ETV Bharat / sports

ইডেনে সবুজ তোতা, সংগ্রহশালায় ঘুরে দেখলেন ঐতিহাসিক মুহূর্তের স্মৃতি

Jose Ramirez Barreto at Eden Gardens: প্রথমবার ইডেন গার্ডেন্স ও সিএবির ভিতরে প্রবেশ করলেন ময়দানের সবুজ তোতা তথা প্রাক্তন ফুটবলার জোসে ব়্যামিরেজ ব্যারেটো ৷ শুক্রবার সন্ধেয় সিএবি-তে আসেন তিনি ৷ সেখানে ইডেনের সংগ্রহশালায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনাল জয়ের ঐতিহাসিক মুহূর্তের ছবি ও জার্সি-সহ নানান জিনিস ঘুরে দেখলেন তিনি ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 17, 2024, 11:39 AM IST

প্রথমবার সিএবির ক্লাব হাউসে জোসে ব়্যামিরেজ ব্যারেটো

কলকাতা, 17 ফেব্রুয়ারি: মোহনবাগানে খেলার সময় ইডেনের জিম ব্যবহার করতে আসতেন জোসে ব়্যামিরেজ ব্যারেটো ৷ কিন্তু, কোনও দিন সিএবি-র ভিতরে ঢোকার সুযোগ হয়নি ময়দানের সবুজ তোতার ৷ শুক্রবার সন্ধেয় অবশেষে সিএবির ভিতরে ঢোকার সুযোগ হল ব্যারেটোর ৷ সিএবি-র সংগ্রহশালা ঘুরে দেখলেন তিনি ৷ সৌরভ গঙ্গোপাধ্যায়ের লর্ডসের গ্যালারিতে জার্সি খুলে ওড়ানোর ছবি ও নিচে রাখা সেই জার্সিও খুটিয়ে দেখলেন ব্যারেটো ৷

সবুজ-মেরুন জার্সিতে ভারতীয় ক্লাব ফুটবল মাতিয়েছেন একটা সময় ৷ মোহনবাগান সমর্থকরা তো বটেই, ইস্টবেঙ্গল সমর্থকরাও ব্রাজিলিয়ান ফুটবলারকে ঘিরে সম্ভ্রম প্রকাশ করেন আজও ৷ তাই খেলা ছাড়ার পরেও ব্যারেটো আজও কলকাতা ক্লাব ফুটবলে প্রাসঙ্গিক এবং জনপ্রিয় ৷ শুক্রবার তিনি যখন সিএবিতে প্রবেশ করলেন, তখন তাঁকে ঘিরে ছোটখাটো উন্মাদনাও তৈরি হল ক্লাবহাউস এলাকায় ৷ অনেকেই সেলফি তোলার আবদার জুড়লেন ৷ সেই সকল অনুরাগীদের নিরাশ করলেন না সবুজ তোতা ৷

অনুরাগীদের আবদারে সদাহাস্যময় ব্যারেটো সাড়াও দিলেন ৷ পরে নবসাজে সজ্জিত ক্লাব হাউজ ঘুরে দেখলেন ৷ ভারতের ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনাল জয়ের ঐতিহাসিক মুহূর্তে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জার্সি ওড়ানোর ছবি ও সেই ম্যাচের জার্সি দেখলেন সিএবির সংগ্রহশালায় ৷ পঙ্কজ রায়ের ব্লেজার ও অন্যান্য ছবিও ঘুরে দেখলেন ব্যারেটো ৷ তিনি জানালেন, প্রথমবার ইডেনের ক্লাব হাউজে এসেছেন ৷ ব্রাজিলে ক্রিকেট দেখেছেন ৷ তবে ভারতের মতো জনপ্রিয় নয় ৷ তাঁর দেশে স্ট্রিট ক্রিকেট খেলার চল রয়েছে বলে জানালেন ব্যারেটো ৷ ব্রাজিলের ক্রিকেট অ্যাসোসিয়েশন যে ভারতীয় ক্রিকেট বোর্ডের তুলনায় পুরনো সেই খবরও জানা তাঁর ৷

তবে, ফুটবলের সমুদ্র-সমান জনপ্রিয়তা ক্রিকেটকে ব্রাজিলে জায়গা দেয়নি ৷ ভারতে দীর্ঘসময় থাকার সুবাদে ক্রিকেট সুযোগ পেলেই দেখেন ব্যারেটো ৷ বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেট দেখেন ৷ তাঁর সন্তানরা ভারতীয় আবহে বেড়ে উঠেছেন ৷ সন্তানরা কি ক্রিকেটে আগ্রহী ? ব্যারেটো বলছেন, তারা ক্রিকেটে আগ্রহী হোক তিনি চান ৷ তবে, সন্তানরা যে অনেক বেশি অ্যাথলেটিক, তা গর্বের সঙ্গে জানালেন ব্যারেটো ৷

আরও পড়ুন:

