ETV Bharat / sports

মুম্বইকে নেতৃত্ব দেওয়া হার্দিকের জন্য সহজ হবে না, ইটিভি ভারতকে জানালেন ইরফান - IPL

Irfan Pathan Exclusive: আসন্ন আইপিএলে মুম্বই ইন্ডিয়াসের নেতৃত্বের ব্যাটন হার্দিক পান্ডিয়ার জন্য চ্যালেঞ্জিং হতে চলেছে ৷ ইটিভি ভারতের প্রতিনিধি নিখিল বাপাতকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে দাবি করলেন ইরফান পাঠান ৷

Irfan Pathan Exclusive
ইটিভি ভারতের মুখোমুখি ইরফান পাঠান
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 8, 2024, 11:07 PM IST

ইটিভি ভারতের মুখোমুখি ইরফান পাঠান

হায়দরাবাদ, 8 ফেব্রুয়ারি: আইপিএলের সপ্তদশ সংস্করণের আগে মুম্বই ইন্ডিয়ান্স সংসারে প্রত্যাবর্তন ঘটেছে হার্দিক পান্ডিয়ার ৷ তার চেয়েও উল্লেখযোগ্য বিষয় হল পাঁচবারের চ্যাম্পিয়ন রোহিত শর্মাকে সরিয়ে ফ্র্যাঞ্চাইজি নয়া অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে বরোদা অলরাউন্ডারকে ৷ 'হিটম্যান'কে সরিয়ে মুম্বইয়ের অধিনায়ক হিসেবে হার্দিকের এই জার্নি সহজ হবে না বলে মত ইরফান পাঠানের ৷

মাস দু'য়েক আগে মিনি অকশনের ঠিক পরেই হার্দিককে গুজরাত থেকে ছিনিয়ে নেয় মুম্বই ৷ যিনি অভিষেক মরশুমেই গুজরাতকে ট্রফির স্বাদ এনে দিয়েছিলেন ৷ গত মরশুমে যদিও ফাইনালে উঠেও ট্রফি হাতছাড়া হয়েছিল তাঁদের, কিন্তু এবার তাঁর কাছে নয়া চ্যালেঞ্জ ৷ কোটিপতি লিগের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজির নেতৃত্বের হাতবদল নিয়ে ইটিভি ভারতকে তাঁর মতামত শেয়ার করলেন ইরফান পাঠান ৷

হায়দরবাদের ভাল্লুরূপাল্লির একটি ইঞ্জিনিয়ারিং কলেজের অনুষ্ঠানে এসে ইটিভি ভারতকে প্রাক্তন জাতীয় অলরাউন্ডার বলেন, "চেন্নাই সুপার কিংসের মতোই মুম্বই ইন্ডিয়ান্সও আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি ৷ কিন্তু অধিনায়কত্বের প্রসঙ্গ যদি আসে তবে নিশ্চিতভাবে মুম্বইয়ের পরিস্থিতি বদলেছে ৷" হার্দিকের কাছে বিষয়টা চ্যালেঞ্জিং কারণ, মুম্বই দলে একাধিক নেতা রয়েছে, মত পাঠানের ৷

2007 টি-20 বিশ্বজয়ী দলের সদস্য বলেন, "রোহিত একজন প্রকৃত নেতা ৷ কিন্তু পরিবর্তে হার্দিক পান্ডিয়া এবার দলের নেতা হিসেবে ফিরছে ৷ এ বিষয়ে অনেককিছু কানাঘুষো কানে আসছে ৷ ফলত নিঃসন্দেহে হার্দিকের জন্য কাজটা কঠিন হতে চলেছে ৷"

পাঠানের কথায়, "মাঠে নেমে মুম্বইকে নেতৃত্ব দেওয়া খুব একটা সহজ কাজ হবে না হার্দিকের জন্য ৷ কারণ সূর্যকুমার যাদবের মত সম্প্রতি জাতীয় দলকে নেতৃত্ব দেওয়া একাধিক ক্রিকেটার রয়েছে দলে ৷ জসপ্রীত বুমরার মতোও দুর্দান্ত নেতা রয়েছে মুম্বইয়ের দলে ৷ হঠাৎ করেই সেই দলে যখন অন্য দল থেকে একজনের নেতা হিসেবে প্রত্যাবর্তন ঘটছে তখন সেটা চ্যালেঞ্জ তো বটেই ৷ যদিও ক্রিকেটার হিসেবে ওর জবাব নেই ৷" তবে হার্দিক নেতা হিসেবে ভালোই করবেন বলে মত প্রাক্তন বাঁ-হাতি অলরাউন্ডের ৷

দেশের হয়ে 29টি টেস্ট এবং 120টি ওডিআই খেলা পাঠান বলছেন, "দু'টো বিষয় নিয়ে মুম্বইয়ের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন রয়েছে ৷ কারণ, হার্দিকের চোট-আঘাতের প্রবণতা রয়েছে ৷ যদিও আইপিএল কখনও ও মিস করেনি তবে জাতীয় দলের হয়ে চোট-আঘাত প্রায়শই ওকে ভুগিয়েছে ৷ স্বাভাবিকভাবেই ফ্র্যাঞ্চাইজি এই ব্যাপারে খানিক আশঙ্কিত থাকবেই ৷ আরেকটি বিষয় হল একাধিক নেতা গোছের ক্রিকেটার কীভাবে দলকে এগিয়ে নিয়ে যাবে, সেটাই চ্যালেঞ্জের ৷" তবে মুম্বই ইন্ডিয়ান্স যেহেতু বড় দল তাই সহজেই এই সকল চ্যালেঞ্জ উতরে আসন্ন আইপিএলে ভালো ফলই করবে মুম্বই ৷ জানালেন পাঠান ৷

আরও পড়ুন:

  1. ভারতীয় ফুটবলের উন্নতির জন্য বিজয়নের নেতৃত্বাধীন কমিটিতে কাজ করার সুযোগ পেয়ে খুশি বাইচুং
  2. 'বাজবল' খেলতে টিম মিটিংয়ে বিশ্বাসী নয় ইংল্যান্ড, জানালেন রুট
  3. অশ্বিনকে সরিয়ে প্রথম ভারতীয় পেসার হিসেবে টেস্ট ব়্যাংকিংয়ের শীর্ষে বুমরা

ইটিভি ভারতের মুখোমুখি ইরফান পাঠান

হায়দরাবাদ, 8 ফেব্রুয়ারি: আইপিএলের সপ্তদশ সংস্করণের আগে মুম্বই ইন্ডিয়ান্স সংসারে প্রত্যাবর্তন ঘটেছে হার্দিক পান্ডিয়ার ৷ তার চেয়েও উল্লেখযোগ্য বিষয় হল পাঁচবারের চ্যাম্পিয়ন রোহিত শর্মাকে সরিয়ে ফ্র্যাঞ্চাইজি নয়া অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে বরোদা অলরাউন্ডারকে ৷ 'হিটম্যান'কে সরিয়ে মুম্বইয়ের অধিনায়ক হিসেবে হার্দিকের এই জার্নি সহজ হবে না বলে মত ইরফান পাঠানের ৷

মাস দু'য়েক আগে মিনি অকশনের ঠিক পরেই হার্দিককে গুজরাত থেকে ছিনিয়ে নেয় মুম্বই ৷ যিনি অভিষেক মরশুমেই গুজরাতকে ট্রফির স্বাদ এনে দিয়েছিলেন ৷ গত মরশুমে যদিও ফাইনালে উঠেও ট্রফি হাতছাড়া হয়েছিল তাঁদের, কিন্তু এবার তাঁর কাছে নয়া চ্যালেঞ্জ ৷ কোটিপতি লিগের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজির নেতৃত্বের হাতবদল নিয়ে ইটিভি ভারতকে তাঁর মতামত শেয়ার করলেন ইরফান পাঠান ৷

হায়দরবাদের ভাল্লুরূপাল্লির একটি ইঞ্জিনিয়ারিং কলেজের অনুষ্ঠানে এসে ইটিভি ভারতকে প্রাক্তন জাতীয় অলরাউন্ডার বলেন, "চেন্নাই সুপার কিংসের মতোই মুম্বই ইন্ডিয়ান্সও আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি ৷ কিন্তু অধিনায়কত্বের প্রসঙ্গ যদি আসে তবে নিশ্চিতভাবে মুম্বইয়ের পরিস্থিতি বদলেছে ৷" হার্দিকের কাছে বিষয়টা চ্যালেঞ্জিং কারণ, মুম্বই দলে একাধিক নেতা রয়েছে, মত পাঠানের ৷

2007 টি-20 বিশ্বজয়ী দলের সদস্য বলেন, "রোহিত একজন প্রকৃত নেতা ৷ কিন্তু পরিবর্তে হার্দিক পান্ডিয়া এবার দলের নেতা হিসেবে ফিরছে ৷ এ বিষয়ে অনেককিছু কানাঘুষো কানে আসছে ৷ ফলত নিঃসন্দেহে হার্দিকের জন্য কাজটা কঠিন হতে চলেছে ৷"

পাঠানের কথায়, "মাঠে নেমে মুম্বইকে নেতৃত্ব দেওয়া খুব একটা সহজ কাজ হবে না হার্দিকের জন্য ৷ কারণ সূর্যকুমার যাদবের মত সম্প্রতি জাতীয় দলকে নেতৃত্ব দেওয়া একাধিক ক্রিকেটার রয়েছে দলে ৷ জসপ্রীত বুমরার মতোও দুর্দান্ত নেতা রয়েছে মুম্বইয়ের দলে ৷ হঠাৎ করেই সেই দলে যখন অন্য দল থেকে একজনের নেতা হিসেবে প্রত্যাবর্তন ঘটছে তখন সেটা চ্যালেঞ্জ তো বটেই ৷ যদিও ক্রিকেটার হিসেবে ওর জবাব নেই ৷" তবে হার্দিক নেতা হিসেবে ভালোই করবেন বলে মত প্রাক্তন বাঁ-হাতি অলরাউন্ডের ৷

দেশের হয়ে 29টি টেস্ট এবং 120টি ওডিআই খেলা পাঠান বলছেন, "দু'টো বিষয় নিয়ে মুম্বইয়ের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন রয়েছে ৷ কারণ, হার্দিকের চোট-আঘাতের প্রবণতা রয়েছে ৷ যদিও আইপিএল কখনও ও মিস করেনি তবে জাতীয় দলের হয়ে চোট-আঘাত প্রায়শই ওকে ভুগিয়েছে ৷ স্বাভাবিকভাবেই ফ্র্যাঞ্চাইজি এই ব্যাপারে খানিক আশঙ্কিত থাকবেই ৷ আরেকটি বিষয় হল একাধিক নেতা গোছের ক্রিকেটার কীভাবে দলকে এগিয়ে নিয়ে যাবে, সেটাই চ্যালেঞ্জের ৷" তবে মুম্বই ইন্ডিয়ান্স যেহেতু বড় দল তাই সহজেই এই সকল চ্যালেঞ্জ উতরে আসন্ন আইপিএলে ভালো ফলই করবে মুম্বই ৷ জানালেন পাঠান ৷

আরও পড়ুন:

  1. ভারতীয় ফুটবলের উন্নতির জন্য বিজয়নের নেতৃত্বাধীন কমিটিতে কাজ করার সুযোগ পেয়ে খুশি বাইচুং
  2. 'বাজবল' খেলতে টিম মিটিংয়ে বিশ্বাসী নয় ইংল্যান্ড, জানালেন রুট
  3. অশ্বিনকে সরিয়ে প্রথম ভারতীয় পেসার হিসেবে টেস্ট ব়্যাংকিংয়ের শীর্ষে বুমরা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.