ধরমশালা, 5 মার্চ: বৃহস্পতিবার ধর্মশালায় ভারত বনাম ইংল্যান্ড ম্যাচে কেরিয়ারের 100 তম টেস্ট খেলতে নামছেন জনি বেয়ারস্টো ৷ যা তাঁর গত কয়েক বছরের ক্রিকেট কেরিয়ারে অনেকবড় প্রাপ্তি বলে উল্লেখ করেছেন ইংল্যান্ডের উইকেট-কিপার ব্যাটার ৷ এর কারণ, কেরিয়ারের অনেকটা সময় তাঁকে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে ৷ 34 বছরের বেয়ারস্টো ইংল্যান্ডের 17 নম্বর ক্রিকেটার হিসেবে একশো টেস্টে ম্যাচ খেলবেন ৷ এই পুরো সপ্তাহটা তাঁর জন্য খুবই আবেগ প্রবণ হতে চলেছে বলে জানান বেয়ারস্টো ৷
জনি বেয়ারস্টো বলেন, "এটার গুরুত্ব আমার কাছে অনেক বড় ৷ এটা আমার কাছে একটা আবেগ প্রবণ সপ্তাহ হতে চলেছে ৷" উল্লেখ্য, ছোটবেলাটা খুব একটা সহজ ছিল না জনি বোয়ারস্টোর জন্য ৷ ইংল্যান্ডের প্রয়াত প্রাক্তন উইকেট-কিপার ডেভিড বেয়ারস্টোর ছেলে জনি ৷ তাঁর যখন মাত্র 8 বছর, তখন ডেভিড আত্মঘাতী হয়েছিলেন ৷ সেই সময় জনির মা জ্যানেট পরিবারের হাল ধরেছিলেন ৷ ছেলেকে বড় করা ও পুরো পরিবারের খেয়াল রাখা ৷ সবটাই তিনি একার হাতে করেছিলেন ৷ পরবর্তী সময়ে দু’বার স্তন ক্যান্সারে আক্রান্ত হন জ্যানেট ৷ দু’বারই ক্যান্সারের সঙ্গে যুদ্ধে জয়ী হয়েছেন তিনি ৷
উল্লেখ্য, বিশ্বকাপের সময় ধরমশালার মাঠের ঘাস ও আউট ফিল্ড নিয়ে প্রবল সমালোচনা হয়েছিল ৷ শক্ত আউটফিল্ডে প্লেয়াররা ডাইভ দিতে ভয় পাচ্ছিলেন বিশ্বকাপের সময় ৷ ইংল্যান্ড অন্যতম দল ছিল, যাঁরা ধর্মশালার মাঠের সমালোচনা করেছিল ৷ কিন্তু, এদিন জনি বেয়ারস্টো ধর্মশালার মাঠ ও মাঠের কর্মীদের প্রশংসা করলেন ৷ তিনি বলেন, "ওয়ান-ডে বিশ্বকাপের সময় মাঠের যা পরিস্থিতি ছিল, সেখান থেকে গ্রাউন্ডসম্যানরা অসাধারণ কাজ করেছেন আউটফিল্ডে ৷ আর পিচ দেখে খুবই ভালো মনে হচ্ছে ৷ পেস বোলাররা এই পিচ থেকে সাহায্য অবশ্যই পাবেন ৷ দু’টো দলই সুবিধা নিতে পারবে পরিবেশের ৷"
আরও পড়ুন: