ETV Bharat / sports

বাগানে আরও এক বিশ্বকাপার, ম্যাকলারেনের সই সবুজ-মেরুনে - Jamie Maclaren in Mohun Bagan

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 22, 2024, 3:33 PM IST

Jamie Maclaren Signs in Mohun Bagan Super Giant: আসন্ন আইএসএলের কথা মাথায় রেখে সবুজ-মেরুন শিবিরকে আগুনের স্কোয়াড তৈরি করছে ৷ বাগানের জার্সিতে এবার খেলবেন অজি বিশ্বকাপার জেমি ম্যাকলারেন ৷

Jamie Maclaren
জেমি ম্যাকরালেন (ইটিভি ভারত)

কলকাতা, 22 জুলাই: প্রীতম কোটালকে কি ফিরিয়ে আনছে মোহনবাগান সুপার জায়ান্ট? কেরালা ব্লাস্টার্সের বাঙালি ডিফেন্ডারকে ফের সবুজ-মেরুন জার্সিতে দেখা যাওয়ার খবর জোরালোভাবে ছড়িয়েছে দলবদলের বাজারে। দীপক টাংরিকে ছেড়ে দেওয়া হবে বলে খবর। এরইমধ্যে বিশ্বকাপার জেমি ম্যাকলারেনকে সই করিয়ে নিল মোহনবাগান সুপার জায়ান্ট।

অস্ট্রেলিয়ার সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকার এবং এ লিগে পাঁচবার সোনার বুট জয়ী জেমি ম্যাকলারেনকে চার বছরের চুক্তিতে সই করিয়ে মোহনবাগান আক্রমণ নিঃসন্দেহে শক্তিশালী করল। জেসন কামিংস, দিমিত্রি পেত্রাতোসের সঙ্গে তিনি জুটি বাঁধবেন। ফলে অজি স্ট্রাইকার ত্রয়ীর ওপরই মোলিনার দলের গোল করার ভার।

জেমি ম্যাকলারেন বলেন, "আমি অনেক ভারতীয় ফুটবল দেখেছি। ইয়ান হিউম খেলার সময় অস্ট্রেলিয়ায় আইসএল সম্প্রচার হত, সেই সময় আইএসএলে অনেক বিশ্বমানের প্লেয়ার খেলতেন। কিন্তু মোহনবাগানকে বেছে নেওয়ার কারণ হচ্ছে ওদের স্বর্ণালী ইতিহাস এবং ট্রফির প্রতি ওদের বাসনাটা আমার সঙ্গে মিলেছে। আমি অস্ট্রেলিয়ায় অনেক ট্রফি জিতেছি, আমি এই স্টাফ ও প্লেয়ারদের সঙ্গে জুটি বেঁধে সাফল্য এনে দিতে চাই দলকে। দর্শকরা দারুণ প্যাশনেট এবং আমি মেরিনার্সদের সামনে খেলার জন্য মুখিয়ে আছি। তবে সবার শীর্ষে রয়েছে ভারতীয় খাবার। এটা আমি ও আমার স্ত্রী দু'জনেই খুব ভালোবাসি।"

ডার্বি নিয়েও অকপট ম্যাকলারেন। বলেন, "কলকাতা ডার্বি আমি আগেও দেখেছি এবং দেখেছি 60 হাজার দর্শকের সামনে কীভাবে খেলা হয়। এই দর্শকের সামনে খেলা সবসময় স্পেশাল। গায়ে কাঁটা দেওয়ার মতো পরিবেশ। একটা সফল ক্লাব ও সফল স্কোয়াডের অংশ হতে এসেছি। আমি লক্ষ্য হচ্ছে দলকে সাফল্য এনে দেওয়া এবং দেশের সেরা ক্লাব করে তোলা।"

দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিংসের সঙ্গে খেলার অভিজ্ঞতা রয়েছে ম্যাকলারেনের। ম্যাকলারেন জানান, তিনি ডান পায়ে খেলেন এবং কামিংস বাঁ-পায়ে। একজন অপরজনের পরিপূরক। এডিনবার্গ, হিবেরনিয়ানে একসঙ্গে তাঁরা খেলেছিলেন। 29 জুলাই হোসে মলিনা গোটা দলকে নিয়ে অনুশীলন শুরু করবেন। সেখানেই দেখা যাবে ম্যাকলারেনকে। এদিকে মঙ্গলবার কলকাতা লিগে মোহনবাগান মখোমুখি হবে পুলিশ এসি'র। সোমবার কোচ হিসেবে যোগ দিলেন বাস্তব রায়। ফুটবলার আশিস রাইও যোগ দিয়েছেন সবুজ-মেরুন অনুশীলনে।

লাল হলুদের ষষ্ঠ বিদেশি ? কলকাতায় পা দিলেন গ্রিক স্ট্রাইকার দিয়ামানতাকোস

কলকাতা, 22 জুলাই: প্রীতম কোটালকে কি ফিরিয়ে আনছে মোহনবাগান সুপার জায়ান্ট? কেরালা ব্লাস্টার্সের বাঙালি ডিফেন্ডারকে ফের সবুজ-মেরুন জার্সিতে দেখা যাওয়ার খবর জোরালোভাবে ছড়িয়েছে দলবদলের বাজারে। দীপক টাংরিকে ছেড়ে দেওয়া হবে বলে খবর। এরইমধ্যে বিশ্বকাপার জেমি ম্যাকলারেনকে সই করিয়ে নিল মোহনবাগান সুপার জায়ান্ট।

অস্ট্রেলিয়ার সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকার এবং এ লিগে পাঁচবার সোনার বুট জয়ী জেমি ম্যাকলারেনকে চার বছরের চুক্তিতে সই করিয়ে মোহনবাগান আক্রমণ নিঃসন্দেহে শক্তিশালী করল। জেসন কামিংস, দিমিত্রি পেত্রাতোসের সঙ্গে তিনি জুটি বাঁধবেন। ফলে অজি স্ট্রাইকার ত্রয়ীর ওপরই মোলিনার দলের গোল করার ভার।

জেমি ম্যাকলারেন বলেন, "আমি অনেক ভারতীয় ফুটবল দেখেছি। ইয়ান হিউম খেলার সময় অস্ট্রেলিয়ায় আইসএল সম্প্রচার হত, সেই সময় আইএসএলে অনেক বিশ্বমানের প্লেয়ার খেলতেন। কিন্তু মোহনবাগানকে বেছে নেওয়ার কারণ হচ্ছে ওদের স্বর্ণালী ইতিহাস এবং ট্রফির প্রতি ওদের বাসনাটা আমার সঙ্গে মিলেছে। আমি অস্ট্রেলিয়ায় অনেক ট্রফি জিতেছি, আমি এই স্টাফ ও প্লেয়ারদের সঙ্গে জুটি বেঁধে সাফল্য এনে দিতে চাই দলকে। দর্শকরা দারুণ প্যাশনেট এবং আমি মেরিনার্সদের সামনে খেলার জন্য মুখিয়ে আছি। তবে সবার শীর্ষে রয়েছে ভারতীয় খাবার। এটা আমি ও আমার স্ত্রী দু'জনেই খুব ভালোবাসি।"

ডার্বি নিয়েও অকপট ম্যাকলারেন। বলেন, "কলকাতা ডার্বি আমি আগেও দেখেছি এবং দেখেছি 60 হাজার দর্শকের সামনে কীভাবে খেলা হয়। এই দর্শকের সামনে খেলা সবসময় স্পেশাল। গায়ে কাঁটা দেওয়ার মতো পরিবেশ। একটা সফল ক্লাব ও সফল স্কোয়াডের অংশ হতে এসেছি। আমি লক্ষ্য হচ্ছে দলকে সাফল্য এনে দেওয়া এবং দেশের সেরা ক্লাব করে তোলা।"

দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিংসের সঙ্গে খেলার অভিজ্ঞতা রয়েছে ম্যাকলারেনের। ম্যাকলারেন জানান, তিনি ডান পায়ে খেলেন এবং কামিংস বাঁ-পায়ে। একজন অপরজনের পরিপূরক। এডিনবার্গ, হিবেরনিয়ানে একসঙ্গে তাঁরা খেলেছিলেন। 29 জুলাই হোসে মলিনা গোটা দলকে নিয়ে অনুশীলন শুরু করবেন। সেখানেই দেখা যাবে ম্যাকলারেনকে। এদিকে মঙ্গলবার কলকাতা লিগে মোহনবাগান মখোমুখি হবে পুলিশ এসি'র। সোমবার কোচ হিসেবে যোগ দিলেন বাস্তব রায়। ফুটবলার আশিস রাইও যোগ দিয়েছেন সবুজ-মেরুন অনুশীলনে।

লাল হলুদের ষষ্ঠ বিদেশি ? কলকাতায় পা দিলেন গ্রিক স্ট্রাইকার দিয়ামানতাকোস

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.