের সতর্কতা । এর মধ্যে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর খেলা দেখতে উপচে পড়া দর্শকের ভিড় । তারই মধ্যে বিক্রম পা মিলিয়ে চলে । শহিদ মিনারের গাছতলায় পৌঁছে বিপ্লব ঘটক ছেলেকে নামালেন । ছেলের আবদার মেনে পড়িয়ে দিলেন কলকাতা নাইট রাইডার্সের বেগুনি সোনালি জার্সি । জার্সির পিছনে নম্বর 35 । নাম লেখা রিঙ্কু সিংয়ের । তুমি কি রিঙ্কু সিংয়ের ফ্যান ? জড়ানো গলায় বিক্রমের উত্তর,"ছোটবেলা থেকে আমি খেলা দেখতে ভালোবাসি । ক্রিকেটে আমি সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভক্ত । তিনি তো অবসর নিয়েছেন । ফুটবলে আমি আর্জেন্টিনার লিওনেল মেসির ভক্ত । গত বছর ক্রিকেট বিশ্বকাপে চারটে ম্যাচ দেখেছিলাম । কেকেআর আগের ম্যাচটা যেটা দুপুরে হয়েছিল সেটাতে এসেছিলাম । কষ্ট হয় না আমার ।"

ছেলের কথার রেশ ধরে বাবা বিপ্লব ঘটক বলেন,"আমি ওকে নিয়ে আসি । অনেকে তো বাবার পরিচয়ে পরিচিত হয় আমি আমার ছেলের পরিচয়ে পরিচিত । আমার ছেলে বিক্রম খেলা দেখতে ভালোবাসে । কল্যাণী হোক বা যুবভারতী ক্রীড়াঙ্গন কিংবা ইডেন উদ্যান, আমি ওকে নিয়ে আসি । এখনও পর্যন্ত ফুটবল ও ক্রিকেট মিলিয়ে মোট 60টা খেলা দেখেছে । লক্ষ্য 101টা ম্যাচ দেখার । লর্ডসে গিয়ে ম্যাচ দেখার ইচ্ছে রয়েছে ওর । জানি না পূরণ হবে কি না ।"

পেশায় স্কুল শিক্ষক বিপ্লববাবু জানান, ছেলের খেলা দেখার খরচ তাঁকে বহন করতে হয় না । সারাবছর আত্মীয় স্বজনরা যে যা টাকা দেয় তা জমিয়ে রেখে দেয় । তারপর খেলা দেখার টিকিট যোগাড় করার জন্য তাড়া দিতে থাকে । অনলাইনে টিকিট কাটার পাশাপাশি 500 টাকার টিকিট কখনও কালোবাজারে তিন হাজার টাকা দিয়েও কাটতে হয়েছে ৷

খেলা শুরু হতেই হাজার পায়ের ভিড়ে চার নম্বর গেট দিয়ে গ্যালারির উদ্দেশ্যে চলে বিক্রম । ছেলের ইচ্ছেপূরণে বাবার অক্লান্ত পথ চলা মিশে যায় হাজার পায়ের ভিড়ে ।

আরও পড়ুন :

  1. 'তুমি আসল হিরো, অনুপ্রেরণা'; জম্মু ও কাশ্মীরে প্যারা-ক্রিকেটার আমিরের সাক্ষাতে সচিন
  2. 'স্বপ্ন সত্যি', চিপকে সেলফি তুলে খবরের শিরোনামে 'বিরাট' ভক্ত
  3. কোহলির সঙ্গেই জন্মদিন, 30 হাজারে টিকিট কিনে 'বিরাট' খেলায় ইডেনে দম্পতি

বাবার পিঠে চড়ে ইডেনে বিক্রম

কলকাতা, 22 এপ্রিল: হাজার ষাটেক দর্শকের ভিড়ে বিক্রম স্বতন্ত্র । কল্যাণীর বি ব্লকে বাড়ি । বয়স 26 । শারীরিক অসুস্থতার জন্য স্নাতক স্তরে উঠে পড়াশোনা ছাড়তে হয়েছে । জন্ম থেকে বিক্রম স্প্যাসটিক । দুটো পায়ে দাঁড়ানোর ক্ষমতা নেই । কথা জড়ানো । কিন্তু মনের জোর অসীম । ক্রীড়াপ্রেমী যুবকটি খেলা দেখতে ভালোবাসে । তাই যুবভারতী ক্রীড়াঙ্গন হোক বা ইডেন উদ্যান, বাবা বিপ্লব ঘটকের পিঠে চেপে বিক্রম হাজির হয় ।

