ETV Bharat / sports

অস্তাচলে কিংবদন্তি ! বাইশ গজকে বিদায় জানালেন রবিচন্দ্রন অশ্বিন - RAVICHANDRAN ASHWIN RETIREMENT

অনিল কুম্বলের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে টেস্ট ক্রিকেটে পাঁচশো উইকেটের মাইলস্টোন তাঁর দখলে ৷ বাইশ গজকে বিদায় জানালেন অ্যাশ ৷

Ashwin
বাইশ গজকে বিদায় জানালেন অশ্বিন (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : Dec 18, 2024, 11:38 AM IST

Updated : Dec 18, 2024, 12:22 PM IST

ব্রিসবেন, 18 ডিসেম্বর: অস্তাচলে রবিচন্দ্রন অশ্বিন ৷ ব্রিসবেন টেস্টের পরই দেশের সর্বকালের অন্যতম সেরা স্পিনার জানিয়ে দিলেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে সন্ন্যাস নিচ্ছেন তিনি ৷ টেস্টে ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় এবং বিশ্বের নবম ক্রিকেটার হিসেবে পাঁচশো উইকেট নেওয়ার বছরেই বাইশ গজকে বিদায় জানালেন ভারতের ফিঙ্গার স্পিনার ৷

ব্রিসবেন টেস্টের পর অধিনায়ক রোহিত শর্মার সঙ্গেই সাংবাদিক বৈঠকে আসেন রবি অশ্বিন । ভারতের অন্যতম সেরা স্পিনার বলেন, “আমার এখানে আসার কথা ছিল না । কিন্তু একটা কথা জানানোর রয়েছে ৷ আন্তর্জাতিক ক্রিকেটে আজই আমার শেষদিন ৷ আমি বাইশ গজ থেকে অবসর নিচ্ছি ।’’ যদিও আইপিএলে খেলতে দেখা যাবে তাঁকে ৷ নিলামে তাঁকে কিনেছে পুরনো দল চেন্নাই সুপার কিংস ৷

টেস্ট ক্রিকেটে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী । ব্রিসবেন টেস্টের পরই কেরিয়ারে দাড়ি টেনেছেন 38 বছর বয়সি স্পিনার ৷ 13 বছরের দীর্ঘ কেরিয়ারে 537টি টেস্ট উইকেট নিয়েছেন ৷ উইকেট শিকারের তালিকায় প্রাক্তন ভারতীয় লেগ-স্পিনার অনিল কুম্বলের পরেই রয়েছেন তিনি । বৃষ্টিতে ব্রিসবেনে খেলা বন্ধ হয়ে যাওয়ার পরই দেখা যায় ড্রেসিংরুমে বিরাট কোহলি জড়িয়ে ধরেছেন সতীর্থকে ৷ অশ্বিনের চোখ ভিজে গিয়েছে ৷ তারপরেই তাঁর অবসর নিয়ে জল্পনা শুরু হয়ে যায় ৷

106টি টেস্ট, 116টি ওডিআই এবং 65টি টি-20 ম্যাচ খেলা অশ্বিন তিন ফরম্যাট মিলিয়ে নিয়েছেন 775টি উইকেট । টেস্ট ক্রিকেটে ইনিংসে 5 উইকেট নিয়েছেন 37 বার । ভারতীয় স্পিনার সাতবার চতুর্থ ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন ৷ প্রবীণ ভারতীয় ক্রিকেটার হিসেবে পাঁচ উইকেটের নজিরও তাঁর দখলে ৷

আরও পড়ুন

ব্রিসবেন, 18 ডিসেম্বর: অস্তাচলে রবিচন্দ্রন অশ্বিন ৷ ব্রিসবেন টেস্টের পরই দেশের সর্বকালের অন্যতম সেরা স্পিনার জানিয়ে দিলেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে সন্ন্যাস নিচ্ছেন তিনি ৷ টেস্টে ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় এবং বিশ্বের নবম ক্রিকেটার হিসেবে পাঁচশো উইকেট নেওয়ার বছরেই বাইশ গজকে বিদায় জানালেন ভারতের ফিঙ্গার স্পিনার ৷

ব্রিসবেন টেস্টের পর অধিনায়ক রোহিত শর্মার সঙ্গেই সাংবাদিক বৈঠকে আসেন রবি অশ্বিন । ভারতের অন্যতম সেরা স্পিনার বলেন, “আমার এখানে আসার কথা ছিল না । কিন্তু একটা কথা জানানোর রয়েছে ৷ আন্তর্জাতিক ক্রিকেটে আজই আমার শেষদিন ৷ আমি বাইশ গজ থেকে অবসর নিচ্ছি ।’’ যদিও আইপিএলে খেলতে দেখা যাবে তাঁকে ৷ নিলামে তাঁকে কিনেছে পুরনো দল চেন্নাই সুপার কিংস ৷

টেস্ট ক্রিকেটে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী । ব্রিসবেন টেস্টের পরই কেরিয়ারে দাড়ি টেনেছেন 38 বছর বয়সি স্পিনার ৷ 13 বছরের দীর্ঘ কেরিয়ারে 537টি টেস্ট উইকেট নিয়েছেন ৷ উইকেট শিকারের তালিকায় প্রাক্তন ভারতীয় লেগ-স্পিনার অনিল কুম্বলের পরেই রয়েছেন তিনি । বৃষ্টিতে ব্রিসবেনে খেলা বন্ধ হয়ে যাওয়ার পরই দেখা যায় ড্রেসিংরুমে বিরাট কোহলি জড়িয়ে ধরেছেন সতীর্থকে ৷ অশ্বিনের চোখ ভিজে গিয়েছে ৷ তারপরেই তাঁর অবসর নিয়ে জল্পনা শুরু হয়ে যায় ৷

106টি টেস্ট, 116টি ওডিআই এবং 65টি টি-20 ম্যাচ খেলা অশ্বিন তিন ফরম্যাট মিলিয়ে নিয়েছেন 775টি উইকেট । টেস্ট ক্রিকেটে ইনিংসে 5 উইকেট নিয়েছেন 37 বার । ভারতীয় স্পিনার সাতবার চতুর্থ ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন ৷ প্রবীণ ভারতীয় ক্রিকেটার হিসেবে পাঁচ উইকেটের নজিরও তাঁর দখলে ৷

আরও পড়ুন

Last Updated : Dec 18, 2024, 12:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.