হায়দরাবাদ, 31 অক্টোবর: এমন আড়ম্বরপূর্ণ ক্রিকেট ধরে রাখার প্রক্রিয়া এর আগে সম্ভবত দেখেনি ইন্ডিয়ান প্রিমিয়র লিগ ৷ 2025-এ এসে এই উত্তেজনার কারণও আছে যথেষ্ট ৷ ক্যাপড এবং আনক্যাপড প্লেয়ার ধরে রাখার ব্যাপারে নয়া নিয়ম, রাইট-টু-ম্যাচ কার্ড ব্যবহারে কিছুটা বদল আইপিএল রিটেনশন প্রক্রিয়াকে আরও আকর্ষণীয় করে তুলেছে ৷ যার ডেডলাইড ছিল 31 অক্টোবর, অর্থাৎ আজ বিকেল 5টা ৷ কিছুক্ষণ আগেই সামনে এল রিটেনশনের তালিকা ৷ দেখে নিন একনজরে ৷
চেন্নাই সুপার কিংস: আনক্যাপড হিসেবে মহেন্দ্র সিং ধোনিকে রিটেন করল পাঁচবারের চ্যাম্পিয়নরা ৷ সঙ্গে রুতুরাজ গায়কোয়াড়, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে ও সিংহলি পেসার মাথিসা পাথিরানাকে ধরে রাখল তাঁরা ৷ কমপক্ষে 65 কোটি টাকা খরচ করে পাঁচ ক্রিকেটারকে ধরে রাখল সিএসকে ৷
কলকাতা নাইট রাইডার্স: শ্রেয়স আইয়ারকে যে নাইটরা ছাড়ছে, সেটা চর্চার শিরোনামে ছিল গত কয়েকদিন ধরেই ৷ এদিন চূড়ান্ত তালিকা আসতে মিলে গেল তা ৷ আইপিএল জেতানো অধিনায়কের পাশাপাশি অনুরাগীদের খানিকটা অবাক করেছিল আন্দ্রে রাসেলকেও ছেড়ে দেওয়ার খবর ৷ তবে ক্য়ারিবিয়ান অলরাউন্ডারকে ধরে রাখল ডিফেন্ডিং চ্য়াম্পিয়নরা ৷ পাশাপাশি কেকেআর ধরে রাখল সুনীল নারিন, রিঙ্কু সিং, হর্ষিত রানা, রমনদীপ সিং ও বরুণ চক্রবর্তীকেও ৷ অর্থাৎ, সর্বাধিক 6 ক্রিকেটারকেই রেখে দিল পার্পল ব্রিগেড ৷
Here are your retained Knights 💜
— KolkataKnightRiders (@KKRiders) October 31, 2024
Next Stop: #TATAIPLAuction 💰🔨 pic.twitter.com/fvr1kwWoYn
গুজরাত টাইটান্স: শুভমন গিল, রশিদ খান, সাই সুদর্শনের সঙ্গে রাহুল তেওয়াটিয়া (আনক্যাপড) ও শাহরুখ খানকে (আনক্যাপড) ধরে রাখল 2022 চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স ৷
লখনউ সুপার জায়ান্টস: জোড়া আনক্যাপড ক্রিকেটার মহসিন খান ও আযুষ বাদোনির সঙ্গে এলএসজি ধরে রাখল নিকোলাস পুরান, ময়াঙ্ক যাদব ও রবি বিষ্ণোইকে ৷
রাজস্থান রয়্যালস: প্রথমবারের চ্য়াম্পিয়নরা কাকে ধরে রাখে, তা নিয়ে বেশ আগ্রহ তৈরি হয়েছিল অনুরাগী মহলে ৷ কারণ ইংরেজ স্টাম্পার-ব্যাটার জস বাটলারকে যে তাঁরা ছেড়ে দিচ্ছে, জানা গিয়েছিল আগেই ৷ চূড়ান্ত তালিকায় দেখা গেল বাটলারের পাশাপাশি রিটেইনড হলেন না লেগস্পিনার যুজবেন্দ্র চাহালও ৷ তবে 6 ক্রিকেটারকেই ধরে রাখল তাঁরা ৷ যশস্বী জয়সওয়াল ও সঞ্জু স্যামসনের পাশাপাশি সন্দীপ শর্মা, শিমরন হেটমায়ের, ধ্রুব জুরেল ও রিয়ান পরাগকে রেখে দিল তাঁরা ৷
সানরাইজার্স হায়দরাবাদ: বিরাট অংক দিয়ে গত মরশুমে কেনা অধিনায়ক প্যাট কামিন্স ও ব্যাটার হেনরিক ক্লাসেনকে প্রত্যাশামতই ধরে রাখল এসআরএইচ ৷ এছাড়া ট্রেভিস হেড ও ভারতীয়দের মধ্যে অভিষেক শর্মা ও নীতিশ রেড্ডিকে ধরে রাখল 2016 চ্যাম্পিয়নরা ৷
Very Surprising selection by @PunjabKingsIPL just retained 2 players,
— Savan Mehta (@Saone_Mehta) October 31, 2024
DC,KKR, LSG,PBKS,RCB Didn't retain their Last season skipper.
PBKS will Go In Auction table with Highest Purse. pic.twitter.com/zkHSDiFruR
দিল্লি ক্যাপিটালস: ঋযভ পন্তকে দিল্লির রিটেইন করল না জল্পনায় সিলমোহর দিয়েই ৷ তাঁরা ধরে রাখল অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, অভিষেক পোড়েল (আনক্যাপড) ও প্রোটিয়া ক্রিকেটার ট্রিস্টান স্টাবসকে ৷
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: আরসিবি ছেড়ে দিল ফ্যাফ ডু'প্লেসি, মহম্মদ সিরাজকে ৷ বিরাট কোহলির পাশে তাঁরা ধরে রাখল রজত পতিদার ও যশ দয়ালকে ৷
মুম্বই ইন্ডিয়ান্স: মুম্বই ইন্ডিয়ান্সে তেমন কোনও চমক নেই ৷ রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়াকে রিটেন করে দল সাজানোর পাশাপাশি সূর্যকুমার যাদব, স্পিডস্টার জসপ্রীত বুমরা ও তিলক বর্মাকে ধরে রাখল তাঁরা ৷
পঞ্জাব কিংস: কোনও ক্যাপড নয়, বরং দুই আনক্যাপড ক্রিকেটার প্রভসিমরন সিং ও শশাঙ্ক সিংকে কেবল ধরে রাখল প্রীতি জিন্টার পঞ্জাব ৷ আর্শদীপ সিংকেও ছেড়ে দিল তাঁরা ৷