কল্যাণী থেকে ধর্মতলা । প্রথমে ট্রেন তারপর মেট্রোতে চেপে বিক্রম, বিপ্লব এবং অনিন্দিতার ইডেন অভিযান । অনিন্দিতা সম্পর্কে বিক্রমের মামাতো বোন । দাদার খেলা দেখার নেশায় বছর একুশের মেয়েটি শরিক হয়েছে ।

দক্ষিণবঙ্গ জুড়ে এখন তাপপ্রবাহের সতর্কতা । এর মধ্যে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর খেলা দেখতে উপচে পড়া দর্শকের ভিড় । তারই মধ্যে বিক্রম পা মিলিয়ে চলে । শহিদ মিনারের গাছতলায় পৌঁছে বিপ্লব ঘটক ছেলেকে নামালেন । ছেলের আবদার মেনে পড়িয়ে দিলেন কলকাতা নাইট রাইডার্সের বেগুনি সোনালি জার্সি । জার্সির পিছনে নম্বর 35 । নাম লেখা রিঙ্কু সিংয়ের । তুমি কি রিঙ্কু সিংয়ের ফ্যান ? জড়ানো গলায় বিক্রমের উত্তর,"ছোটবেলা থেকে আমি খেলা দেখতে ভালোবাসি । ক্রিকেটে আমি সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভক্ত । তিনি তো অবসর নিয়েছেন । ফুটবলে আমি আর্জেন্টিনার লিওনেল মেসির ভক্ত । গত বছর ক্রিকেট বিশ্বকাপে চারটে ম্যাচ দেখেছিলাম । কেকেআর আগের ম্যাচটা যেটা দুপুরে হয়েছিল সেটাতে এসেছিলাম । কষ্ট হয় না আমার ।"

ছেলের কথার রেশ ধরে বাবা বিপ্লব ঘটক বলেন,"আমি ওকে নিয়ে আসি । অনেকে তো বাবার পরিচয়ে পরিচিত হয় আমি আমার ছেলের পরিচয়ে পরিচিত । আমার ছেলে বিক্রম খেলা দেখতে ভালোবাসে । কল্যাণী হোক বা যুবভারতী ক্রীড়াঙ্গন কিংবা ইডেন উদ্যান, আমি ওকে নিয়ে আসি । এখনও পর্যন্ত ফুটবল ও ক্রিকেট মিলিয়ে মোট 60টা খেলা দেখেছে । লক্ষ্য 101টা ম্যাচ দেখার । লর্ডসে গিয়ে ম্যাচ দেখার ইচ্ছে রয়েছে ওর । জানি না পূরণ হবে কি না ।"

পেশায় স্কুল শিক্ষক বিপ্লববাবু জানান, ছেলের খেলা দেখার খরচ তাঁকে বহন করতে হয় না । সারাবছর আত্মীয় স্বজনরা যে যা টাকা দেয় তা জমিয়ে রেখে দেয় । তারপর খেলা দেখার টিকিট যোগাড় করার জন্য তাড়া দিতে থাকে । অনলাইনে টিকিট কাটার পাশাপাশি 500 টাকার টিকিট কখনও কালোবাজারে তিন হাজার টাকা দিয়েও কাটতে হয়েছে ৷

খেলা শুরু হতেই হাজার পায়ের ভিড়ে চার নম্বর গেট দিয়ে গ্যালারির উদ্দেশ্যে চলে বিক্রম । ছেলের ইচ্ছেপূরণে বাবার অক্লান্ত পথ চলা মিশে যায় হাজার পায়ের ভিড়ে ।

আরও পড়ুন :

  1. 'তুমি আসল হিরো, অনুপ্রেরণা'; জম্মু ও কাশ্মীরে প্যারা-ক্রিকেটার আমিরের সাক্ষাতে সচিন
  2. 'স্বপ্ন সত্যি', চিপকে সেলফি তুলে খবরের শিরোনামে 'বিরাট' ভক্ত
  3. কোহলির সঙ্গেই জন্মদিন, 30 হাজারে টিকিট কিনে 'বিরাট' খেলায় ইডেনে দম্পতি
Last Updated : Apr 23, 2024, 8:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.