ETV Bharat / sports

স্টার্কের পাশে গম্ভীর, প্রতি-আক্রমণে লখনউ জয়ের বার্তা কেকেআর মেন্টরের - IPL 2024 - IPL 2024

IPL 2024: লখনউ সুপার জায়ান্টসকে তিনি যতটা চেনেন ৷ ততটাই লখনউ ডাগআউট তাঁকে চেনে ৷ তাই ঘরের মাঠে রবিবার বিকেলের ম্যাচে প্রতি-আক্রমণের কৌশল নিয়ে নামার কথা জানালেন গৌতম গম্ভীর ৷ সেইসঙ্গে প্রতি ম্যাচে দলকে উন্নতি করতে হবে বলেও উল্লেখ করলেন কেকেআর মেন্টর ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 14, 2024, 1:17 PM IST

কলকাতা, 14 এপ্রিল: মিচেল স্টার্কের পাশে দাঁড়ালেন কেকেআরের মেন্টর গৌতম গম্ভীর ৷ রবিবার বাংলা ক্যালেন্ডারের নতুন বছরের শুরু ৷ বছরের প্রথমদিন অনেকটা রেজোলিউশন নেওয়ার মতোই, কলকাতা নাইট রাইডার্সও জয়ে ফেরার প্রতিজ্ঞা নিচ্ছে ৷ প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস ৷ যে দলের কর্ণধার ভীষণভাবে কলকাতার ৷ ফলে কলকাতার দল হলেও রবিবার ইডেনে নাইট বনাম সুপার জায়ান্টসের ম্যাচ একভাবে কলকাতা বনাম কলকাতার দ্বৈরথ ৷

কেকেআর মেন্টর গত মরশুমে লখনউ ডাগ-আউটে ছিলেন ৷ এমনকি প্রিয় ইডেন গার্ডেন্স থেকে জয় ছিনিয়ে নিয়ে গিয়েছিলেন ৷ এবার ছবিটা ভিন্ন ৷ সময় বদলায়, ডাগআউট বদলায় ৷ কিন্তু, গৌতম গম্ভীর একই রয়ে যান ৷ তাঁর আগ্রাসী মনোভাব সাজঘরের পরিবেশ বদলে দেয় ৷ যেমন হতোদ্যম হয়ে থাকা কেকেআর এবছর বদলে যাওয়া চরিত্রে পরিণত হয়েছে ৷ জয়ের হ্যাটট্রিকের পরে একটি হার দীর্ঘ টুর্নামেন্টে কোনও প্রভাব ফেলে না ৷ কিন্তু, তিনি গৌতম গম্ভীর ৷ কড়া হাতে রাশ ধরে দলকে জয়ের রাস্তায় ফেরাতে চান ৷

তাই সাংবাদিক সম্মেলনে প্রতিটি প্রশ্নের জবাব দিলেন বাপি বাড়ি যা ঢংয়ে ৷ দলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার মিচেল স্টার্ক সেভাবে প্রতিপক্ষের উপর প্রভাব ফেলতে ব্যর্থ ৷ কিন্তু, গৌতম গম্ভীর অজি স্পিডস্টারকে নিজস্ব ঢংয়ে আড়াল করলেন, পাশে দাঁড়ালেন ৷ তিনি বলেন, "মিচেল স্টার্ক ব্যর্থ আমি মনে করি না ৷ ওর পারফরম্যান্স নিয়ে আমরা চিন্তিত নই ৷ দল তো জিতছে ৷ দলের সাফল্য ব্যক্তিগত পারফরম্যান্সে নয়, দলগত সংহতির উপর নির্ভর করে ৷ ও খুবই অভিজ্ঞতা সম্পন্ন বোলার ৷ খুব শীঘ্রই ও নিজের জাত চেনাবে এবং ভালো পারফর্ম করবে ৷ ওর সাফল্য পাওয়া শুধু সময়ের অপেক্ষা ৷"

