ETV Bharat / sports

যুবভারতীতে নিষ্ফলা হাইভোল্টেজ কলকাতা ডার্বি, পয়েন্ট ভাগাভাগি দুই প্রধানের - আইএসএল

ISL Kolkata Derby: আইএসএলের কলকাতা ডার্বিতে প্রথমবার সবুজ-মেরুনের চোখে চোখ রেখে লড়ল লাল-হলুদ ৷ ম্যাচে দু'বার এগিয়ে গিয়েও জয় মাঠেই রেখে এল সুপার কাপ চ্যাম্পিয়নরা ৷ চলতি আইএসএলের প্রথম কলকাতা ডার্বি শেষ হল অমিমাংসিতভাবে ৷ খেলার ফল 2-2 ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 3, 2024, 9:40 PM IST

Updated : Feb 3, 2024, 10:12 PM IST

কলকাতা, 3 ফেব্রুয়ারি: আইএসএলে সম্ভবত প্রথমবার ডার্বিতে ধারেভারে মোহনবাগানকে পাল্লা দিতে নেমেছিল ইস্টবেঙ্গল ৷ যদিও পর্যাপ্ত অনুশীলন কিংবা বিদেশি হাতে পাওয়ার নিরিখে আন্তোনিও হাবাসের থেকে খানিক পিছিয়েই ছিলেন লাল-হলুদ কোচ কার্লেস কুয়াদ্রাত ৷ তবু আইএসএলের কলকাতা ডার্বিতে প্রথমবার সবুজ-মেরুনের চোখে চোখ রেখে লড়ল লাল-হলুদ ৷ ম্যাচে দু'বার এগিয়ে গিয়েও জয় মাঠেই রেখে এল সুপার কাপ চ্যাম্পিয়নরা ৷ চলতি আইএসএলের প্রথম কলকাতা ডার্বি শেষ হল অমিমাংসিতভাবে ৷ খেলার ফল 2-2 ৷

ইস্টবেঙ্গলের পক্ষে গোল অজয় ছেত্রী ও ক্লেইটন সিলভার। পক্ষান্তরে বাগানের হয়ে গোল আর্মান্দো সাদিকু এবং দিমিত্রি পেত্রাতোসের। এই ড্রয়ের ফলে আইএসএলে টানা ছ'ম্যাচে অপরাজিত ইস্টবেঙ্গল। সুপার কাপের পাঁচ জয় ধরলে টানা এগারো ম্যাচ অপরাজিত লাল হলুদ। অন্যদিকে কোচ বদলেও আইএসএলে জয়ে সরণিতে ফিরতে ব্যর্থ মোহনবাগান।

এদিন ম্যাচ শুরুর তিন মিনিটে নিশুকুমারের সেন্টারে পা ছুঁইয়ে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন অজয় ছেত্রী। সৌভিক চক্রবর্তীর পরিবর্তে প্রথমবার একাদশে শুরু করেই সফল অজয়। গোল করার পাশাপাশি প্রতিপক্ষের আক্রমণ ভাঙায় নেতৃত্ব দিলেন তিনি। শুরুর ধাক্কা সরিয়ে যদিও মোহনবাগান খেলায় ফেরে। একের পর এক আক্রমণে লাল-হলুদ রক্ষণকে ব্যতিব্যস্ত করে তোলে তারা। তারই ফলশ্রুতিতে 18 মিনিটে সমতায় ফেরে সবুজ-মেরুন। ব্র্যান্ডন হামিলের পাস থেকে গোল সাদিকুর। এরপর 40 মিনিটে সাদিকু ওপেন সিটার মিস না-করলে যদিও প্রথমার্ধে এগিয়ে যেত সবুজ-মেরুন।

ম্যাচ শুরুর আগে হুগো বুমোস কোনও অজ্ঞাত কারণে দলে থাকলেন না। রক্ষন শক্তিশালী করতে আনোয়ার আলিকে দলে রেখেছিলেন হাবাস। কিন্তু তিনি ফের চোট পেয়ে বাইরে। একই ভাবে চোট পেয়ে বাইরে চলে গেলেন লাল-হলুদের ক্রেসপো। বিরতির পর দুই দলের তুল্যমূল্য লড়াইয়ে আধিপত্য ইস্টবেঙ্গলেরই ৷ 52 মিনিটে নাওরেম মহেশ সিংকে বক্সের মধ্যে ফাউল করলে ইস্টবেঙ্গল পেনাল্টি পায়। গোল করতে ভুল করেননি বার্থডে বয় ক্লেইটন।

লাল-হলুদের জয় যখন নিশ্চিত ধরে নিয়েছে স্টেডিয়ামের 58 হাজার দর্শক, তখনই পাশা বদল। 87 মিনিটে মোহনবাগানকে সমতায় ফেরান পেত্রাতোস। হাবাস বলেছিলেন তিনি ডার্বিতে হারেননি। পেত্রাতোসের গোল তার অপরাজিত থাকার রেকর্ড রক্ষা হল। তবে আইএসএল ডার্বিতে পয়েন্টের খাতা খুলল ইস্টবেঙ্গল। আপাতত 11 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে সাতে ইস্টবেঙ্গল ৷ সুপারজায়ান্টের সমসংখ্যক ম্যাচে পয়েন্ট কুড়ি।

