লর্ডস, 1 সেপ্টেম্বর: লর্ডসে শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি দ্বিতীয় টেস্টে দ্বিতীয় শতরানে শনিবার নজির গড়েছেন জো রুট ৷ প্রাক্তন অধিনায়ক অ্যালেস্টার কুককে ছাপিয়ে লাল বলের ক্রিকেটে সর্বাধিক শতরানকারী ব্রিটিশ ব্যাটার এখন তিনি ৷ টেস্ট ক্রিকেটে 34তম শতরানের পর রুটের পরবর্তী লক্ষ্য নাকি সচিন রমেশ তেন্ডুলকরের রেকর্ড ধাওয়া করা ৷ ক্রিকেটমহলের ধারণা তেমনটাই ৷ শেষমেশ এ ব্যাপারে মৌনতা ভাঙলেন খোদ রুট ৷ প্রাক্তন ব্রিটিশ অধিনায়ক জানালেন, তিনি শুধু খেলে যেতে চান ৷
শতরানে ছাপিয়ে যাওয়ার পর কুককে টপকে টেস্টে ইংল্যান্ডের সর্বাধিক রানসংগ্রাহক হতে রুটের দরকার আর 96 রান ৷ এমন সময় রুটকে সচিনের রেকর্ড ধাওয়া সম্পর্কে প্রশ্ন করা হলে ইসিবি'কে তিনি বলেন, "না (মাথা নাড়িয়ে) ৷ আমি শুধু খেলতে চাই এবং চেষ্টা করে যেতে চাই ৷ দলের জন্য যতটুকু করার করব এবং যতটা পারি রান করে যাব ৷ কিন্তু সত্যি বলতে শতরানের থেকে ভালো অনুভূতি আর হয় না ৷ কেউ যদি না-বলে তাহলে সে মিথ্যা বলছে ৷ কেউ ক্রিকেট খেলা শুরুই করে শতরান করব এই ভেবে এবং এটাই খেলার প্রতি ভালোবাসা ৷"
1️⃣ Sachin Tendulkar - 15921 runs
— England Cricket (@englandcricket) August 31, 2024
⬆️ Joe Root - 12377 runs
Half an eye on Sachin's record, Joe? 👀
সবমিলিয়ে সচিনকে ছোঁয়ার প্রশ্নের উত্তর সযত্নে এড়িয়ে যান রুট ৷ তবে সক্রিয় ক্রিকেটার হিসেবে সচিনের সর্বাধিক টেস্ট রান যে কেবল তিনিই ছুঁতে পারেন, সে বিষয়ে সন্দেহ থাকার কথা নয় ৷ 145 ম্যাচে আপাতত 12,377 রান রয়েছে রুটের ঝুলিতে, শতরান 34টি ৷ 'ক্রিকেট ঈশ্বরে'র থেকে আপাতত 3,544 রান পিছনে ব্রিটিশ ব্যাটার ৷ কিন্তু শেষ তিন বছরে রুটের যা কেরিয়ার পরিসংখ্যান, তাতে সর্বাধিক টেস্ট রানে সচিনকে ছাপিয়ে যাওয়া রুটের পক্ষে অসম্ভব কিছু নয় ৷
2021 থেকে এখনও পর্যন্ত 48টি টেস্ট ম্যাচে রুট 17টি শতরান-সহ করেছেন 4,554 রান ৷ এর মধ্যে শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি লর্ডস টেস্টের জোড়া ইনিংসেই সেঞ্চুরি হাঁকিয়েছেন রুট ৷ সেইসঙ্গে গ্রাহাম গুচকে টপকে লর্ডসে সর্বাধিক টেস্ট রানসংগ্রহকারী হিসেবে নিজেকে তুলে এনেছেন শীর্ষে ৷ অভিজাত লর্ডসে ব্রিটিশ ব্যাটারের সংগ্রহে আপাতত 2,022 রান ৷