ETV Bharat / sports

নাইটদের নজরে লিগ টেবিলে 1 নম্বর স্থান, আজ প্রতিপক্ষ শুভমনের গুজরাত - IPL 2024 - IPL 2024

IPL 2024: একদিকে আইপিএল সিজন 17’র প্লে-অফে কোয়ালিফাই করা প্রথম দল কলকাতা নাইট রাইডার্স ৷ আর উলটোদিকে শুভমন গিলের গুজরাত টাইটান্স ৷ যাদের কাছে প্লে-অফের দৌড়ে টিকে থাকতে হলে সব ম্যাচেই ডু-অর-ডাই ৷

ETV BHARAT
আজ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কেকেআরের প্রতিপক্ষ গুজরাত টাইটান্স (ছবি- কেকেআর এক্স হ্যান্ডেল)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 13, 2024, 11:04 AM IST

আমেদাবাদ, 13 মে: আইপিএলের পয়েন্ট টেবিলে একনম্বর স্থান নিশ্চিত করতে কলকাতা নাইট রাইডার্সের দরকার মাত্র একটা ম্যাচে জয় ৷ ইতিমধ্যে, 9 ম্যাচ জিতে 18 পয়েন্ট নিয়ে প্রথম দল হিসেবে আইপিএল প্লে-অফে যোগ্যতা অর্জন করেছে নাইটরা ৷ হাতে এখনও দু’ম্যাচ ৷ যার একটি আজ গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৷ আর প্রতিপক্ষ গুজরাতের সামনে নাইটদের বিরুদ্ধে জেতা ছাড়া দ্বিতীয় কোনও বিকল্প নেই ৷

আইপিএল সিজন 17’র প্লে-অফের দৌড় থেকে বেশ কয়েকদিন আগেই ছিটকে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ও পঞ্জাব কিংস ৷ শুভমন গিলরা আজ হারলে তৃতীয় দল হিসেবে এলিমিনেট হবে সবরমতীর পাড়ের দল ৷ তাই ঘরের মাঠে শুভমন, রাশিদ, তেওয়াতিয়ারা সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে ৷ বিশেষত, গত ম্যাচে দুই ওপেনার অধিনায়ক শুভমন গিল এবং সাই সুদর্শনের জোড়া সেঞ্চুরি টাইটান্সের আত্মবিশ্বাস বাড়িয়েছে ৷ বিশেষত, চেন্নাই সুপার কিংসকে ঘরের মাঠে হারানোর পর, নাইটদের বিরুদ্ধে বাড়তি আত্মবিশ্বাস ও উৎসাহ নিয়ে নামবে তারা ৷

চলতি আইপিএলে শুরুর কয়েকটি ম্যাচ বাদ দিলে, পুরো মরশুমে ফর্ম হাতড়ে বেরিয়েছেন শুভমন ৷ তবে, সিএসকে-র বিরুদ্ধে সেঞ্চুরিতে রানে ফিরে পেয়েছেন তিনি ৷ তবে, কেকেআরের সামনে চ্যালেঞ্জটা একটু বেশি কঠিন ৷ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দু’রকমের পিচ রয়েছে ৷ একটি মন্থর, আরেকটি বাউন্সে ভরা উইকেট ৷ যেখানে পেসার থেকে ব্যাটার সবাই সুবিধা পাবেন ৷ আর এখানেই বাকি দলের থেকে নাইটরা অনেক এগিয়ে ৷ মন্থর পিচে কেকেআরের প্রধান অস্ত্র সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী ৷ সঙ্গে সুয়স শর্মা রয়েছেন ৷

