কলকাতা, 13 সেপ্টেম্বর: আশঙ্কাই সত্যি হল । আইএসএলের প্রথম ম্যাচে জেমি ম্যাকলারেনকে পাচ্ছে না মোহনবাগান সুপার জায়ান্ট । কোচ হোসে মোলিনা জানিয়েছেন, অজি বিশ্বকাপার এখনও দলের সঙ্গে পুরো প্র্যাকটিস করতে পারেননি । ফলে শুক্রবার যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের উদ্বোধনী ম্যাচে মোহনবাগানে হয়ে নামছেন না ম্যাকলারেন ৷
আইএসএলে মোহনবাগান-মুম্বই লড়াই মানেই বাড়তি অ্যাড্রিনালিন ক্ষরণ । গত মরসুমে মোহনবাগান সুপার জায়ান্ট লিগ শিল্ডের ফাইনালে মুম্বই সিটি এফসিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল । আইএসএল ফাইনালে সেই পরাজয়ের মধুর বদলা নিয়েছিল মুম্বই । ফলে এই দু’দলের দ্বৈরথ শুধু সম্মান রক্ষার নয়, কোচের ফুটবল বুদ্ধিরও বটে ।
মাঝের সময়ে দু’দলেই বেশ কিছু বদল হয়েছে । বদল হয়েছে কোচের চেয়ারে । ফলে নতুন মরশুমে নতুনভাবে আইএসএলে যাত্রা শুরুর বার্তা মোহনবাগান সুপার জায়ান্ট এবং মুম্বই সিটি এফসি কোচের । সবুজ মেরুন হেডস্যার বলছেন, অতীতে কী হয়েছে তা মনে রাখতে রাজি নয় তাঁর দল এবং তিনি । নতুন মরশুমে নতুন মনোভাবে দল আইএসএল যাত্রা শুরু করতে চাইছে ।
ডুরান্ড কাপে রানার্স হয়ে মোহনবাগান সুপার জায়ান্ট । ফাইনালে রক্ষণের ফাঁকফোকর কাজে লাগিয়ে বাজিমাত করেছিল নর্থ-ইস্ট ইউনাইটেড । সেই রক্ষণ নিয়ে কী মুম্বই সিটি এফসি’র বিপিন, ছাঙতেদের মতো ফুটবলারদের রাখতে পারবে ? সবুজ-মেরুন আক্রমণের মতোই মুম্বই আক্রমণও ক্ষুরধার । ফলে সেয়ানে সেয়ানে টক্কর হবে ধরে নিচ্ছে ফুটবল ভক্তরা ।
জেমি ম্যাকলারেন না-থাকলেও দ্রিমিত্রি পেত্রাতোস, জেসন কামিংসরাও মুম্বই রক্ষণের পরীক্ষা নিতে তৈরি । হোসে মোলিনা বলছেন, ছ’সপ্তাহ প্রি-সিজন একটি দলকে পূর্ণ ছন্দে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট নয় । যত বেশি খেলবে ততই দল ছন্দে পৌঁছবে । তবে শনিবারের ম্যাচের জন্য মোহনবাগান সুপার জায়ান্ট শারীরিক এবং মানসিকভাবে তৈরি । পুরো আইএসএলের জন্য এখন থেকে লক্ষ্য স্থির করতে নারাজ । ম্যাচ ধরে এগোনোর পরিকল্পনা হোসে মোলিনার । অন্যদিকে চ্যালেঞ্জ ছুঁড়ছে মুম্বই সিটি এফসিও । কোচ পিটার ক্যাটকি জানিয়েছেন, লড়াইটা কোনও ব্যক্তি বিশেষের নয় । এগারোর বিরুদ্ধে এগারোর লড়াই । তাই উপভোগ্য ম্যাচ হবে ।