ETV Bharat / sports

অঙ্কিতা-ধীরজের ‘লক্ষ্যভেদ’ ! বঙ্গতনয়ার জাদুতে মিক্সড ইভেন্টের কোয়ার্টার ফাইনালে ভারত - Paris Olympics 2024 - PARIS OLYMPICS 2024

Indian Mixed Archery Team in Quarter-Finals: তিরন্দাজিতে মিক্সড ইভেন্টের শেষ আটে ভারত ৷ প্রি-কোয়ার্টার ফাইনালে ইন্দোনেশিয়াকে 5-1 ব্যবধানে হারাল ভারত ৷

Indian Mixed Archery Team
মিক্সড ইভেন্টের কোয়ার্টার ফাইনালে ভারত (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 2, 2024, 1:39 PM IST

Updated : Aug 2, 2024, 3:10 PM IST

প্যারিস, 2 অগস্ট: ব্যক্তিগত রাউন্ডে সামান্য ভুলে হারতে হয়েছিলে ৷ মোক্ষম সময়ে লক্ষ্যভেদ হয়নি ৷ মিক্সড ইভেন্টের প্রি-কোয়ার্টার ফাইনালে ভুল শুধরে নিলেন ধীরজ বোম্মাদেভারা ৷ অঙ্কিতা ভকতকে সঙ্গী করে দেশকে কোয়ার্টার ফাইনালে তুললেন অন্ধ্রের তিরন্দাজ ৷ শেষ ষোলোয় ইন্দোনেশিয়াকে 5-1 ব্যবধানে হারাল ভারত ৷

প্রথম সেটেই 37-36 পয়েন্টে ইন্দোনেশিয়ার চয়রুনিশা দিয়ানন্দা ও পাঙ্গসেতু আরিফকে হারিয়ে দেন ধীরজ-অঙ্কিতা ৷ দ্বিতীয় সেট টাই হয় ৷ তৃতীয় সেটে অনবদ্য হয়ে ওঠেন বাংলার অঙ্কিতা ৷ দু’টি শটেই চাঁদমারির মাঝে তির রাখেন বছর ছাব্বিশের তিরন্দাজ ৷ বঙ্গতনয়ার 20 পয়েন্টের শটেই ইন্দোনেশিয়াকে পিছনে ফেলে ভারত ৷ 38-37 ব্য়বধানে তৃতীয় সেট জেতেন নীল জার্সিধারীরা ৷

একনজরে প্রথম সেট:

ধীরজ বোম্মাদেভারা প্রথম শটেই 10 পয়েন্ট তুলে নেন, দ্বিতীয় শটে আসে 9 পয়েন্ট ৷ অঙ্কিতা ভকত দু’টি শটেই 9 পয়েন্টে তির গাঁথেন ৷ মোট 37 পয়েন্ট পায় ভারত ৷ ইন্দোনেশিয়ার ঝুলিতে আসে 36 পয়েন্ট ৷ 2-0 ব্যবধানে এগোন অঙ্কিতারা ৷

একনজরে দ্বিতীয় সেট:

এবারও ধীরজ বোম্মাদেভারা প্রথম শটেই 10 পয়েন্ট তুলে নেন, দ্বিতীয় শটে আসে 9 পয়েন্ট ৷ অঙ্কিতা ভকত প্রথম শটে 9 পয়েন্টে তির গাঁথেন, দ্বিতীয় শটে পারফেক্ট 10 ৷ মোট 38 পয়েন্ট পায় ভারত ৷ ইন্দোনেশিয়াও ভালো পারফর্ম করে ৷ ঝুলিতে আসে 38 পয়েন্ট ৷ টাই হওয়ায় পয়েন্ট ভাগ করে নেয় দুই দল ৷ 3-1 ব্যবধানে এগিয়ে যায় ভারত ৷

একনজরে তৃতীয় সেট:

