গল, 27 সেপ্টেম্বর: নজির গড়েই চলেছেন কামিন্দু মেন্ডিস ৷ বৃহস্পতিবার শ্রীলঙ্কা বনাম নিউজিল্য়ান্ড ম্যাচের প্রথমদিন অর্ধশতরান করে গড়েছিলেন বিশ্বরেকর্ড ৷ শুক্রবার গল টেস্টের প্রথম ইনিংসে অপরাজিত শতরানের পথে ডন ব্র্য়াডম্যানের নজির স্পর্শ করলেন দ্বীপরাষ্ট্রের ব্য়াটার ৷
প্রয়াত কিংবদন্তি ডন ব্র্যাডম্যানের নজির ছুয়ে লাল বলের ক্রিকেটে তৃতীয় দ্রুততম ব্যাটার হিসেবে হাজার রান পূর্ণ করলেন মেন্ডিস ৷ টেস্ট ক্রিকেটে হাজার রান পূর্ণ করতে মাত্র 13 ইনিংস সময় নিলেন কামিন্দু ৷ একই নজির ছিল ডন ব্র্য়াডম্যানের ঝুলিতেও ৷ ম্যাচের নিরিখে শ্রীলঙ্কা ব্যাটারের নজির দ্বিতীয় দ্রুততম ৷
13টি টেস্ট ইনিংসে হাজার রান পূর্ণ করার নজির রয়েছে আরও একজনের ঝুলিতে ৷ তিনি প্রাক্তন ক্যারিবিয়ান ব্যাটার জর্জ হেডলি ৷ দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে শুক্রবার 182 রানে অপরাজিত থাকেন কামিন্দু ৷ এই ইনিংসের মাঝেই টেস্ট ক্রিকেটে তৃতীয় দ্রুততম হাজার রান পূর্ণ করা ব্যাটার বনে যান তিনি ৷ দ্রুততম হাজার রান পূর্ণ করার তালিকায় প্রথম দু'টি স্থানে রয়েছেন হারবার্ট সুটক্লিফ এবং এভার্টন উইকস ৷ দু'জনে যথাক্রমে 10 এবং 12টি ইনিংসে হাজার রানের ক্লাবে প্রবেশ করেছিলেন ৷
Kamindu Mendis joins an elite club! 💫
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) September 27, 2024
Reaching 1️⃣0️⃣0️⃣0️⃣ Test runs in just his 13th innings, he now shares this incredible feat with the legendary Don Bradman. 🤩
A phenomenal feat, making him the third-fastest ever and the quickest since 1949! What a star!#SLvNZ… pic.twitter.com/8vLBoKECs2
এর আগে বৃহস্পতিবার গলে অর্ধশতরান পূর্ণ করে বিশ্বরেকর্ড গড়েছিলেন বাঁ-হাতি সিংহলী ব্য়াটার ৷ অভিষেকের পর টানা আটটি ম্য়াচে অর্ধশতরানের নজির গড়েছিলেন কামিন্দু ৷ এই নজির গড়ার পথে পাকিস্তানের সাউদ শাকিলকে ছাপিয়ে গিয়েছিলেন তিনি ৷ এদিন ছুঁলেন ডন ব্র্যাডম্য়ানের নজির ৷ কামিন্দু ছাড়াও দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে শ্রীলঙ্কার হয়ে শতরান করলেন দীনেশ চান্ডিমল (116) ও কুশল মেন্ডিস (106*) ৷ তিন ব্যাটারের শতরানে ভর করে প্রথম ইনিংসে 602 রান তুলে ডিক্লেয়ার করে শ্রীলঙ্কা ৷