কলকাতা, 17 ফেব্রুয়ারি: মোহনবাগানে খেলার সময় ইডেনের জিম ব্যবহার করতে আসতেন জোসে ব়্যামিরেজ ব্যারেটো ৷ কিন্তু, কোনও দিন সিএবি-র ভিতরে ঢোকার সুযোগ হয়নি ময়দানের সবুজ তোতার ৷ শুক্রবার সন্ধেয় অবশেষে সিএবির ভিতরে ঢোকার সুযোগ হল ব্যারেটোর ৷ সিএবি-র সংগ্রহশালা ঘুরে দেখলেন তিনি ৷ সৌরভ গঙ্গোপাধ্যায়ের লর্ডসের গ্যালারিতে জার্সি খুলে ওড়ানোর ছবি ও নিচে রাখা সেই জার্সিও খুটিয়ে দেখলেন ব্যারেটো ৷
সবুজ-মেরুন জার্সিতে ভারতীয় ক্লাব ফুটবল মাতিয়েছেন একটা সময় ৷ মোহনবাগান সমর্থকরা তো বটেই, ইস্টবেঙ্গল সমর্থকরাও ব্রাজিলিয়ান ফুটবলারকে ঘিরে সম্ভ্রম প্রকাশ করেন আজও ৷ তাই খেলা ছাড়ার পরেও ব্যারেটো আজও কলকাতা ক্লাব ফুটবলে প্রাসঙ্গিক এবং জনপ্রিয় ৷ শুক্রবার তিনি যখন সিএবিতে প্রবেশ করলেন, তখন তাঁকে ঘিরে ছোটখাটো উন্মাদনাও তৈরি হল ক্লাবহাউস এলাকায় ৷ অনেকেই সেলফি তোলার আবদার জুড়লেন ৷ সেই সকল অনুরাগীদের নিরাশ করলেন না সবুজ তোতা ৷
অনুরাগীদের আবদারে সদাহাস্যময় ব্যারেটো সাড়াও দিলেন ৷ পরে নবসাজে সজ্জিত ক্লাব হাউজ ঘুরে দেখলেন ৷ ভারতের ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনাল জয়ের ঐতিহাসিক মুহূর্তে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জার্সি ওড়ানোর ছবি ও সেই ম্যাচের জার্সি দেখলেন সিএবির সংগ্রহশালায় ৷ পঙ্কজ রায়ের ব্লেজার ও অন্যান্য ছবিও ঘুরে দেখলেন ব্যারেটো ৷ তিনি জানালেন, প্রথমবার ইডেনের ক্লাব হাউজে এসেছেন ৷ ব্রাজিলে ক্রিকেট দেখেছেন ৷ তবে ভারতের মতো জনপ্রিয় নয় ৷ তাঁর দেশে স্ট্রিট ক্রিকেট খেলার চল রয়েছে বলে জানালেন ব্যারেটো ৷ ব্রাজিলের ক্রিকেট অ্যাসোসিয়েশন যে ভারতীয় ক্রিকেট বোর্ডের তুলনায় পুরনো সেই খবরও জানা তাঁর ৷
তবে, ফুটবলের সমুদ্র-সমান জনপ্রিয়তা ক্রিকেটকে ব্রাজিলে জায়গা দেয়নি ৷ ভারতে দীর্ঘসময় থাকার সুবাদে ক্রিকেট সুযোগ পেলেই দেখেন ব্যারেটো ৷ বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেট দেখেন ৷ তাঁর সন্তানরা ভারতীয় আবহে বেড়ে উঠেছেন ৷ সন্তানরা কি ক্রিকেটে আগ্রহী ? ব্যারেটো বলছেন, তারা ক্রিকেটে আগ্রহী হোক তিনি চান ৷ তবে, সন্তানরা যে অনেক বেশি অ্যাথলেটিক, তা গর্বের সঙ্গে জানালেন ব্যারেটো ৷
আরও পড়ুন: