প্যারিস, 30 অগস্ট: অলিম্পিক্সে হয়নি ৷ প্যারা-অলিম্পিক্সের দ্বিতীয় দিনেই সোনা ঘরে তুলল ভারত ৷ মহিলাদের 10 মিটার এয়ার রাইফেলে সোনা জিতলেন অবনি লেখারা ৷ প্যারা-অলিম্পিক্স রেকর্ড গড়ে পোডিয়াম শীর্ষে অবনি ৷ 249.7 পয়েন্টে নয়া রেকর্ড গড়লেন তিনি ৷ একই ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন মোনা আগরওয়াল ৷
এদিন স্টেজ ওয়ানের শুরুতে পিছিয়ে পড়েছিলেন অবনি ৷ অনেকটাই এগিয়েছিলেন দক্ষিণ কোরিয়ার লি আনরি ৷ স্টেজ টু’র শুরু থেকেই একের পর এক চাঁদমারি ভেদ করা শটে ম্যাচে ফেরেন লেখারা ৷ শেষ পর্যন্ত দেখা যায়, শীর্ষেই শুধু নয়, নিকটতম প্রতিদ্বন্দ্বী লি’র (246.8) থেকে অনেকটাই এগিয়ে তিনি ৷ শেষ শটে 6.8 মেরে পিছিয়ে পড়েন আনরি ৷ অন্যদিকে 228.7 পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ জিতেছেন মোনা আগরওয়াল ৷ 37 বছর বয়সি শুটারের এটাই প্রথম অলিম্পিক্স মেডেল ৷
GOLD 🥇 For INDIA 🇮🇳
— Doordarshan Sports (@ddsportschannel) August 30, 2024
Avani Lekhara wins gold medal in the Women's 10m air Rifle SH1 event with a score of 249.7 🙌#Paris2024 #Cheer4Bharat #Paralympics2024 @mansukhmandviya @MIB_India @PIB_India @IndiaSports @ParalympicIndia @PCI_IN_Official @Media_SAI @AkashvaniAIR… pic.twitter.com/mcFf6gxQ1t
টোকিয়ো প্যারালিম্পিক্সে ইতিহাস গড়েছিলেন ৷ প্যারালিম্পিক্সের আসরে একমাত্র ভারতীয় হিসেবে জোড়া পদক জিতেছিলেন মহিলা শুটার ৷ এবার ফের পোডিয়ামে চড়লেন ভারতের শুটিং রানি ৷ টোকিয়োয় 249.6 পয়েন্টে শেষ করেন তিনি ৷ সেদিনও প্যারা-অলিম্পিক্সে রেকর্ড গড়েছিলেন ৷ এদিন সেই রেকর্ড ছাপিয়ে নয়া উচ্চতায় পৌঁছে গেলেন রাজস্থানের শুটার ৷
2012 সালে গাড়ি দুর্ঘটনা পর থেকেই সঙ্গী হুইল চেয়ার । কিন্তু অদম্য ইচ্ছার কাছে হার মানে সব প্রতিকূলতা । 2015 সালে বাবার অনুপ্রেরণায় জয়পুরের শুটিং রেঞ্জে প্রথম রাইফেল হাতে তুলে নিয়েছিলেন ৷ সেই রাইফেলই ইতিহাসে পৌঁছে দিল অবনিকে ৷