দু’টি শটেই 9 পয়েন্টে তির গাঁথেন ধীরজ বোম্মাদেভারা ৷ শেষ সেটে জাদু দেখান অঙ্কিতা ভকত ৷ দু’টি শটেই পারফেক্ট 10 করেন বাংলার তিরন্দাজ ৷ মোট 38 পয়েন্ট পায় ভারত ৷ সেট শুরু করা ইন্দোনেশিয়ার ঝুলিতে এসেছিল 37 পয়েন্ট ৷ 5-1 ব্যবধানে ম্যাচ জিতে নেয় ভারত ৷

প্যারিস, 2 অগস্ট: ব্যক্তিগত রাউন্ডে সামান্য ভুলে হারতে হয়েছিলে ৷ মোক্ষম সময়ে লক্ষ্যভেদ হয়নি ৷ মিক্সড ইভেন্টের প্রি-কোয়ার্টার ফাইনালে ভুল শুধরে নিলেন ধীরজ বোম্মাদেভারা ৷ অঙ্কিতা ভকতকে সঙ্গী করে দেশকে কোয়ার্টার ফাইনালে তুললেন অন্ধ্রের তিরন্দাজ ৷ শেষ ষোলোয় ইন্দোনেশিয়াকে 5-1 ব্যবধানে হারাল ভারত ৷

প্রথম সেটেই 37-36 পয়েন্টে ইন্দোনেশিয়ার চয়রুনিশা দিয়ানন্দা ও পাঙ্গসেতু আরিফকে হারিয়ে দেন ধীরজ-অঙ্কিতা ৷ দ্বিতীয় সেট টাই হয় ৷ তৃতীয় সেটে অনবদ্য হয়ে ওঠেন বাংলার অঙ্কিতা ৷ দু’টি শটেই চাঁদমারির মাঝে তির রাখেন বছর ছাব্বিশের তিরন্দাজ ৷ বঙ্গতনয়ার 20 পয়েন্টের শটেই ইন্দোনেশিয়াকে পিছনে ফেলে ভারত ৷ 38-37 ব্য়বধানে তৃতীয় সেট জেতেন নীল জার্সিধারীরা ৷

একনজরে প্রথম সেট:

ধীরজ বোম্মাদেভারা প্রথম শটেই 10 পয়েন্ট তুলে নেন, দ্বিতীয় শটে আসে 9 পয়েন্ট ৷ অঙ্কিতা ভকত দু’টি শটেই 9 পয়েন্টে তির গাঁথেন ৷ মোট 37 পয়েন্ট পায় ভারত ৷ ইন্দোনেশিয়ার ঝুলিতে আসে 36 পয়েন্ট ৷ 2-0 ব্যবধানে এগোন অঙ্কিতারা ৷

একনজরে দ্বিতীয় সেট:

এবারও ধীরজ বোম্মাদেভারা প্রথম শটেই 10 পয়েন্ট তুলে নেন, দ্বিতীয় শটে আসে 9 পয়েন্ট ৷ অঙ্কিতা ভকত প্রথম শটে 9 পয়েন্টে তির গাঁথেন, দ্বিতীয় শটে পারফেক্ট 10 ৷ মোট 38 পয়েন্ট পায় ভারত ৷ ইন্দোনেশিয়াও ভালো পারফর্ম করে ৷ ঝুলিতে আসে 38 পয়েন্ট ৷ টাই হওয়ায় পয়েন্ট ভাগ করে নেয় দুই দল ৷ 3-1 ব্যবধানে এগিয়ে যায় ভারত ৷

একনজরে তৃতীয় সেট:

দু’টি শটেই 9 পয়েন্টে তির গাঁথেন ধীরজ বোম্মাদেভারা ৷ শেষ সেটে জাদু দেখান অঙ্কিতা ভকত ৷ দু’টি শটেই পারফেক্ট 10 করেন বাংলার তিরন্দাজ ৷ মোট 38 পয়েন্ট পায় ভারত ৷ সেট শুরু করা ইন্দোনেশিয়ার ঝুলিতে এসেছিল 37 পয়েন্ট ৷ 5-1 ব্যবধানে ম্যাচ জিতে নেয় ভারত ৷

Last Updated : Aug 2, 2024, 3:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.