ETV Bharat / sports

ক্যান্সার কাড়ল প্রাণ, ঊনষাটে প্রয়াত ইতালির বিশ্বকাপ আইকন শিলাচি - SALVATORE SCHILLACI DEMISE

author img

By ETV Bharat Sports Team

Published : Sep 18, 2024, 3:29 PM IST

Updated : Sep 18, 2024, 3:51 PM IST

SALVATORE SCHILLACI DIES: দেশের জার্সিতে লম্বা নয় কেরিয়ার ৷ খেলেছিলেন মাত্র 16টি ম্যাচ ৷ তাতেই 1990 বিশ্বকাপে জিতে নিয়েছিলেন গোল্ডেন বুট ৷ বুধবার প্রয়াত হলেন ইতালির সেই বিশ্বকাপ আইকন সালভাতোর শিলাচি ৷

SALVATORE SCHILLACI DIES
সালভাতোর শিলাচি প্রয়াত (GETTY)

রোম, 18 সেপ্টেম্বর: জাতীয় দলের জার্সিতে ম্যাচ খেলেছিলেন মাত্র 16টি ৷ তার মধ্যেই আদায় করে নিয়েছিলেন দেশের বিশ্বকাপ আইকনের তকমা ৷ তার কারণও ছিল সঙ্গত ৷ 1990 বিশ্বকাপে 6টি গোল করে গোল্ডেন বুট জয়ী সেই প্রাক্তন ইতালি ফুটবলার সালভাতোর শিলাচি প্রয়াত হলেন বুধবার ৷ বিশ্ব ফুটবলে যিনি পরিচিত ছিলেন 'তোতো' নামে ৷ মাত্র 59 বছরে কোলন ক্যান্সার কেড়ে নিল আইকনিক ফুটবলারকে ৷

2022 থেকে কোলন ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন সালভাতোর 'তোতো' শিলাচি ৷ জানা গিয়েছে, অবস্থার অবনতি হওয়ায় কিছুদিন আগে ফের পালেরমোর একটি হাসপাতালে ভর্তি করা হয় প্রাক্তন ফুটবলারকে ৷ সেই হাসপাতালের তরফেই এদিন সকালে শিলাচির মৃত্যুর খবর নিশ্চিত করা হয় ৷ কেরিয়ারে মেসিনা, জুভেন্তাস, ইন্টার মিলানের মত ক্লাবে খেললেও অনুরাগীরা শিলাচিকে মনে রাখবেন 1990 বিশ্বকাপের জন্যই ৷

1990 ঘরের মাটিতে বিশ্বকাপে অস্ট্রিয়ার বিরুদ্ধে শিলাচির প্রথম গোল ছিল পরিবর্ত হিসেবে নেমে ৷ এরপর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও পরিবর্ত হিসেবে নামার পর চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন তিনি ৷ 'তোতো'র মৃত্যুতে শোকবার্তায় তাঁর ক্লাব জুভেন্তাস লিখেছে, "খুব অল্প সময়েই আমরা তোতোর প্রেমে পড়ে গিয়েছিলাম ৷ তাঁর অদম্য ইচ্ছে, ফুটবলের প্রতি প্যাশনের বহিঃপ্রকাশ ঘটেছিল প্রত্যেক ম্যাচে ৷"

জুভেন্তাসের হয়ে 90 ম্যাচে শিলাচির গোলসংখ্যা ছিল 26 ৷ এরপর ইন্টার মিলানের 30 ম্যাচে 11 গোল করেছিলেন তিনি ৷ দেশের জার্সিতে কেরিয়ারে লম্বা না-হলেও ক্লাব ফুটবলে চারশোরও বেশি ম্যাচ খেলেছিলেন শিলাচি ৷ গোলসংখ্যা দেড়শোরও বেশি ৷ শিলাচির প্রয়াণে শোকস্তব্ধ ইন্টার মিলান সোশাল মিডিয়া পোস্টে লিখেছে, "1990 সালের ম্যাজিকাল রাতগুলোতে ইতালির মানুষকে স্বপ্ন দেখিয়েছিল সে ৷ তোতোর প্রয়াণে সমগ্র ইন্টার মিলান পরিবার তাঁর পরিবারের পাশে রয়েছে ৷"

রোম, 18 সেপ্টেম্বর: জাতীয় দলের জার্সিতে ম্যাচ খেলেছিলেন মাত্র 16টি ৷ তার মধ্যেই আদায় করে নিয়েছিলেন দেশের বিশ্বকাপ আইকনের তকমা ৷ তার কারণও ছিল সঙ্গত ৷ 1990 বিশ্বকাপে 6টি গোল করে গোল্ডেন বুট জয়ী সেই প্রাক্তন ইতালি ফুটবলার সালভাতোর শিলাচি প্রয়াত হলেন বুধবার ৷ বিশ্ব ফুটবলে যিনি পরিচিত ছিলেন 'তোতো' নামে ৷ মাত্র 59 বছরে কোলন ক্যান্সার কেড়ে নিল আইকনিক ফুটবলারকে ৷

2022 থেকে কোলন ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন সালভাতোর 'তোতো' শিলাচি ৷ জানা গিয়েছে, অবস্থার অবনতি হওয়ায় কিছুদিন আগে ফের পালেরমোর একটি হাসপাতালে ভর্তি করা হয় প্রাক্তন ফুটবলারকে ৷ সেই হাসপাতালের তরফেই এদিন সকালে শিলাচির মৃত্যুর খবর নিশ্চিত করা হয় ৷ কেরিয়ারে মেসিনা, জুভেন্তাস, ইন্টার মিলানের মত ক্লাবে খেললেও অনুরাগীরা শিলাচিকে মনে রাখবেন 1990 বিশ্বকাপের জন্যই ৷

1990 ঘরের মাটিতে বিশ্বকাপে অস্ট্রিয়ার বিরুদ্ধে শিলাচির প্রথম গোল ছিল পরিবর্ত হিসেবে নেমে ৷ এরপর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও পরিবর্ত হিসেবে নামার পর চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন তিনি ৷ 'তোতো'র মৃত্যুতে শোকবার্তায় তাঁর ক্লাব জুভেন্তাস লিখেছে, "খুব অল্প সময়েই আমরা তোতোর প্রেমে পড়ে গিয়েছিলাম ৷ তাঁর অদম্য ইচ্ছে, ফুটবলের প্রতি প্যাশনের বহিঃপ্রকাশ ঘটেছিল প্রত্যেক ম্যাচে ৷"

জুভেন্তাসের হয়ে 90 ম্যাচে শিলাচির গোলসংখ্যা ছিল 26 ৷ এরপর ইন্টার মিলানের 30 ম্যাচে 11 গোল করেছিলেন তিনি ৷ দেশের জার্সিতে কেরিয়ারে লম্বা না-হলেও ক্লাব ফুটবলে চারশোরও বেশি ম্যাচ খেলেছিলেন শিলাচি ৷ গোলসংখ্যা দেড়শোরও বেশি ৷ শিলাচির প্রয়াণে শোকস্তব্ধ ইন্টার মিলান সোশাল মিডিয়া পোস্টে লিখেছে, "1990 সালের ম্যাজিকাল রাতগুলোতে ইতালির মানুষকে স্বপ্ন দেখিয়েছিল সে ৷ তোতোর প্রয়াণে সমগ্র ইন্টার মিলান পরিবার তাঁর পরিবারের পাশে রয়েছে ৷"

Last Updated : Sep 18, 2024, 3:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.