বেনোনি (দক্ষিণ আফ্রিকা), 11 ফেব্রুয়ারি: অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ফাইনালের ম্যাচে দাপট দেখালেন রাজ লিম্বানি এবং নমন তিওয়ারিরা ৷ দুই পেসারের দাপটে ভালো শুরু করেও প্রথম ইনিংসে কোনও মতে আড়াইশো রানের গণ্ডি পেরোয় অস্ট্রেলিয়া ৷ তবে, বেশি উইকেট না পেলেও, মাঝের ওভারে স্পিনাররা তেমন রান খরচ না করায় সুবিধে হয়েছে ভারতীয় পেসারদের ৷ অস্ট্রেলিয়া আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ৷ তারা নির্ধারিত 50 ওভারে 7 উইকেট হারিয়ে 253 রান তুলেছে ৷
বেনোনিতে ফাইনালের পিচে আজ বাড়তি বাউন্স দেখা গিয়েছে ৷ কিন্তু, ভারত একজন পেসার নিয়ে মাঠে নামে ৷ বদলে একজন অতিরিক্ত স্পিনার খেলানোর সিদ্ধান্ত নেন হেড কোচ ভিভিএস লক্ষ্মণ ৷ তৃতীয় স্পেশালিস্ট পেসার থাকলে অস্ট্রেলিয়ার স্কোর আড়াইশোর চেয়ে কমও হতে পারত ৷ অন্যদিকে, অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-19 দলে আজ বাড়তি পেসার রয়েছে ৷ বেনোনির পিচে যে বাড়তি বাউন্স রয়েছে, তার সমূহ সুবিধা যে তাঁরা নেবেন তা বলার অপেক্ষা রাখে না ৷ ফলে ভারতের পক্ষে 254 রানের লক্ষ্যের প্রাপ্তি খুব একটা সহজে হবে না ৷ এর জন্য শুরুতে পিচে টিকে খেলতে হবে ৷
তবে, টস হেরে আগে ফিল্ডিং করলেও, ভারতীয় পেসাররা এদিন নিজেদের কাজটা করেছেন ৷ শুরুতেই রাজ লিম্বানির শিকার হন ইন-ফর্ম ব্যাটার স্যাম কনসটাস (0) ৷ এরপর আরেক ওপেনার হ্যারি ডিকসন (42) এবং অধিনায়ক হিউজ উইবজেন (48) 78 রানের পার্টনারশিপ করেন দ্বিতীয় উইকেটে ৷ এই পার্টনারশিপ ভাঙেন নমন তিওয়ারি ৷ অস্ট্রেলিয়ার হয়ে এদিন সর্বোচ্চ রান করেন ভারতীয় বংশোদ্ভূত হরজাস সিং (55 রান) ৷ মূলত তাঁর এবং উইকেট-কিপার ব্যাটার রেয়ান হিকসের (20) দ্রুত গতিতে ওঠা 66 রানের পার্টনারশিপে অস্ট্রেলিয়ার ইনিংস একটা সময় মজবুত ভীতে দাঁড়িয়ে যায় ৷
তবে, হারজাস সিং আউট হতেই একের পর এক উইকেট হারায় ক্যাঙারুরা ৷ একসময় তিনশোর কাছাকাছি যে স্কোর পৌঁছতে পারে বলে মনে হচ্ছিল, তা 253 রানেই আটকে যায় ৷ ভারতের হয়ে এদিন সবচেয় সফল বোলার পেসার রাজ লিম্বানি ৷ তিনি 10 ওভারে 38 রান দিয়ে 3 উইকেট নিয়েছে ৷ নমন তিওয়ারি 9 ওভার 63 রান দিয়ে 2 উইকেট পান ৷ অন্যদিকে, দুই স্পিনার সৌম্য পান্ডে এবং মুশির খান একটি করে উইকেট নিয়েছেন ৷
আরও পড়ুন: