ETV Bharat / sports

দুই দিল্লি বয়ের হাত ধরেই স্বপ্নপূরণ নাইটদের - KKR Win IPL 2024 - KKR WIN IPL 2024

KKR Win IPL 2024: সানরাইজার্স হায়দরাবাদকে 8 উইকেটে হারিয়ে তৃতীয় বার আইপিএল ট্রফি ঘরে তুলল কলকাতা নাইট রাইডার্স ৷ চিপকে সপ্তদশ আইপিএল ফাইনালে হায়দরাবাদের সূর্যাস্তে এক দশক পর ফের ট্রফি জয়ের স্বাদ পেয়েছে কেকেআর ৷ এই জয়ে দলের প্রতিটি ক্রিকেটারকে দরাজ সার্টিফিকেট দিলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার ৷

KKR Win IPL 2024
আইপিএল ট্রফি শ্রেয়স আইয়ার (ছবি- শ্রেয়স আইয়ারের এক্স হ্যান্ডেল)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 27, 2024, 2:11 PM IST

Updated : May 27, 2024, 4:31 PM IST

চেন্নাই, 27 মে: রবিবার কলকাতা নাইট রাইডার্স তাদের তৃতীয় আইপিএল শিরোপা জিতেছে ৷ চ্যাম্পিয়নের শিরোপা মাথায় নিয়ে অধিনায়ক শ্রেয়স আইয়ার জানালেন, তাদের দল পুরো মরশুমে 'অজেয়' ছিল ৷ উল্লেখ্য, রবিবার চিপকে সপ্তদশ আইপিএল ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিংয়ের উপর রীতিমতো রোড-রোলার চালিয়েছেন নাইট বোলাররা ৷ একতরফা ম্যাচে হায়দরাবাদকে হেলায় হারিয়ে তৃতীয় খেতাব ঘরে তুলল কেকেআর ৷

ট্রফি জয়ের স্বাদ পেয়ে নাইট অধিনায়ক বলেন, "একেবারে দাপুটে জয় ৷ আমরা পুরো সিজনে যে ক্রিকেটটা খেলেছি, তা অজেয় ছিল ৷ এই মুহূর্তে আমাদের কাছে উদযাপন করার মতো অনেক কিছু রয়েছে ৷ আর এটাই আমরা দল এবং দলের প্রত্যেক ক্রিকেটারের কাছ থেকে চেয়েছিলাম ৷ তাঁরা সবাই নিজেদের ভূমিকা সঠিকভাবে পালন করেছে ৷ সঠিক সময়ে নিজেদের মেলে ধরেছেন ৷ এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয় ৷ এটা খুব শান্তির ৷ আমাদের আজকের পারফর্ম্যান্সে শুরু থেকে শেষ পর্যন্ত কোনও খামতি ছিল না ৷ এবার আমি নিজের আবেগ প্রকাশ করার আর ভাষা পাচ্ছি না ৷"

আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনাল, ট্রাভিস হেড ও বৈভবের বিষাক্ত ডেলিভারি

2012 ও 2014 আইপিএলের পর ফের খেতাব জয় নাইটদের ৷ প্রথম দু'বার গৌতম গম্ভীরের নেতৃত্বে ট্রফি জয়ের স্বাদ পেয়েছিল কেকেআর ৷ আর এবার সেই গম্ভীরের মেন্টরশিপে ফের খেতাব ঘরে তুলল কলকাতা ৷ এক দশকের ট্রফির খরা কাটাতে এবার তাদের দু'বারের চ্যাম্পিয়ন ক্যাপ্টেন গম্ভীরের হাতেই নাইট-শিপের মাস্তল তুলে দিয়েছিলেন কিং খান ৷ তার ফলও মিলেছে হাতেনাতে ৷ শুরু থেকে শেষ ধারাবাহিক পারফরম্যান্সে চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর ৷

দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন শ্রেয়স ৷ টুর্নামেন্টে রান তাড়া করতে নেমে প্রতি ম্যাচে নট-আউট থেকেছেন তিনি ৷ যা অধিনায়ক হিসেবে তাঁর সাফল্যের অন্যতম উদারহণ ৷ গম্ভীরের পর আর এক 'দিল্লি বয়'-এর হাত ধরেই ট্রফি এল নাইটদের ঘরে ৷ আইপিএল জয়ের আনন্দে মেতে রয়েছেন শ্রেয়স ৷ তিনি বলেন, "আমরা সবাই যা চেয়েছিলাম তা হল, একে অপরকে সবসময় এগিয়ে নিয়ে যাব, সমর্থন করব ৷ সেখানে পরিস্থিতি যেমনই হোক না কেন! আর এই মুহূর্তে আমি আরও বেশি করে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে চাই ৷"

