ভুবনেশ্বর, 23 এপ্রিল: আইএসএল প্লে-অফের দ্বিতীয় দ্রুততম গোলের সুবিধা মোহনবাগান সুপার জায়ান্ট আট মিনিট ধরে রাখতে পারেনি। সময় যত গড়িয়েছে আধিপত্য বিস্তারের আশাও ধাক্কা খেল একইসঙ্গে। প্রথমার্ধে মোহনবাগান 1-2 গোলে ওড়িশা এফসির বিরুদ্ধে পিছিয়ে।
তিন মিনিটে দিমিত্রি পেত্রাতোসের কর্নারে মাথা ছুঁইয়ে মোহনবাগান সুপার জায়ান্টকে এগিয়ে দেন মনবীর সিং। শুরুতেই এগিয়ে যাওয়ার সুবিধা দেখে মনে হয়েছিল লিগ শিল্ড চ্যাম্পিয়নরা ম্যাচের নিয়ন্ত্রক হয়ে উঠবে। কিন্তু পিছিয়ে পড়ার ধাক্কা সামলে একের পর এক আক্রমণ তুলে নিয়ে আসতে থাকে ওড়িশা। সাত থেকে এগারো মিনিটে পাঁচটি কর্নার তুলে নেয় সের্গেই লোবেরার ছেলেরা। শেষ পর্যন্ত 11 মিনিটে আহমেদ জাহুর কর্নার থেকে ওড়িশাকে সমতায় ফেরান কার্লোস দেলগার্ডো।
দু'মিনিট পরে রয় কৃষ্ণকে বক্সের মধ্যে বিশাল কাইথ ফাউল করায় ওড়িশা পেনাল্টি পায়। কিন্তু রেফারিকে ভুল শুধরে দেন লাইন্সম্যান। কারণ রয় কৃষ্ণ অফসাইডে থাকা অবস্থায় বল ধরেছিলেন। ফলে ওড়িশা পেনাল্টি পাওয়ার বদলে মোহনবাগান সুপার জায়ান্ট ফ্রি-কিক পায়। এরপর দু'দলের নিয়ন্ত্রক হয়ে ওঠার লড়াই। সেই চেষ্টায় এগিয়ে ছিল ওড়িশা। আহমেদ জাহু, রয় কৃষ্ণর যুগলবন্দীর সঙ্গে ইশাক রালতে, জেরিদের নিরন্তর দৌড়ে ওড়িশা একের পর এক আক্রমণ তুলে নিয়ে আসতে থাকে।
39 মিনিটে অমরিন্দর সিংয়ের বাড়ানো উঁচু বল ধরে শুভাশিস বসু এবং ইউস্তেকে বোকা বানিয়ে ওড়িশা এফসির দ্বিতীয় গোলটি করে যান রয় কৃষ্ণ। ফিজিয়ান স্ট্রাইকার যেন পুরানো দলের বিরুদ্ধে নিজেকে প্রমাণ করতে নেমেছেন। কার্যত একক দক্ষতায় আনোয়ার, ইউস্তে, শুভাশিসদের অস্বস্তি বাড়িয়ে চলেছেন।
আরও পড়ুন: