ETV Bharat / sports

অনন্য নজিরে রাবাদা, ছাপিয়ে গেলেন ওয়াকার-মার্শালের মত কিংবন্তিদের

মীরপুরে বিশ্বরেকর্ড গড়লেন কাগিসো রাবাদা ৷ প্রাক্তন পাক কিংবদন্তিকে ছাপিয়ে টেস্টে অনন্য নজির প্রোটিয়া পেসারের ৷ কী সেই রেকর্ড?

KAGISO RABADA MAKES WORLD RECORD
অনন্য নজির রাবাদার (ANI)
author img

By ETV Bharat Sports Team

Published : Oct 21, 2024, 8:03 PM IST

ঢাকা, 21 অক্টোবর: বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের প্রথমদিন মীরপুরে পড়ল 16টি উইকেট ৷ আর উইকেটের মেলায় টেস্ট ক্রিকেটে অনন্য নজির গড়ে ফেললেন কাগিসো রাবাদা ৷ ডেলিভারির নিরিখে টেস্ট ক্রিকেটে দ্রুততম 300 উইকেটের মালিক হলেন প্রোটিয়া পেসার ৷ আর অনন্য নজির গড়ার পথে রাবাদা এদিন ছাপিয়ে গেলেন ম্য়ালকম মার্শাল, অ্যালান ডোনাল্ড, ডেল স্টেইন, ওয়াকার ইউনিসদের ৷

শের-ই-বাংলা স্টেডিয়ামে এদিন প্রথম উইকেট নিতেই ইতিহাসে নাম তুলে ফেলেন রাবাদা ৷ উল্লেখযোগ্যভাবে দ্রুততম 300 উইকেটে নজির গড়ার পথে কৃষ্ণাঙ্গ এই পেসার পিছনে ফেললেন দুই স্বদেশীকে ৷ 300 টেস্ট উইকেট নেওয়ার পথে 11,817 ডেলিভারি খরচ করলেন কাগিসো রাবাদ ৷ তুলনায় অনেক পিছিয়ে দ্বিতীয়স্থানে থাকা প্রাক্তন পাক পেসার ওয়াকার ইউনিস (12,602) ৷ এরপর তৃতীয়, চতুর্থ ও পঞ্চমস্থানে রয়েছেন যথাক্রমে ডেল স্টেইন, অ্যালান ডোনাল্ড ও ম্যালকম মার্শাল ৷

ডোনাল্ড ও স্টেইনের পর তৃতীয় প্রোটিয়া বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে 300টি উইকেট নেওয়ার নজিরও এদিন জুড়ে গেল রাবাদার নামের সঙ্গে ৷ মীরপুর টেস্টের প্রথমদিন প্রোটিয়া জোরে বোলারের দুরন্ত স্পেল শেষ হয় 26 রানে তিন উইকেটে ৷ মুশফিকুর ছাড়াও উইকেটরক্ষক লিটন দাস ও নঈম হাসানকে এদিন প্যাভিলিয়নে ফেরান রাবাদা ৷ তিনি ছাড়াও তিনটি করে উইকেট নেন উইয়ান মুল্ডার ও কেশব মহারাজ ৷ প্রোটিয়া বোলারদের দাপটে প্রথম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র 106 রানে ৷

জবাবে দিনের শেষে দক্ষিণ আফ্রিকা যে খুব ভালো অবস্থায়, তেমনটা একদমই নয় ৷ বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামের পাঁচ উইকেটে দিনের শেষে ছয় উইকেট হারিয়ে 140 রান তুলেছে সফরকারী দল ৷ অর্থাৎ, প্রথম দিনের শেষে মাত্র 34 রানে এগিয়ে এইডেন মার্করামের দল ৷ ক্রিজে 18 রানে অপরাজিত কাইল ভেরেইনে ৷ 17 রানে ব্য়াট করছেন উইয়ান মুল্ডার ৷

ঢাকা, 21 অক্টোবর: বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের প্রথমদিন মীরপুরে পড়ল 16টি উইকেট ৷ আর উইকেটের মেলায় টেস্ট ক্রিকেটে অনন্য নজির গড়ে ফেললেন কাগিসো রাবাদা ৷ ডেলিভারির নিরিখে টেস্ট ক্রিকেটে দ্রুততম 300 উইকেটের মালিক হলেন প্রোটিয়া পেসার ৷ আর অনন্য নজির গড়ার পথে রাবাদা এদিন ছাপিয়ে গেলেন ম্য়ালকম মার্শাল, অ্যালান ডোনাল্ড, ডেল স্টেইন, ওয়াকার ইউনিসদের ৷

শের-ই-বাংলা স্টেডিয়ামে এদিন প্রথম উইকেট নিতেই ইতিহাসে নাম তুলে ফেলেন রাবাদা ৷ উল্লেখযোগ্যভাবে দ্রুততম 300 উইকেটে নজির গড়ার পথে কৃষ্ণাঙ্গ এই পেসার পিছনে ফেললেন দুই স্বদেশীকে ৷ 300 টেস্ট উইকেট নেওয়ার পথে 11,817 ডেলিভারি খরচ করলেন কাগিসো রাবাদ ৷ তুলনায় অনেক পিছিয়ে দ্বিতীয়স্থানে থাকা প্রাক্তন পাক পেসার ওয়াকার ইউনিস (12,602) ৷ এরপর তৃতীয়, চতুর্থ ও পঞ্চমস্থানে রয়েছেন যথাক্রমে ডেল স্টেইন, অ্যালান ডোনাল্ড ও ম্যালকম মার্শাল ৷

ডোনাল্ড ও স্টেইনের পর তৃতীয় প্রোটিয়া বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে 300টি উইকেট নেওয়ার নজিরও এদিন জুড়ে গেল রাবাদার নামের সঙ্গে ৷ মীরপুর টেস্টের প্রথমদিন প্রোটিয়া জোরে বোলারের দুরন্ত স্পেল শেষ হয় 26 রানে তিন উইকেটে ৷ মুশফিকুর ছাড়াও উইকেটরক্ষক লিটন দাস ও নঈম হাসানকে এদিন প্যাভিলিয়নে ফেরান রাবাদা ৷ তিনি ছাড়াও তিনটি করে উইকেট নেন উইয়ান মুল্ডার ও কেশব মহারাজ ৷ প্রোটিয়া বোলারদের দাপটে প্রথম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র 106 রানে ৷

জবাবে দিনের শেষে দক্ষিণ আফ্রিকা যে খুব ভালো অবস্থায়, তেমনটা একদমই নয় ৷ বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামের পাঁচ উইকেটে দিনের শেষে ছয় উইকেট হারিয়ে 140 রান তুলেছে সফরকারী দল ৷ অর্থাৎ, প্রথম দিনের শেষে মাত্র 34 রানে এগিয়ে এইডেন মার্করামের দল ৷ ক্রিজে 18 রানে অপরাজিত কাইল ভেরেইনে ৷ 17 রানে ব্য়াট করছেন উইয়ান মুল্ডার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.