আর বাউন্স ও গতিতে ভরা উইকেটে নাইটদের হাতিয়ার মিচেল স্টার্ক, বৈভব আরোরা, হর্ষিত রানা, আন্দ্রে রাসেলরা ৷ তবে, সুনীল নারিনের জন্য পিচ খুব একটা গুরুত্ব পায় না ৷ আর নাইট ব্যাটিংয়ের এই মরশুমে একটাই মন্ত্র ৷ পিচ যাই হোক, শুরু থেকে বিস্ফোরক ব্যাটিংয়ে প্রতিপক্ষকে ছিন্নভিন্ন করে দাও ৷ তাই কোচ আশিস নেহরা এবং অধিনায়ক শুভমনের বড় মাথাব্যথা নাইটদের আগ্রাসী ব্যাটিং ৷ শুরুতে ফিল সল্ট এবং সুনীল নারাইন ৷ আর তিন ও চার নম্বরে ভেঙ্কটেশ আইয়ার ও শ্রেয়স আইয়ার ৷ আঙুলের চোট সারিয়ে পাঁচ নম্বরে নীতীশ রানা কামব্যাক করেই রানে ফিরেছেন ৷

তবে, নাইটদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে রিঙ্কু সিংয়ের ফর্ম ৷ লোয়ার মিডল-অর্ডারে নেমে রান পাচ্ছেন না রিঙ্কু ৷ তাই শেষের দিকে আন্দ্রে রাসেল এবং রমনদীপ সিংকে বাড়তি চাপ নিতে হচ্ছে ৷ তবে, গুজরাতের বিরুদ্ধে আজকের ম্যাচে তা খুব একটা সমস্যার বিষয় নাও হতে পারে ৷ এর প্রধান কারণ, গুজরাতের বোলিং ৷ চোট সারিয়ে ফিরে রাশিদ খান এখনও ছন্দ খুঁজছেন ৷ সেখানেই মোহিত শর্মা টুর্নামেন্টের মাঝপথে ফর্ম হারিয়েছেন ৷ নূর কোনও ম্যাচে হিট, তো কোনও ম্যাচ ফ্লপ ৷ জসুয়া লিটল এবং উমেশ যাদবরাও খুব একটা কার্যকর হননি ৷ টেবিল টপারদের বিরুদ্ধে আট নম্বরে থাকা টাইটান্সের লড়াইটা খুবই অসম ৷

আরও পড়ুন:

  1. দিল্লিকে বড় রানের ব্যবধানে হারাল বেঙ্গালুরু, টানা পাঁচ ম্যাচের জয়ে 5 নম্বরে উঠলেন কোহলিরা
  2. বল হাতে দুরন্ত সিমরজিৎ, রয়্যালস 'বধ' করে প্লে-অফ সম্ভাবনা জোরালো করল চেন্নাই
  3. নভেম্বরে ক্যাঙারুর দেশে লাল বলের ক্রিকেটে প্রত্যাবর্তন শামির!

আমেদাবাদ, 13 মে: আইপিএলের পয়েন্ট টেবিলে একনম্বর স্থান নিশ্চিত করতে কলকাতা নাইট রাইডার্সের দরকার মাত্র একটা ম্যাচে জয় ৷ ইতিমধ্যে, 9 ম্যাচ জিতে 18 পয়েন্ট নিয়ে প্রথম দল হিসেবে আইপিএল প্লে-অফে যোগ্যতা অর্জন করেছে নাইটরা ৷ হাতে এখনও দু’ম্যাচ ৷ যার একটি আজ গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৷ আর প্রতিপক্ষ গুজরাতের সামনে নাইটদের বিরুদ্ধে জেতা ছাড়া দ্বিতীয় কোনও বিকল্প নেই ৷

আইপিএল সিজন 17’র প্লে-অফের দৌড় থেকে বেশ কয়েকদিন আগেই ছিটকে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ও পঞ্জাব কিংস ৷ শুভমন গিলরা আজ হারলে তৃতীয় দল হিসেবে এলিমিনেট হবে সবরমতীর পাড়ের দল ৷ তাই ঘরের মাঠে শুভমন, রাশিদ, তেওয়াতিয়ারা সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে ৷ বিশেষত, গত ম্যাচে দুই ওপেনার অধিনায়ক শুভমন গিল এবং সাই সুদর্শনের জোড়া সেঞ্চুরি টাইটান্সের আত্মবিশ্বাস বাড়িয়েছে ৷ বিশেষত, চেন্নাই সুপার কিংসকে ঘরের মাঠে হারানোর পর, নাইটদের বিরুদ্ধে বাড়তি আত্মবিশ্বাস ও উৎসাহ নিয়ে নামবে তারা ৷