  1. কিংবদন্তি অশ্বিন ও বুমরার পরামর্শে উপকৃত, জানালেন মুকেশ
  2. টেস্ট ক্রিকেটে 500 শিকার অশ্বিনের, কুম্বলের পর দ্বিতীয় ভারতীয়
  3. বাবা কারগিল যুদ্ধের সৈনিক, ছেলের ক্রিকেট সফরেও এক জওয়ানের জেদ

প্রথমবার সিএবির ক্লাব হাউসে জোসে ব়্যামিরেজ ব্যারেটো

কলকাতা, 17 ফেব্রুয়ারি: মোহনবাগানে খেলার সময় ইডেনের জিম ব্যবহার করতে আসতেন জোসে ব়্যামিরেজ ব্যারেটো ৷ কিন্তু, কোনও দিন সিএবি-র ভিতরে ঢোকার সুযোগ হয়নি ময়দানের সবুজ তোতার ৷ শুক্রবার সন্ধেয় অবশেষে সিএবির ভিতরে ঢোকার সুযোগ হল ব্যারেটোর ৷ সিএবি-র সংগ্রহশালা ঘুরে দেখলেন তিনি ৷ সৌরভ গঙ্গোপাধ্যায়ের লর্ডসের গ্যালারিতে জার্সি খুলে ওড়ানোর ছবি ও নিচে রাখা সেই জার্সিও খুটিয়ে দেখলেন ব্যারেটো ৷

সবুজ-মেরুন জার্সিতে ভারতীয় ক্লাব ফুটবল মাতিয়েছেন একটা সময় ৷ মোহনবাগান সমর্থকরা তো বটেই, ইস্টবেঙ্গল সমর্থকরাও ব্রাজিলিয়ান ফুটবলারকে ঘিরে সম্ভ্রম প্রকাশ করেন আজও ৷ তাই খেলা ছাড়ার পরেও ব্যারেটো আজও কলকাতা ক্লাব ফুটবলে প্রাসঙ্গিক এবং জনপ্রিয় ৷ শুক্রবার তিনি যখন সিএবিতে প্রবেশ করলেন, তখন তাঁকে ঘিরে ছোটখাটো উন্মাদনাও তৈরি হল ক্লাবহাউস এলাকায় ৷ অনেকেই সেলফি তোলার আবদার জুড়লেন ৷ সেই সকল অনুরাগীদের নিরাশ করলেন না সবুজ তোতা ৷

অনুরাগীদের আবদারে সদাহাস্যময় ব্যারেটো সাড়াও দিলেন ৷ পরে নবসাজে সজ্জিত ক্লাব হাউজ ঘুরে দেখলেন ৷ ভারতের ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনাল জয়ের ঐতিহাসিক মুহূর্তে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জার্সি ওড়ানোর ছবি ও সেই ম্যাচের জার্সি দেখলেন সিএবির সংগ্রহশালায় ৷ পঙ্কজ রায়ের ব্লেজার ও অন্যান্য ছবিও ঘুরে দেখলেন ব্যারেটো ৷ তিনি জানালেন, প্রথমবার ইডেনের ক্লাব হাউজে এসেছেন ৷ ব্রাজিলে ক্রিকেট দেখেছেন ৷ তবে ভারতের মতো জনপ্রিয় নয় ৷ তাঁর দেশে স্ট্রিট ক্রিকেট খেলার চল রয়েছে বলে জানালেন ব্যারেটো ৷ ব্রাজিলের ক্রিকেট অ্যাসোসিয়েশন যে ভারতীয় ক্রিকেট বোর্ডের তুলনায় পুরনো সেই খবরও জানা তাঁর ৷

তবে, ফুটবলের সমুদ্র-সমান জনপ্রিয়তা ক্রিকেটকে ব্রাজিলে জায়গা দেয়নি ৷ ভারতে দীর্ঘসময় থাকার সুবাদে ক্রিকেট সুযোগ পেলেই দেখেন ব্যারেটো ৷ বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেট দেখেন ৷ তাঁর সন্তানরা ভারতীয় আবহে বেড়ে উঠেছেন ৷ সন্তানরা কি ক্রিকেটে আগ্রহী ? ব্যারেটো বলছেন, তারা ক্রিকেটে আগ্রহী হোক তিনি চান ৷ তবে, সন্তানরা যে অনেক বেশি অ্যাথলেটিক, তা গর্বের সঙ্গে জানালেন ব্যারেটো ৷

আরও পড়ুন:

  1. কিংবদন্তি অশ্বিন ও বুমরার পরামর্শে উপকৃত, জানালেন মুকেশ
  2. টেস্ট ক্রিকেটে 500 শিকার অশ্বিনের, কুম্বলের পর দ্বিতীয় ভারতীয়
  3. বাবা কারগিল যুদ্ধের সৈনিক, ছেলের ক্রিকেট সফরেও এক জওয়ানের জেদ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.