ETV Bharat / sports

বোধনে হতাশা শুটিংয়ে, অল্পের জন্য ফাইনাল হাতছাড়া রমিতা-অর্জুন ও সরবজোতের - PARIS OLYMPICS 2024 - PARIS OLYMPICS 2024

India Fails to Qualify 10m Air Rifle Mixed Event Final: পদক রাউন্ডে যোগ্যতা অর্জনের জন্য প্রয়োজন ছিল প্রথম চারে শেষ করা ৷ রমিতা জিন্দল-অর্জুন বাবুতা জুটি 1.0 পয়েন্টের জন্য পদক রাউন্ডের যোগ্যতা অর্জনে ব্যর্থ হলেন ৷ তবে আরেক জুটি এলাভেনিল ভালারিভান এবং সন্দীপ সিং শেষ করলেন অনেকটাই পিছনে, দ্বাদশ স্থানে ৷

PARIS OLYMPICS 2024
শুটিংয়ের শুরুতে একরাশ হতাশা (এপি)
author img

By PTI

Published : Jul 27, 2024, 3:42 PM IST

Updated : Jul 27, 2024, 3:58 PM IST

প্যারিস, 27 জুলাই: অলিম্পিক্সে অভিযানের শুরুটা আশানরূপ হল না ভারতীয় শুটারদের ৷ 10 মিটার এয়ার রাইফেলের মিক্সড টিম যোগ্যতা অর্জন পর্বে হতাশ করল ভারতের দুই জুটি ৷ পদক রাউন্ডে যোগ্যতা অর্জনের জন্য প্রয়োজন ছিল প্রথম চারে শেষ করা ৷ রমিতা জিন্দল-অর্জুন বাবুতা জুটি 1.0 পয়েন্টের জন্য পদক রাউন্ডের যোগ্যতা অর্জনে ব্যর্থ হলেন ৷ তবে আরেক জুটি এলাভেনিল ভালারিভান এবং সন্দীপ সিং শেষ করলেন অনেকটাই পিছনে, দ্বাদশ স্থানে ৷

ঠিক এর পরবর্তীতে পুরুষদের 10 মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত ইভেন্টের ছবিটা একই ৷ অল্পের জন্য ফাইনাল বা পদক রাউন্ডের যোগ্যতা অর্জনে ব্যর্থ হলেন হরিয়ানার সরবজোৎ ৷ তিনি শেষ করলেন নবম স্থান ৷ 2022 হ্যাংঝাউ এশিয়াডে সোনাজয়ী (দলগত) সরবজোতের ছিটকে যাওয়াটা আরও হতাশার ৷ যোগ্যতা অর্জন পর্বে এদিন 577 পয়েন্ট স্কোর করে জার্মান শুটার রবিন ওয়াল্টারের সঙ্গে সমমেরুতে ছিলেন তিনি ৷ বুলস আইয়ের নিরিখে পিছিয়ে থেকে ফাইনালের যোগ্যতা অর্জনে ব্যর্থ হন সরবজোতের ৷ সরবজোৎ যোগ্যতা অর্জনে 16টি বুলস আই স্কোর করেন ৷ সেখানে জার্মান শুটার করেন 17টি ৷

এই ইভেন্টে ভারতের আরও এক শুটার অর্জুন সিং চিমা 574 পয়েন্ট নিয়ে শেষ করেন 18তম স্থানে ৷ 10 মিটার এয়ার রাইফেলের মিক্সড টিম ইভেন্টের যোগ্যতা অর্জন পর্বে ইভেন্টে 628.7 পয়েন্ট স্কোর করে ছয়ে থামেন রমিতা-অর্জুন ৷ চতুর্থস্থানে শেষ করা জার্মানি 629.7 পয়েন্ট নিয়ে পদক রাউন্ডের যোগ্যতা অর্জন করে ৷ সদ্য শুরু হওয়া প্যারিস অলিম্পিক্সে ভারতীয় শুটারদের প্রথম ইভেন্ট ছিল 10 মিটার এয়ার রাইফেলসে মিক্সড টিমের যোগ্যতা অর্জন ৷ প্রথম জোড়া ইভেন্টেই হতাশ হতে হল দেশের ক্রীড়া অনুরাগীদের ৷

প্যারিস, 27 জুলাই: অলিম্পিক্সে অভিযানের শুরুটা আশানরূপ হল না ভারতীয় শুটারদের ৷ 10 মিটার এয়ার রাইফেলের মিক্সড টিম যোগ্যতা অর্জন পর্বে হতাশ করল ভারতের দুই জুটি ৷ পদক রাউন্ডে যোগ্যতা অর্জনের জন্য প্রয়োজন ছিল প্রথম চারে শেষ করা ৷ রমিতা জিন্দল-অর্জুন বাবুতা জুটি 1.0 পয়েন্টের জন্য পদক রাউন্ডের যোগ্যতা অর্জনে ব্যর্থ হলেন ৷ তবে আরেক জুটি এলাভেনিল ভালারিভান এবং সন্দীপ সিং শেষ করলেন অনেকটাই পিছনে, দ্বাদশ স্থানে ৷

ঠিক এর পরবর্তীতে পুরুষদের 10 মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত ইভেন্টের ছবিটা একই ৷ অল্পের জন্য ফাইনাল বা পদক রাউন্ডের যোগ্যতা অর্জনে ব্যর্থ হলেন হরিয়ানার সরবজোৎ ৷ তিনি শেষ করলেন নবম স্থান ৷ 2022 হ্যাংঝাউ এশিয়াডে সোনাজয়ী (দলগত) সরবজোতের ছিটকে যাওয়াটা আরও হতাশার ৷ যোগ্যতা অর্জন পর্বে এদিন 577 পয়েন্ট স্কোর করে জার্মান শুটার রবিন ওয়াল্টারের সঙ্গে সমমেরুতে ছিলেন তিনি ৷ বুলস আইয়ের নিরিখে পিছিয়ে থেকে ফাইনালের যোগ্যতা অর্জনে ব্যর্থ হন সরবজোতের ৷ সরবজোৎ যোগ্যতা অর্জনে 16টি বুলস আই স্কোর করেন ৷ সেখানে জার্মান শুটার করেন 17টি ৷

এই ইভেন্টে ভারতের আরও এক শুটার অর্জুন সিং চিমা 574 পয়েন্ট নিয়ে শেষ করেন 18তম স্থানে ৷ 10 মিটার এয়ার রাইফেলের মিক্সড টিম ইভেন্টের যোগ্যতা অর্জন পর্বে ইভেন্টে 628.7 পয়েন্ট স্কোর করে ছয়ে থামেন রমিতা-অর্জুন ৷ চতুর্থস্থানে শেষ করা জার্মানি 629.7 পয়েন্ট নিয়ে পদক রাউন্ডের যোগ্যতা অর্জন করে ৷ সদ্য শুরু হওয়া প্যারিস অলিম্পিক্সে ভারতীয় শুটারদের প্রথম ইভেন্ট ছিল 10 মিটার এয়ার রাইফেলসে মিক্সড টিমের যোগ্যতা অর্জন ৷ প্রথম জোড়া ইভেন্টেই হতাশ হতে হল দেশের ক্রীড়া অনুরাগীদের ৷

Last Updated : Jul 27, 2024, 3:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.