ঘরের মাঠে পরর পাঁচটি ম্যাচ ৷ হোম অ্যাডভান্টেজ নিয়ে প্লে-অফের জায়গা পাকা করাই যে লক্ষ্য, তা বলার অপেক্ষা রাখে না ৷ নিজের দলের ক্ষমতার উপর আস্থাশীল গম্ভীর জানিয়েছেন, "আমাদের দলে প্রচুর উন্নতি করতে হবে ৷ এই ধরনের প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে সফল হতে হলে ব্যাটিং, ফিল্ডিং, বোলিং তিন বিভাগেই উন্নতি প্রতিদিন করে যেতে হবে ৷ কোনও ম্যাচকে একদম নিখুঁত বলা যায় না ৷ অনেকে দিল্লি ক্যাপিট্যালসের ম্যাচকে নিখুঁত বলছেন ৷ আমি বলব ওই ম্যাচেও প্রচুর উন্নতির সুযোগ ছিল ৷ এভাবেই একটি পেশাদার দল নিজেদের ছাপিয়ে যাওয়ার চেষ্টা করে ৷"

লখনউ সুপার জায়ান্টসের নয়া স্পিড সেনসেশন মায়ঙ্ক যাদব চোট সমস্যায় রবিবারের ম্যাচে খেলবেন না ৷ তাঁর দ্রুত গতির বোলিং চলতি আইপিএলে প্রায় প্রতিটি দলকে সমস্যায় ফেলেছে ৷ ফলে তাঁর না-থাকা নিঃসন্দেহে নাইটদের স্বস্তি দেবে ৷ তবে, এই ভাবনাকে মাঠের বাইরে রাখতে চান কেকেআর মেন্টর ৷ এই প্রশ্নে তাঁর জবাব, "অবশ্যই না ৷ আপনি চ্যাম্পিয়ন দল হিসেবে মেলে ধরতে চাইলে কোনও একজন খেলোয়াড়কে নিয়ে চিন্তা করলে চলবে না ৷ আমাদের প্রতিআক্রমণ করতে জানতে হবে ৷ প্রতিপক্ষ তাদের মতো করে আক্রমণ করার চেষ্টা করবে ৷ তাদের জবাব দিতে হবে ৷ আমি নিজের জীবনেও এইভাবে ক্রিকেট খেলেছি ৷ আমরা জানি প্রতিপক্ষ সেরাটা দিয়ে আক্রমণ করবে ৷ আমাদেরও সেরাটা দিয়ে তাদের সামলাতে হবে ৷"

গত দুই মরশুমে লখনউ ডাগ আউটে বসে কেকেআরকে হারিয়ে ছিলেন ৷ এবার ভূমিকা এক থাকলেও গম্ভীরের দল বদল হয়েছে ৷ ফলে একটা দেখিয়ে দেওয়ার মানসিকতা কাজ করে ৷ গম্ভীর জানাচ্ছেন, তিনি যতটা এলএসজিকে জানেন, লখনউ ততটা তাঁকে চেনে ৷ কেকেআরের ড্রেসিংরুমে ফিরে দলের সিনিয়র ক্রিকেটারদের উপর যেমন আস্থা রাখছেন ৷ একইভাবে গম্ভীর জুনিয়র ক্রিকেটারদেরও সুযোগ দিচ্ছেন ৷ তাঁদের পাশে দাঁড়িয়ে নির্ভরতা দিচ্ছেন ৷ নিরাপত্তার আবহ পেয়ে জুনিয়র ক্রিকেটাররাও সেরাটা উজাড় করে দিচ্ছে ৷ গম্ভীর বলছেন, সুখী সাজঘরের আবহে সেরা হওয়ার রহস্য লুকিয়ে থাকে ৷

আরও পড়ুন:

  1. অনুশীলনে নেই স্টার্ক, রাহুলদের বিরুদ্ধে নামার আগে দলকে পেপটক গম্ভীরের
  2. রবির সন্ধ্যায় আইপিএলে 'এল-ক্লাসিকো', ওয়াংখেড়েতে ধোনি-রোহিত দ্বৈরথ
  3. মোহনবাগান আবেগ উসকে দিতে ইডেনে সবুজ-মেরুন জার্সিতে ‘রাহুল অ্যান্ড কোং’

কলকাতা, 14 এপ্রিল: মিচেল স্টার্কের পাশে দাঁড়ালেন কেকেআরের মেন্টর গৌতম গম্ভীর ৷ রবিবার বাংলা ক্যালেন্ডারের নতুন বছরের শুরু ৷ বছরের প্রথমদিন অনেকটা রেজোলিউশন নেওয়ার মতোই, কলকাতা নাইট রাইডার্সও জয়ে ফেরার প্রতিজ্ঞা নিচ্ছে ৷ প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস ৷ যে দলের কর্ণধার ভীষণভাবে কলকাতার ৷ ফলে কলকাতার দল হলেও রবিবার ইডেনে নাইট বনাম সুপার জায়ান্টসের ম্যাচ একভাবে কলকাতা বনাম কলকাতার দ্বৈরথ ৷

কেকেআর মেন্টর গত মরশুমে লখনউ ডাগ-আউটে ছিলেন ৷ এমনকি প্রিয় ইডেন গার্ডেন্স থেকে জয় ছিনিয়ে নিয়ে গিয়েছিলেন ৷ এবার ছবিটা ভিন্ন ৷ সময় বদলায়, ডাগআউট বদলায় ৷ কিন্তু, গৌতম গম্ভীর একই রয়ে যান ৷ তাঁর আগ্রাসী মনোভাব সাজঘরের পরিবেশ বদলে দেয় ৷ যেমন হতোদ্যম হয়ে থাকা কেকেআর এবছর বদলে যাওয়া চরিত্রে পরিণত হয়েছে ৷ জয়ের হ্যাটট্রিকের পরে একটি হার দীর্ঘ টুর্নামেন্টে কোনও প্রভাব ফেলে না ৷ কিন্তু, তিনি গৌতম গম্ভীর ৷ কড়া হাতে রাশ ধরে দলকে জয়ের রাস্তায় ফেরাতে চান ৷

তাই সাংবাদিক সম্মেলনে প্রতিটি প্রশ্নের জবাব দিলেন বাপি বাড়ি যা ঢংয়ে ৷ দলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার মিচেল স্টার্ক সেভাবে প্রতিপক্ষের উপর প্রভাব ফেলতে ব্যর্থ ৷ কিন্তু, গৌতম গম্ভীর অজি স্পিডস্টারকে নিজস্ব ঢংয়ে আড়াল করলেন, পাশে দাঁড়ালেন ৷ তিনি বলেন, "মিচেল স্টার্ক ব্যর্থ আমি মনে করি না ৷ ওর পারফরম্যান্স নিয়ে আমরা চিন্তিত নই ৷ দল তো জিতছে ৷ দলের সাফল্য ব্যক্তিগত পারফরম্যান্সে নয়, দলগত সংহতির উপর নির্ভর করে ৷ ও খুবই অভিজ্ঞতা সম্পন্ন বোলার ৷ খুব শীঘ্রই ও নিজের জাত চেনাবে এবং ভালো পারফর্ম করবে ৷ ওর সাফল্য পাওয়া শুধু সময়ের অপেক্ষা ৷"

