কলকাতা, 5 ডিসেম্বর: শুক্রবার শুরু হচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্ট ৷ অ্যাডিলেড ওভালে দিন-রাতের পিঙ্ক বল টেস্টে ভারতের জয় নিয়ে আশাবাদী প্রাক্তন ভারতীয় সিমার কার্সন ঘাউরি ৷ আর এই ম্যাচে তাঁর বাজি ভারতীয় বোলিং ৷ আত্মবিশ্বাসী ঘাউরির মতে, সিরিজে 2-0 লিড পেতে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে ভারতীয় দল ৷
তবে, দ্বিতীয় এই টেস্টে যে দিন-রাতের ৷ যেখানে অ্যাডিলেডে অস্ট্রেলিয়া পিঙ্ক বলে দিন-রাতের টেস্ট কখনও হারেনি ৷ আর ভারতের টেস্ট ক্রিকেটে সর্বনিম্ন 36 রানে অলআউট হওয়ার রেকর্ডও অ্যাডিলেডের মাঠে পিঙ্ক বল টেস্টে ৷ তবে, সে সব পরিসংখ্যান ও অতীত রেকর্ডকে গুরুত্ব দিতে নারাজ ঘাউরি ৷
ইটিভি ভারতকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ঘাউরি জানালেন, ভারতীয় বোলাররা যথেষ্ঠ ভালো পারফর্ম করবেন ৷ তা যে কোনও পরিস্থিতি, যে কোনও বলে ৷ তা লাল, পিঙ্ক বা সাদা যে বলই হোক না-কেন ৷ এমনকি ভারতীয় ব্যাটিং নিয়েও আশাবাদী কার্সন ঘাউরি ৷
40 ওভার পরেও পিঙ্ক বলের চরিত্রে ও আকারে খুব একটা বদল আসে না ৷ যা মাঝের ওভারে ভারতীয় পেসারদের সমস্যায় ফেলতে পারে ৷ তবে, এই যুক্তি মানতে রাজি হলেন না ঘাউরি ৷ তাঁর মতে, "বল মুভ করানো একটা শিল্প ৷ তা সে গোলাপী, সাদা বা লাল যাই হোক না-কেন ৷ পুরোটাই নির্ভর করে বোলারের কোয়ালিটির উপর ৷ যদি, কেউ সেই শিল্পটা জানেন, তাহলে দু’দিকেই বল মুভ করাতে পারবেন ৷ এমনকি বলের যত্ন কতটা ও কীভাবে নেওয়া হয়েছে, তার উপর নির্ভর করছে ৷"
এই সিরিজে ভারতীয় পেস বোলিংয়ের দুই স্তম্ভ জসপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজের উপরেও পূর্ণ আস্থা রাখছেন প্রাক্তন ভারতীয় সিমার ৷ তাঁর মতে, এই দুই বোলার পিঙ্ক বলে রিভার্স স্যুইং করাতে সফল হবেন ৷ ঘাউরি বলেন, "বুমরা এবং সিরাজের মতো বোলারের মধ্যে সেই দক্ষতা আছে, বলকে দুই দিকে স্যুইং করানোর ৷ ওঁরা খুব সহজেই রিভার্স করাতে পারবে ৷"
73-এর বাঁ-হাতি প্রাক্তন সিমার এই বোলিং আক্রমণে মহম্মদ শামির অভাববোধ করছেন ৷ তাঁর মতে, শামি এই দলে যোগ দিলে অস্ট্রেলিয়ার মাটিতে ভয়ংকর হয়ে উঠে ভারত ৷ কার্সন ঘাউরি বলেন, "এখনও পর্যন্ত মহম্মদ শামিকে ছাড়াও ভালো পারফর্ম করছে ভারত ৷ কিন্তু, ও একজন গুরুত্বপূর্ণ বোলার ৷ ফাস্ট বোলিং বিভাগে অবশ্যই ও এক নম্বর ৷ ভারতীয় দল অবশ্যই অস্ট্রেলিয়ার মাটিতে ওঁর অভাববোধ করছে ৷ ও যদি অজি কন্ডিশন ও পিচে নামতে পারে, তাহলে ভারতীয় দলের বোলিং আক্রমণ আরও মজবুত হবে ৷ কিন্তু, এখন যাঁরা রয়েছে, তাঁরা সবাই খুব ভালো কাজ করছে ৷"
তবে, আগামিকালের ম্যাচে ভারতীয় দলে দু’টি বদল নিশ্চিত ৷ প্রথমটি অধিনায়ক রোহিত শর্মা দলে ঢুকবেন এবং সঙ্গে বাঁ-হাতের বুড়ো আঙুলের চোট সারিয়ে শুভমান গিলও ফিরছে ৷ ফলে দেবদত্ত পাড়িক্কল এবং ধ্রুব জুরেলকে বাইরে যেতে হবে ৷ প্রথম একাদশ নিয়ে কার্সন ঘাউরি জানালেন, "আমি প্রথম একাদশ নিয়ে নিশ্চিত নই ৷ তবে, দু’টো বদল হচ্ছেই ৷ তবে, (রবিচন্দ্রন) অশ্বিন এবং (রবীন্দ্র) জাদেজার মধ্যে বাছাই করাটা খুব কঠিন ৷ টিম ম্যানেজমেন্টের জন্য এটা খুবই ইতিবাচক মাথাব্যাথা ৷ তবে, বছরের পর বছর ধরে যেটা দেখা যাচ্ছে তা হল, ম্যাচের তৃতীয় ও চতুর্থ দিনে স্পিনারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয় ৷ সেই মতো রোহিত এবং গম্ভীরকে সিদ্ধান্ত নিতে হবে ৷"
তবে, ভারতীয় ব্যাটিং নিয়ে চিন্তিত নন প্রাক্তন মুম্বই সিমার কার্সন ঘাউরি ৷ তাঁর মতে, "সবদিক থেকে আমাদের ব্যাটিং খুব ভালো ৷ শুধুমাত্র রোহিত এবং বিরাট কোহলি নয় ৷ সেই তালিকায় তরুণ যশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুল আছেন ৷ দু’টো-তিনটে ভালো পার্টনারশিপ ভারতকে সহজে 400 রান পার করিয়ে দেবে ৷ তাই ব্যাটিং চিন্তার বিষয় নয় ৷ এখানে বোলারদের ম্যাচে 20 উইকেট নিতে হবে ম্যাচ জেতানোর জন্য ৷"
আর অ্যাডিলেডে সিরিজ 2-0 করার লক্ষ্যেই ভারতীয় দলের নামা উচিত বলে জানান ঘাউরি ৷ তিনি বলেন, "অ্যাডিলেড ভারতের জন্য খুবই পয়া একটা মাঠ ৷ তাই আমি আশা ও প্রার্থনা করব ভারত অ্যাডিলেড ওভালে জিতবে ৷ কারণ, অ্যাডিলেডে পারথের থেকে অনেক সহজ হবে ভারতের জন্য ৷ কারণ, এখানে উইকেট অনেক স্লো হবে ৷ যা ভারতের জন্য আশাবাদী ৷"