চলতি আইপিএলে শুরুর কয়েকটি ম্যাচ বাদ দিলে, পুরো মরশুমে ফর্ম হাতড়ে বেরিয়েছেন শুভমন ৷ তবে, সিএসকে-র বিরুদ্ধে সেঞ্চুরিতে রানে ফিরে পেয়েছেন তিনি ৷ তবে, কেকেআরের সামনে চ্যালেঞ্জটা একটু বেশি কঠিন ৷ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দু’রকমের পিচ রয়েছে ৷ একটি মন্থর, আরেকটি বাউন্সে ভরা উইকেট ৷ যেখানে পেসার থেকে ব্যাটার সবাই সুবিধা পাবেন ৷ আর এখানেই বাকি দলের থেকে নাইটরা অনেক এগিয়ে ৷ মন্থর পিচে কেকেআরের প্রধান অস্ত্র সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী ৷ সঙ্গে সুয়স শর্মা রয়েছেন ৷

আর বাউন্স ও গতিতে ভরা উইকেটে নাইটদের হাতিয়ার মিচেল স্টার্ক, বৈভব আরোরা, হর্ষিত রানা, আন্দ্রে রাসেলরা ৷ তবে, সুনীল নারিনের জন্য পিচ খুব একটা গুরুত্ব পায় না ৷ আর নাইট ব্যাটিংয়ের এই মরশুমে একটাই মন্ত্র ৷ পিচ যাই হোক, শুরু থেকে বিস্ফোরক ব্যাটিংয়ে প্রতিপক্ষকে ছিন্নভিন্ন করে দাও ৷ তাই কোচ আশিস নেহরা এবং অধিনায়ক শুভমনের বড় মাথাব্যথা নাইটদের আগ্রাসী ব্যাটিং ৷ শুরুতে ফিল সল্ট এবং সুনীল নারাইন ৷ আর তিন ও চার নম্বরে ভেঙ্কটেশ আইয়ার ও শ্রেয়স আইয়ার ৷ আঙুলের চোট সারিয়ে পাঁচ নম্বরে নীতীশ রানা কামব্যাক করেই রানে ফিরেছেন ৷

তবে, নাইটদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে রিঙ্কু সিংয়ের ফর্ম ৷ লোয়ার মিডল-অর্ডারে নেমে রান পাচ্ছেন না রিঙ্কু ৷ তাই শেষের দিকে আন্দ্রে রাসেল এবং রমনদীপ সিংকে বাড়তি চাপ নিতে হচ্ছে ৷ তবে, গুজরাতের বিরুদ্ধে আজকের ম্যাচে তা খুব একটা সমস্যার বিষয় নাও হতে পারে ৷ এর প্রধান কারণ, গুজরাতের বোলিং ৷ চোট সারিয়ে ফিরে রাশিদ খান এখনও ছন্দ খুঁজছেন ৷ সেখানেই মোহিত শর্মা টুর্নামেন্টের মাঝপথে ফর্ম হারিয়েছেন ৷ নূর কোনও ম্যাচে হিট, তো কোনও ম্যাচ ফ্লপ ৷ জসুয়া লিটল এবং উমেশ যাদবরাও খুব একটা কার্যকর হননি ৷ টেবিল টপারদের বিরুদ্ধে আট নম্বরে থাকা টাইটান্সের লড়াইটা খুবই অসম ৷

আরও পড়ুন:

  1. দিল্লিকে বড় রানের ব্যবধানে হারাল বেঙ্গালুরু, টানা পাঁচ ম্যাচের জয়ে 5 নম্বরে উঠলেন কোহলিরা
  2. বল হাতে দুরন্ত সিমরজিৎ, রয়্যালস 'বধ' করে প্লে-অফ সম্ভাবনা জোরালো করল চেন্নাই
  3. নভেম্বরে ক্যাঙারুর দেশে লাল বলের ক্রিকেটে প্রত্যাবর্তন শামির!
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.