ঘরের মাঠে পরর পাঁচটি ম্যাচ ৷ হোম অ্যাডভান্টেজ নিয়ে প্লে-অফের জায়গা পাকা করাই যে লক্ষ্য, তা বলার অপেক্ষা রাখে না ৷ নিজের দলের ক্ষমতার উপর আস্থাশীল গম্ভীর জানিয়েছেন, "আমাদের দলে প্রচুর উন্নতি করতে হবে ৷ এই ধরনের প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে সফল হতে হলে ব্যাটিং, ফিল্ডিং, বোলিং তিন বিভাগেই উন্নতি প্রতিদিন করে যেতে হবে ৷ কোনও ম্যাচকে একদম নিখুঁত বলা যায় না ৷ অনেকে দিল্লি ক্যাপিট্যালসের ম্যাচকে নিখুঁত বলছেন ৷ আমি বলব ওই ম্যাচেও প্রচুর উন্নতির সুযোগ ছিল ৷ এভাবেই একটি পেশাদার দল নিজেদের ছাপিয়ে যাওয়ার চেষ্টা করে ৷"

লখনউ সুপার জায়ান্টসের নয়া স্পিড সেনসেশন মায়ঙ্ক যাদব চোট সমস্যায় রবিবারের ম্যাচে খেলবেন না ৷ তাঁর দ্রুত গতির বোলিং চলতি আইপিএলে প্রায় প্রতিটি দলকে সমস্যায় ফেলেছে ৷ ফলে তাঁর না-থাকা নিঃসন্দেহে নাইটদের স্বস্তি দেবে ৷ তবে, এই ভাবনাকে মাঠের বাইরে রাখতে চান কেকেআর মেন্টর ৷ এই প্রশ্নে তাঁর জবাব, "অবশ্যই না ৷ আপনি চ্যাম্পিয়ন দল হিসেবে মেলে ধরতে চাইলে কোনও একজন খেলোয়াড়কে নিয়ে চিন্তা করলে চলবে না ৷ আমাদের প্রতিআক্রমণ করতে জানতে হবে ৷ প্রতিপক্ষ তাদের মতো করে আক্রমণ করার চেষ্টা করবে ৷ তাদের জবাব দিতে হবে ৷ আমি নিজের জীবনেও এইভাবে ক্রিকেট খেলেছি ৷ আমরা জানি প্রতিপক্ষ সেরাটা দিয়ে আক্রমণ করবে ৷ আমাদেরও সেরাটা দিয়ে তাদের সামলাতে হবে ৷"

গত দুই মরশুমে লখনউ ডাগ আউটে বসে কেকেআরকে হারিয়ে ছিলেন ৷ এবার ভূমিকা এক থাকলেও গম্ভীরের দল বদল হয়েছে ৷ ফলে একটা দেখিয়ে দেওয়ার মানসিকতা কাজ করে ৷ গম্ভীর জানাচ্ছেন, তিনি যতটা এলএসজিকে জানেন, লখনউ ততটা তাঁকে চেনে ৷ কেকেআরের ড্রেসিংরুমে ফিরে দলের সিনিয়র ক্রিকেটারদের উপর যেমন আস্থা রাখছেন ৷ একইভাবে গম্ভীর জুনিয়র ক্রিকেটারদেরও সুযোগ দিচ্ছেন ৷ তাঁদের পাশে দাঁড়িয়ে নির্ভরতা দিচ্ছেন ৷ নিরাপত্তার আবহ পেয়ে জুনিয়র ক্রিকেটাররাও সেরাটা উজাড় করে দিচ্ছে ৷ গম্ভীর বলছেন, সুখী সাজঘরের আবহে সেরা হওয়ার রহস্য লুকিয়ে থাকে ৷

আরও পড়ুন:

  1. অনুশীলনে নেই স্টার্ক, রাহুলদের বিরুদ্ধে নামার আগে দলকে পেপটক গম্ভীরের
  2. রবির সন্ধ্যায় আইপিএলে 'এল-ক্লাসিকো', ওয়াংখেড়েতে ধোনি-রোহিত দ্বৈরথ
  3. মোহনবাগান আবেগ উসকে দিতে ইডেনে সবুজ-মেরুন জার্সিতে ‘রাহুল অ্যান্ড কোং’
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.