আরও পড়ুন: চিপকে ফিরল একযুগ আগের রাত, 10 বছর পর ফের আইপিএল সেরা কেকেআর

চেন্নাই, 27 মে: রবিবার কলকাতা নাইট রাইডার্স তাদের তৃতীয় আইপিএল শিরোপা জিতেছে ৷ চ্যাম্পিয়নের শিরোপা মাথায় নিয়ে অধিনায়ক শ্রেয়স আইয়ার জানালেন, তাদের দল পুরো মরশুমে 'অজেয়' ছিল ৷ উল্লেখ্য, রবিবার চিপকে সপ্তদশ আইপিএল ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিংয়ের উপর রীতিমতো রোড-রোলার চালিয়েছেন নাইট বোলাররা ৷ একতরফা ম্যাচে হায়দরাবাদকে হেলায় হারিয়ে তৃতীয় খেতাব ঘরে তুলল কেকেআর ৷

ট্রফি জয়ের স্বাদ পেয়ে নাইট অধিনায়ক বলেন, "একেবারে দাপুটে জয় ৷ আমরা পুরো সিজনে যে ক্রিকেটটা খেলেছি, তা অজেয় ছিল ৷ এই মুহূর্তে আমাদের কাছে উদযাপন করার মতো অনেক কিছু রয়েছে ৷ আর এটাই আমরা দল এবং দলের প্রত্যেক ক্রিকেটারের কাছ থেকে চেয়েছিলাম ৷ তাঁরা সবাই নিজেদের ভূমিকা সঠিকভাবে পালন করেছে ৷ সঠিক সময়ে নিজেদের মেলে ধরেছেন ৷ এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয় ৷ এটা খুব শান্তির ৷ আমাদের আজকের পারফর্ম্যান্সে শুরু থেকে শেষ পর্যন্ত কোনও খামতি ছিল না ৷ এবার আমি নিজের আবেগ প্রকাশ করার আর ভাষা পাচ্ছি না ৷"

আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনাল, ট্রাভিস হেড ও বৈভবের বিষাক্ত ডেলিভারি

2012 ও 2014 আইপিএলের পর ফের খেতাব জয় নাইটদের ৷ প্রথম দু'বার গৌতম গম্ভীরের নেতৃত্বে ট্রফি জয়ের স্বাদ পেয়েছিল কেকেআর ৷ আর এবার সেই গম্ভীরের মেন্টরশিপে ফের খেতাব ঘরে তুলল কলকাতা ৷ এক দশকের ট্রফির খরা কাটাতে এবার তাদের দু'বারের চ্যাম্পিয়ন ক্যাপ্টেন গম্ভীরের হাতেই নাইট-শিপের মাস্তল তুলে দিয়েছিলেন কিং খান ৷ তার ফলও মিলেছে হাতেনাতে ৷ শুরু থেকে শেষ ধারাবাহিক পারফরম্যান্সে চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর ৷

দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন শ্রেয়স ৷ টুর্নামেন্টে রান তাড়া করতে নেমে প্রতি ম্যাচে নট-আউট থেকেছেন তিনি ৷ যা অধিনায়ক হিসেবে তাঁর সাফল্যের অন্যতম উদারহণ ৷ গম্ভীরের পর আর এক 'দিল্লি বয়'-এর হাত ধরেই ট্রফি এল নাইটদের ঘরে ৷ আইপিএল জয়ের আনন্দে মেতে রয়েছেন শ্রেয়স ৷ তিনি বলেন, "আমরা সবাই যা চেয়েছিলাম তা হল, একে অপরকে সবসময় এগিয়ে নিয়ে যাব, সমর্থন করব ৷ সেখানে পরিস্থিতি যেমনই হোক না কেন! আর এই মুহূর্তে আমি আরও বেশি করে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে চাই ৷"

আরও পড়ুন: চিপকে ফিরল একযুগ আগের রাত, 10 বছর পর ফের আইপিএল সেরা কেকেআর

Last Updated : May 27, 2024, 4:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.