মুম্বই, 29 সেপ্টেম্বর: আসন্ন মরশুমের আগে নিলাম থেকে শুরু করে ক্রিকেটার ধরে রাখা, আইপিএলের বিভিন্ন ক্ষেত্রে আসছে একাধিক বদল ৷ 2025 আইপিএলে আত্মপ্রকাশ ঘটছে ক্রিকেটারদের ম্য়াচ ফি'র বিষয়টিও ৷ খোলনলচে অনেকটাই বদলে আইপিএলের নয়া সংস্করণের আগে আরও একটি নিয়ম বেশ চর্চায় এসেছে ৷ নিলামে বিক্রিত হওয়ার পরও নানা অজুহাতে ক্রিকেটাররা নাম প্রত্যাহার করে নেন আইপিএল থেকে ৷ এবার থেকে এমনটা হলে সংশ্লিষ্ট ক্রিকেটার দু'বছরের জন্য নিষিদ্ধ হবেন আইপিএল থেকে ৷
বোর্ড এহেন সিদ্ধান্তের প্রশংসায় পঞ্চমুখ ইরফান পাঠান ৷ সোশাল মিডিয়ায় নয়া এই সিদ্ধান্তকে স্বাগত জানালেন প্রাক্তন অলরাউন্ডার ৷ আইপিএলের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, "নিলামে বিক্রিত হওয়া কোনও ক্রিকেটার যদি মরশুম শুরুর আগে আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নেন, সেক্ষেত্রে আগামী দু'টি মরশুমে টুর্নামেন্টে অংশগ্রহণ এবং নিলামের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ হবে সংশ্লিষ্ট ক্রিকেটারের ক্ষেত্রে ৷"
গত কয়েকবছর ধরে এই ঘটনা নিয়ে সরব ছিলেন ইরফান পাঠান ৷ শেষমেশ এই ব্য়াপারে আইপিএল এবং বোর্ড নজর দেওয়ায় খুশি প্রাক্তন বরোদা ক্রিকেটার ৷ এক্স হ্য়ান্ডেলে তিনি লেখেন, "গত দু'বছর ধরে আমি বিষয়টা নিয়ে কথা বলে আসছি ৷ শেষমেশ বোর্ডের এই সিদ্ধান্ত দেখে খুশি ৷ নিলামে বিক্রিত থেকে কোনও ক্রিকেটার নাম প্রত্যাহার করলে তাঁকে দু'বছরের জন্য নিষিদ্ধ করা হবে ৷ অনেকদিক থেকে আইপিএল শক্তিশালী হচ্ছে ৷"
Last two years I kept talking abt this. it’s Great to see decision taken by @BCCI ! Players who declare unavailability after being picked in the auction will now face a two-year ban. The @IPL is getting stronger in many ways.
— Irfan Pathan (@IrfanPathan) September 29, 2024
2024 আইপিএল শুরুর আগে একাধিক ক্রিকেটার নিলামে বিক্রিত হওয়া সত্ত্বেও নাম তুলে নিয়েছিলেন ৷ যার প্রকৃষ্ট উদাহরণ কেকেআরের জেসন রয় ৷ তাঁর পরিবর্ত হিসেবে ইংল্য়ান্ডেরই ফিল সল্টকে অন্তর্ভুক্ত করেছিল নাইট শিবির ৷ ফলত নয়া এই নিয়ম ফ্র্যাঞ্চাইজির প্রতি ক্রিকেটারদের দায়বদ্ধতা বাড়াবে বলেই মনে করা হচ্ছে ৷ পাশাপাশি ক্রিকেটাররাও অনেক বেশি বিশ্বস্ত হয়ে উঠবেন ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে ৷