আরও পড়ুন:

  1. নিলামে উঠছে মেসি-বার্সেলোনার প্রথম 'রুমাল' চুক্তি
  2. হিসেবি কুয়াদ্রাত, নয়া কৌশল হাবাসের ; ইস্ট-মোহন ডার্বি ঘিরে জমজমাট ময়দান

কলকাতা, 3 ফেব্রুয়ারি: আইএসএলে সম্ভবত প্রথমবার ডার্বিতে ধারেভারে মোহনবাগানকে পাল্লা দিতে নেমেছিল ইস্টবেঙ্গল ৷ যদিও পর্যাপ্ত অনুশীলন কিংবা বিদেশি হাতে পাওয়ার নিরিখে আন্তোনিও হাবাসের থেকে খানিক পিছিয়েই ছিলেন লাল-হলুদ কোচ কার্লেস কুয়াদ্রাত ৷ তবু আইএসএলের কলকাতা ডার্বিতে প্রথমবার সবুজ-মেরুনের চোখে চোখ রেখে লড়ল লাল-হলুদ ৷ ম্যাচে দু'বার এগিয়ে গিয়েও জয় মাঠেই রেখে এল সুপার কাপ চ্যাম্পিয়নরা ৷ চলতি আইএসএলের প্রথম কলকাতা ডার্বি শেষ হল অমিমাংসিতভাবে ৷ খেলার ফল 2-2 ৷

ইস্টবেঙ্গলের পক্ষে গোল অজয় ছেত্রী ও ক্লেইটন সিলভার। পক্ষান্তরে বাগানের হয়ে গোল আর্মান্দো সাদিকু এবং দিমিত্রি পেত্রাতোসের। এই ড্রয়ের ফলে আইএসএলে টানা ছ'ম্যাচে অপরাজিত ইস্টবেঙ্গল। সুপার কাপের পাঁচ জয় ধরলে টানা এগারো ম্যাচ অপরাজিত লাল হলুদ। অন্যদিকে কোচ বদলেও আইএসএলে জয়ে সরণিতে ফিরতে ব্যর্থ মোহনবাগান।

এদিন ম্যাচ শুরুর তিন মিনিটে নিশুকুমারের সেন্টারে পা ছুঁইয়ে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন অজয় ছেত্রী। সৌভিক চক্রবর্তীর পরিবর্তে প্রথমবার একাদশে শুরু করেই সফল অজয়। গোল করার পাশাপাশি প্রতিপক্ষের আক্রমণ ভাঙায় নেতৃত্ব দিলেন তিনি। শুরুর ধাক্কা সরিয়ে যদিও মোহনবাগান খেলায় ফেরে। একের পর এক আক্রমণে লাল-হলুদ রক্ষণকে ব্যতিব্যস্ত করে তোলে তারা। তারই ফলশ্রুতিতে 18 মিনিটে সমতায় ফেরে সবুজ-মেরুন। ব্র্যান্ডন হামিলের পাস থেকে গোল সাদিকুর। এরপর 40 মিনিটে সাদিকু ওপেন সিটার মিস না-করলে যদিও প্রথমার্ধে এগিয়ে যেত সবুজ-মেরুন।

ম্যাচ শুরুর আগে হুগো বুমোস কোনও অজ্ঞাত কারণে দলে থাকলেন না। রক্ষন শক্তিশালী করতে আনোয়ার আলিকে দলে রেখেছিলেন হাবাস। কিন্তু তিনি ফের চোট পেয়ে বাইরে। একই ভাবে চোট পেয়ে বাইরে চলে গেলেন লাল-হলুদের ক্রেসপো। বিরতির পর দুই দলের তুল্যমূল্য লড়াইয়ে আধিপত্য ইস্টবেঙ্গলেরই ৷ 52 মিনিটে নাওরেম মহেশ সিংকে বক্সের মধ্যে ফাউল করলে ইস্টবেঙ্গল পেনাল্টি পায়। গোল করতে ভুল করেননি বার্থডে বয় ক্লেইটন।

লাল-হলুদের জয় যখন নিশ্চিত ধরে নিয়েছে স্টেডিয়ামের 58 হাজার দর্শক, তখনই পাশা বদল। 87 মিনিটে মোহনবাগানকে সমতায় ফেরান পেত্রাতোস। হাবাস বলেছিলেন তিনি ডার্বিতে হারেননি। পেত্রাতোসের গোল তার অপরাজিত থাকার রেকর্ড রক্ষা হল। তবে আইএসএল ডার্বিতে পয়েন্টের খাতা খুলল ইস্টবেঙ্গল। আপাতত 11 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে সাতে ইস্টবেঙ্গল ৷ সুপারজায়ান্টের সমসংখ্যক ম্যাচে পয়েন্ট কুড়ি।

আরও পড়ুন:

  1. নিলামে উঠছে মেসি-বার্সেলোনার প্রথম 'রুমাল' চুক্তি
  2. হিসেবি কুয়াদ্রাত, নয়া কৌশল হাবাসের ; ইস্ট-মোহন ডার্বি ঘিরে জমজমাট ময়দান
Last Updated : Feb 3, 2024, 10:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.